নাটক রিভিউ || পরিচয় || ১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা,

আমি বাংলাদেশ থেকে @gopiray
আজ বৃহস্পতিবার ,১১/৮/২০২২ইং

IMG_20220811_172630.jpg
ছবি স্ক্রিনশর্ট:



প্রথমে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন ৷ সুপ্রিয় আমার বাংলা কমিউনিটির সকল সদস্যবৃন্দ ভাই-বোন বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালই আছেন? আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷ প্রতিদিন আপনাদের মাঝে হাজির হই নতুন কোন ইউনিট ব্লক নিয়ে৷ তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন কিছু উপস্থাপন করবো৷আসলে এর আগে ফটোগ্রাফি করা ঘুরতে যাওয়া ইত্যাদি আর অন্যান্য ব্লগ লিখেছিলাম৷ কিন্তু আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ প্রকাশ করবো৷ আসলে আমি প্রতিনিয়তই নাটক টি বেশি ভালোবাসি ৷আর বলতে গেলে বাংলাদেশী নাটক সত্যি অনেক জনপ্রিয় প্রায় কম বেশি নাটক আমি পছন্দ করি ৷যেমন: আরফিন নিশু, মোশারফ করিম ,চঞ্চল চৌধুরী, তাহসান আহমেদ, তৌসিফ মাহবুব ,আরো অনেকে বলতে গেলে সবাইরে নাটক অনেক ভালো লাগে৷ তো আজকে আমি যে নাটকটি রিভিউ দিব সে নাটকটির নাম [পরিচয়]৷ অভিনয়ে মেহজাবীন ওতৌসিফ মাহবুব ৷আমি আজকেই সকালবেলা একটু দেখলাম দেখে অনেক ভালো লাগলো৷ আর তাইতো আপনাদের মাঝে এখন উপস্থাপন করছি ৷আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷

IMG_20220811_164104.jpg

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নামপরিচয়
অভিনয়েতৌসিফ মাহবুব ও মেহজাবিন
পরিচালনায়ইমরুল রাফাত
দেশবাংলাদেশ
ডুরেশন৩৯:৪০

নাটকের মেইন কাহিনী!!

IMG_20220811_164043.jpg

IMG_20220811_164233.jpg

নাটকের যাত্রা শুরু হয় একটি বাসস্টানের মধ্য দিয়ে ৷ মেয়েটি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য যাচ্ছে ৷আর অন্যদিকে ছেলেটা তার দেশের বাড়ি যাচ্ছি ৷ ঠিক মেয়েটির পাশেই ছেলেটির সিট৷ আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে ছেলেটা সব সময় বকবক কথা অর্থাৎ ফোনে কথা বলে ৷আর অন্যদিকে মেয়েটা শুধু বই পড়া নিয়ে ব্যস্ততা কারণ সে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে এই নিয়ে তার টেনশন ৷ আর ছেলেটির টেনশন সে কখন বাড়ি যাবে এবং কি তার মায়ের হাতের রান্না সরষে ইলিশ দিয়ে ভাত খাবে ৷ একটা সময় ছেলেটা ওই মেয়েটা তর্কে জড়িয়ে যায় আসলে ছেলেটার বকবক কথা বলে ৷মেয়েটাকে অনেকটা ডিস্টার্ব বা বিরক্তিকর লাগছিল৷ এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া একটা সময় মেয়েটা বাধ্য হয়ে অন্য সিটে চলে গেল ৷ কিন্তু সেই সিটের মানুষটা শুধু ঘুম আর ঘুম মনে হয় যেন মেয়েটির কাধে এসে পরছে কি করার বাধ্য হয়ে আবার সেই ছেলেটির পাশে এসেই বসতে হলো৷ গেলে সারাটা বাস জার্নি ছিল ঝগড়ার মধ্য দিয়ে৷

একটা সময় বাস চলতে চলতে চাকা পামচার হয়ে গেল ৷ তখন আবার ছেলেটি মেয়েটির জন্য চা ও অন্যান্য খাবার এনে দিল৷ যদি ও প্রথমে নিতে সন্ধেও করছিল পরে দু জনের কথা বলে মেয়েটি চা টা নিলো ৷
IMG_20220811_171519.jpg

IMG_20220811_171536.jpg

IMG_20220811_171559.jpg
তারপর তো ছেলেদের সাথে মেয়েটির অনেক কথা ৷ গাড়ির চাকা সবকিছু ঠিকঠাক আবার রওনা দিল যাওয়ার উদ্দেশ্যে ৷ কিন্তু রাতের বেলা সে আবার রাস্তায় ঝামেলার হওয়ার কারণে বাস আর যেতে পারবে না৷ কি করার আর তখন তো বাসের মানুষ গুলো সব যে যার মত চলে গেল৷ তখন ছেলেটি ও মেয়েটির সাথে কথা বলে ছেলেটি ও তার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলো৷ মেয়ে মানুষ তো সে তো আর এই একা বসে থাকতে পারবেনা বাধ্য হয়ে ছেলেটির পিছে পিছে চলতে থাকলো৷ একটা পর্যায়ে পিছন দিকে তাকিয়ে দেখি মেয়েটিও তার সাথেই আসছে৷ কিন্তু ছেলেটি তার সাথেই তাকে নিতে যাচ্ছে না ৷তারপর তো মেয়েটির কান্না কি করার বাধ্য হয়ে ছেলে তার বন্ধুকে ফোন দিল বন্ধুর বাসায় যাবে৷ একটা পর্যায়ে সবকিছু ম্যানেজা হয়ে গেল ৷

IMG_20220811_171838.jpg

IMG_20220811_171729.jpg

IMG_20220811_171706.jpg

এরপর রাত পেরিয়ে সকাল ছেলেটি অর্থাৎ তৌসিফ মাহবুব আর মেয়েটি মেহজাবীন৷ সকালে তার বন্ধুর বাইক নিয়ে মেয়েটিকে তার ইউনিভার্সিটি তে পৌঁছে দিলো৷কিন্তু পরীক্ষা হতে প্রায় আরো দুই ঘন্টা বাকি সময়টা কাটানোর জন্য তারা দুজনে এক টং এর দোকানে চা খাওয়ার জন্য গেল৷ এবং চা খেতে খেতে তাদের মাঝে কথোপকথন মেয়েটি ছেলেটির কাছে মাফ চায় যে বাসের মধ্যে যে ঘটনা গুলো ঘটেছে সেগুলোর জন্য৷ অন্যদিকে ছেলেটিও এরই মধ্যে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তা তৈরি হলো দুজন দুজনকে বলতে পারেনি বা বলেনি৷ তো চা খাওয়া শেষ হওয়ার পরেই মেয়েটিকে তার ভার্সিটিতে পৌঁছে দিয়ে ছেলেটি চলে যায় তার বাড়িতে ৷

IMG_20220811_172215.jpg

IMG_20220811_172231.jpg
মেয়েটির পরীক্ষা শেষ এবার তার বাড়ি যাওয়ার পালা৷ কিন্তু মেয়েটি সেই ছেলেটিকে খুঁজছিল সে মনে মনে ভাবছে হয়তো তার জন্য সে আসবে ৷একটা পর্যায়ে না পেয়ে বাসে উঠে গেল এবং কি বাসে জানালা দিয়ে এদিক সেদিক তাকাচ্ছে যে, ছেলেটি আসে কিনা কিন্তু না৷ তাকে দেখতে পেল না কি করার মেয়েটির মনটা অনেকটা খারাপ হয়ে গেল ৷ বাস চলতে থাকে৷ এমন পর্যায়ে ছেলেটি বাইক নিয়ে এসে বাসের এসে সামনে দাঁড়ালো ওমনি মেয়েটি দেখতে পেয়ে বাস থেকে নেমে এলো ৷

IMG_20220811_172246.jpg
তারপর তো দুজনে কথা কিন্ত একে অন্য কে যে ভালোবাসে বা পচ্ছন্দ করে এটা বলতে পারে না ৷মেয়েটি যখন চলে যাচ্ছে তখন ছেলেটি বললো ৷কিছু মনে না করলে একটা কথা বলি আসলে আপনার তো পরিচয়টা জানা হলো না ৷নাম্বারটি কী দেওয়া যাবে আর মেয়েটি তখন হাসি মুখে কলম দিয়ে ছেলেটার হাতে লিখে দিলো ৷আর ছেলেটি সেই নাম্বার টি শুধু দেখতেছিল ৷বলতে গেলে দু-জন দুজনে কে যে ভালোবেসে ফেলে ছিল ৷

IMG_20220811_171319.jpg

IMG_20220811_171300.jpg

IMG_20220811_171243.jpg

সমাপ্ত

তো বন্ধুরা আজকের মত আমার ব্লগ এতটুকুই৷ ঠিক জানিনা আপনাদের কী রকম লাগবে৷ তবে আশা করছি ভালই লাগবে৷ আমি সম্পূর্ণ আমার নিজের ভাষায় প্রকাশ করেছি হয়তো বা কিছু ভুল ত্রুটি হতে পারে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷এবং কি আপনি চাইলেও নাটকটি ইউটিউবে দেখতে পারেন৷ সত্যি নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে৷

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন আবার ও অন্য কোন ব্লগ নিয়ে হাজির হবো এই প্রত্যাশা রেখে আজকের মত এখানে বিদায় নিচ্ছি৷
ভুল ত্রুটি মার্জনীয়
@gopiray

সবাইকে ধন্যবাদ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW13LY1zYRDByKGKKzJeJ1G4osfixFMyXTSDQcXCAX6y1byZBQkhLBJc2MZ1xVhq6gWGvTrpL4KajjqYfT7La6WUgFNy85FZSLnnUzW7tSt2U59iWLm7jx2CV7qhZu7VEeUDyN9hgygTXcJJdNF3XWvowxMfo9G.png

Sort:  
 2 years ago 

আপনার রিভিউ করা পরিচয় নাটকটি আগে কখনো দেখা হয়নি। তবে আপনি এত সুন্দর করে রিভিউ দিচ্ছেন যে আপনি রিভিউ এর মধ্যে নাটকটির সম্পূর্ণ মূল তথ্য চলে এসেছে । আপনি অনেক সুন্দর ভাবে নাটকটি রিভিউ করেছেন।
এত সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

এ নাটকটা ইত পূর্বে কোন একজন রিভিউ করেছিল। আমি তার রিভিউটা পড়েছিলাম। আজকে আপনার এই নাটকের রিভিউ দেখে আমার খুবই ভালো লাগলো। তবে নিজের মধ্যে কিছুটা কনফিডেন্স তৈরি হল এ বিষয়ে।

 2 years ago 

সুন্দর একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যদিও এই নাটক এখন পর্যন্ত আমার দেখা হয়নি তবে আমি খুব শীঘ্রই নাটক দেখব বলে আশা রাখি। সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে বিষয়বস্তু তুলে ধরার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69076.52
ETH 2742.00
USDT 1.00
SBD 2.72