ফটোগ্রাফি !! (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার - আদাব


হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

Picsart_23-01-03_21-28-06-947.jpg

প্রিয়, আমার বাংলা ব্লগের সকল ভাই বোন বন্ধুগণ সবাইকে আমার নমস্কার ও আদাব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আর ভালো থাকারই কথা যেহেতু নতুন বছর সবকিছুই নতুন নিয়মের নতুন আঙ্গিকে চলছে৷ তাই বলাই যায় যে সবাই অনেকটাই ভালো রয়েছেন ৷ আর পুরনো মুহূর্তগুলো স্মৃতিগুলো দুঃখ কষ্ট বেদনা গুলো সবকিছুকে মুছে ধুয়ে৷ নতুন বছরে নতুন আঙ্গিকে বরণ করে নেওয়ায় সবচেয়ে বুদ্ধিমানির কাজ ৷ কারণ বিগত সময় গুলোকে বা তার সাথে কাটানো মুহূর্তগুলো আমরা কখনোই ফিরে পাবো না৷ সেগুলো আজ শুধু অতীতের খাতায় লেখা থাকবে৷ তাই আমি মনে করি সেই অতীত কি ধরে রেখে কোন লাভ নেই ৷ তাই নিজেকে তৈরি করুন নতুন করে ৷ কারণ জীবন তো একটাই৷

যা হোক বরাবরের মত আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অনেক ব্লগ নিয়ে৷ আসলে সময় গুলো যেন খুব শীঘ্রই চলে যাচ্ছে ৷ এমনটাই মনে হয় এইতো নতুন বছর পরলো আজকে প্রায় তিন দিন গত হয়ে গেল ৷ এভাবেই চোখে নিমিষেই দিনগুলো চলে যাচ্ছে ৷ আসলে সময় বড় অদ্ভুত সময় কে ধরে রাখা যায় না৷

তো আর কথা না বলে চলে যাই আজকের ব্লগের মেইন ধারায় ৷ আজকে আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি অ্যালবাম পোস্ট শেয়ার করতে যাচ্ছি ৷ যদিও আমি প্রতি সপ্তাহেই একটি ফটোগ্রাফি পোষ্ট দেয়ার চেষ্টা করি ৷ আর সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি৷ আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ৷ এমনটাই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ব্লগ৷

তো চলুন দেখে আসা যাক এলোমেলো কিছু ফটোগ্রাফি৷


ফটোগ্রাফি:

Picsart_23-01-03_21-15-45-665.jpg

আসলে বর্তমানে শীতের মৌসুমটাতে ফুলের কোন অভাব নেই ৷ নানান ধরনের নানান জাতের ফুল এই শীতের মৌসুমটাতেই ফুটে থাকে ৷ আর তাইতো বলা যায় এই শীতের মৌসুমটাকে ফুলের মৌসুম। তো যাই হোক যে ফুলটিকে দেখতে পাচ্ছেন৷ হয় তোবা সবাইরে চেনার কথা ৷ জবা ফুল আমার অতি প্রিয় একটি ফুল ৷ সাদা রঙের ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে৷

ফটোগ্রাফি

IMG20220206163559_01.jpg

আরো একটি জনপ্রিয় এবং কি আমার ব্যক্তিগতভাবেও অতি পছন্দের একটি ফুল গোলাপ৷ যাকে বলা যায় ভালবাসার প্রতীক ৷ একমাত্র গোলাপ ফুলে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে কাছে টানে৷ খুব মিস করি কেউ একদিন গোলাপ ফুল হাতে নিয়ে সামনে এসে বলবে ৷ আমি তোমায় ভালোবাসি থাকতে চাই পুরোটা জীবন তোমার সাথে৷

ফটোগ্রাফি

IMG20230102154800.jpg

ছোট্ট একটি গরু পানি তৃষ্ণা মেটানোর জন্য পানি পান করছে৷ ছবিটি দূর থেকে তোলার কারণে খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারি নি ৷ তবে চেষ্টা করেছি সবচেয়ে বেশি ভালোবেসে গরুর গায়ের রংটি দেখে৷ সাদা ধবধবে ৷ আর মাঝেমধ্যে কিছু কালোর হাতছানি বেশ কিউট লাগছিল ছোট্ট গরু টিকে ৷

ফটোগ্রাফি

Picsart_23-01-03_21-14-10-166.jpg
এই ফুল টিকে দেখুন চমৎকার যতটা মনে হয় এই ফলটিনকে কলমী ফুল বলা হয়৷ নদীর ধারে কিংবা বিলের বা পুকুরের ধারে এ ধরনের কলমি নামক কিছু উদ্ভিদ গাছ হইয়া থেকে ৷ আর সেখান থেকেই এ ধরনের ফুল ফুটে থাকে ৷ তাই গ্রামের ভাষায় কলমি ফুল বলে থাকে৷

ফটোগ্রাফি

IMG20220409165115_01.jpg

সাদা গোলাপ৷ একটু আগে একটি লাল গোলাপ নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলেছিলাম৷ যে আসলে গোলাপ ফুলের নানান ধরনের জাত রং বিভিন্ন৷ তেমনি এটিও সাদা গোলাপ একটি গাছে বেশ কয়েকটি ফুল ফুটেছে ৷ তবে এর মাঝে কিছু ফুল ছোট্ট আবার কিছু ফুল টব আকারে ফুটেছে ৷

ফটোগ্রাফি

IMG20220409165409_01.jpg

এই ফটো দেখুন এখনো অবাক হয়ে আছি ভালো ভাবে ফুটে ওঠে নি৷ যদিও ফুলটির তেমন জানা নেই ৷ তবে আমার কাছে ফুলটি টব আকারে অনেক সুন্দর লাগছে ৷ সাদা রঙের ফুল গুলো আমার বেশিই পছন্দের ৷

ফটোগ্রাফি

IMG20220504180034.jpg

বিকেলের শেষে গোধূলি লগ্নে ৷ সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে সূর্যের সেই লাল কিরণ রঙের আভা আর সাথে মেঘের হাতছানি এরই মাঝে তোলা ফটোগ্রাফি৷ ফটোগ্রাফি টি নদীর সাথে হওয়াতে অনেক ভালো লাগছে ৷



তো এই ছিল আজকের এলোমেলো কিছু ফটোগ্রাফি ৷
আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!!

ফটোগ্রাফি বিবরন

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

সবাইকে ধন্যবাদ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ মআসলে ফুল আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ জানাই সুন্দর মতামতের জন্য ৷

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব মুগ্ধ হলাম। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশি দুর্দান্ত হয়েছে। কোনটির প্রশংসা করবো ভেবে পাচ্ছি না। বিশেষ করে সাদা জবা ফুলের ফটোগ্রাফি আমার হৃদয় ছুঁয়ে গেলো। আসলে ফটোগ্রাফি করার দক্ষতা অনেক বেশি দেখে বুঝা যাচ্ছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

দক্ষতা কি না জানি না ৷ তবে খুব ধৈর্য নিয়ে ফটোগ্রাফি করেছি ৷

 2 years ago 

ছোট্ট গরুর বাচ্চাটিতো দারুণ।সাদা কালোর সংমিশ্রণে গরুটিকে দারুণ দেখাচ্ছে।আর ৬নাম্বার ছবিতে এটি তো গন্ধরাজ ফুল। আমার খুব খুব পছন্দের ফুল এটি। এর সুগন্ধে চারিদিক ভরে উঠে, যদিও এটি পুরো ফুটে উঠলে দারুণ লাগবে দেখতে। সর্বোপরি ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ফুলের নাম টি বলার জন্য অনেক ধন্যবাদ ৷ আসলেই ফুলটি সুন্দর ঘ্রান করে ৷

 2 years ago 

সত্যি ভাইয়া নতুন বছরে আমরা সবাই চেষ্টা করছি পুরনো দিনের সব দুঃখ কষ্ট গুলো ভুলে যাওয়ার জন্য। তবুও মাঝে মাঝে নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করা সম্ভব হয় না। যাইহোক সবকিছু মিলিয়ে হয়তো আমাদেরকে ভালো থাকতে হবে। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আর ছোট্ট গরুটি দেখতে কিন্তু বেশ সুন্দর। আর পড়ন্ত বিকেলের ফটোগ্রাফিটিও কিন্তু দারুন হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে লাল গোলাপটি।

 2 years ago 

তাই করা উচিত পুরনো সব কিছু ভুলে শুরু হোক নতুন করে এমনটাই প্রতার্শা ৷

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল। সবথেকে যেটা ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে ছোট গরুর ছানাটা। আমাদের বাসায় যখন গরুর ছোট ছানা হতো আমি খুব আদর করতাম এবং তাদের একটা করে নাম দিতাম। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি যথার্থ বলেছেন আপু৷ আসলেই ছোট্ট বাছুর ছানা কলে নিতে অনেক ভালো লাগে ৷
ধন্যবাদ মতামতের জন্য ৷

 2 years ago 

আপনি বেশ বলেছেন আসলে নতুন বছরের শুরুটা ভাল যাচ্ছে আশা করি ভালো থাকব পুরো বছর। নতুন বছরের শুরুতে বেশ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন।শীতকাল মৌসুমে এমন সুন্দর ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে।প্রতিটি ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর এবং রেন্ডম ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সেটাই যেন হয় নতুন বছরটা যেন ভালো ভাবে কেটে যায় ৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

 2 years ago 

বিভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করছেন যেটা করতে আমিও পছন্দ করি। আমার কাছে প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগলো । সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। যেই ফুলের নাম জানা তা দেখতে অনেকটা গন্ধরাজ ফুলের মতো দেখাচ্ছে। শেষ বিকালের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু ফুলটির নাম জানিয়ে দেওয়ার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40