আবেগী কবিতা " এইতো আছি বেশ আছি" (১০% @shy-fox এর জন্য)
নমস্কার - আদাব
ছবি এখানে নেওয়া হয়েছে
সবার মুখে শুনে থাকি ভালো আছি বেশ ভালো আছি৷ অন্যকে জিজ্ঞেস করে থাকি যে ভাই কেমন আছেন ?কিংবা কি খবর সবকিছু ঠিকঠাক ইত্যাদি ৷ আরো নানান ধরনের কথাবার্তা সেটা হোক বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কিংবা কোন পরিচিত ব্যক্তি৷ কিন্তু তার প্রতি উত্তরে শুধু একটা কথাই শুনে থাকি ভালোবাসি চলে যাচ্ছে মোটামুটি ব্যস এগুলোই৷ব তবে খুব কম সংখ্যক এবং কি গুটিকয়েক মানুষ বলে থাকে ৷ ভালো নেই কিংবা আরো কিছু অজুহাত৷
এটা আমি নিজেও উপলব্ধি করেছি বা নিজেই নিজেকে অনেকবার প্রশ্ন করেছি বা তার বাস্তবিক উদাহরণও পেয়েছি৷ শুধু দিনশেষে সেই একটা কথাই নিজেকে দিয়ে সন্তুষ্ট করলাম যে আসলেই ভালো আছি ৷ কারণ জীবনে ভালো-মন্দ দুঃখ-কষ্ট বেদনা সবকিছু থাকবেই৷ এবং কি এগুলোকে সাথে নিয়েই চলতে হবে ৷ তাই এসব থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো জীবনের সাথে৷
আর তাই তো প্রতিনিয়তই বলে থাকি আছি ভালো বেশ৷ বেশ ভালো আছি চলে যাচ্ছে আর এভাবেই যেন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ কাটাতে পারি৷ এমনটাই প্রত্যাশা করি পরমেশ্বর ঈশ্বর ভগবানের কাছে৷
স্বপ্ন আমরা প্রতিনিয়তই দেখি ৷ কিন্তু সেই স্বপ্নটা কি বাস্তবে পূর্ণতা পায় ৷ হয়তো বা কিছু পায় আবার কিছু থেকে যায় মনের অগোচরে৷ আবার কিছু কিছু স্বপ্ন জীবনের প্রতিটা মুহূর্ত কে তাড়া করে বেড়ায় ৷ তবুও দিনশেষে ওই যে একটা কথাই বলতে এইতো
বেশ ভালো আছি ৷
আর এসব নিয়েই আজকের আপনাদের মাঝে একটি কবিতা উপস্থাপন করছি ৷ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এমনটাই প্রত্যাশা রেখে শুরু করছি আমার কবিতা: এইতো আছি বেশ আছি
|
---|
কোথাও রয়েছে বাস্তবের দাবানলে পিতা-মাতার কষ্টের চোখের কোনে বহু অপূর্ণতায় দেউলিয়া ঘোষণা করেছি নিজেকে হাজার বছর ধরে মৃত হতে হতে কিভাবে জেগে উঠি যুগ যুগান্তর পৃথিবী কে জানিয়েছি আমার উপস্থিতি
শূন্যতার বিশাল গহ্বর
পুরে যাওয়ার স্বপ্নের বিধ্বস্ত
ছাই রাঙ্গা পড়া মৃত্তিকার গন্ধ
জমে আছে অশ্রুসিক্ত
ঝরতে ঝরতে সৃষ্টি করেছে নোনা জলের নদী
গোধূলির বিকেল শেষের আলোয়
মিশে যাওয়া আশা
আজও সন্ধ্যায় মেশে নতুন দিনের নতুন আশার স্বপ্নে
তবুও কিভাবে এই জীবনের সাথে বেঁচে আছি
প্রতিদিন কষ্টের সাথে সন্ধি করতে করতে
জীবনের রথ টানছি
অবিশ্বাস্য ভাবে নিজেকে জিইয়ে রেখেছি
সবকিছুর পরেও এতো পথ হেঁটেও
এই যে রয়ে গেছি
এত কিছুর পরেও দীর্ঘশ্বাস্যের বুক চিরে
বেরিয়ে আসা-শব্দে বলে উঠি
এই তো আছি বেশ আছি
অনেক ভালো আছি ৷
https://twitter.com/gopiray36436827/status/1611754793453916162?t=aKa0p5PVHfTIbqQbdDfGCQ&s=19
আবেগ দিয়ে মানুষের জীবন। আবেগ আছে বলে মানুষ এখনো বেঁচে আছে। আর এই আবেগের মোহে পড়ে মানুষ জীবনে অনেক কিছু করেও ফেলছে, যেগুলো করা আদৌ সম্ভব নয়। যাইহোক আপনি খুব সুন্দর একটি কবিতা রচয়িতা করেছেন। আপনার কবিতার লাইনগুলো বেশ সুন্দর ছিল।কবিতার মধ্যে ভাব গাম্ভীর্য ছিল। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাই আপনি ঠিকই বলেছেন ৷যে আবেক আছে বলেই হয়তো মানুষ অনেক কিছু করছে ৷
সফলতা কিংবা ব্যর্থতা নিয়েই আমাদের জীবনের গল্প গুলো সাজানো। কখনো সফলতা আর কখনো ব্যর্থতা। সবকিছু মিলেই যেন আমাদের জীবন। আসলে জীবন যেন একেক সময় একেক রূপ নেয়। যাই হোক ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। কবিতার লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
যথার্থ বলেছেন জীবনে সফলতা বা ব্যর্থতা সবই জীবনের একটা বড় অংশ জুড়ে ৷
ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য ৷
আবেগি কবিতা গুলো বেশ ভালো হয় কারণ নিজের মতো করে নিজের আবেগ দিয়ে কবিতাগুলো লেখা হয়।আপনি ঠিক বলছেন আসলে কাউকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন জোরপূর্বক হলেও বলবেন ভালো আছি, এইতো চলছে জীবন।আসলে জীবন মানে ভালো-মন্দ মিলিয়ে তো জীবন।সবশেষে বলতে হয় মিথ্যে অভিনয় দিয়ে হলেও ভালো আছি।কবিতাটি সুন্দর হয়েছে আপনি অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে কবিতাটি লিখেছেন।
হুম জীবনে ভালো মন্দ তো থাকবেই ৷ আসলে কি নিজের ভালো মন্দ গুলোকে কাউকে না বলাই শ্রেয় ৷ আর তাই হয়তো বলতে হয় ভালো আছি ৷
সফলতা আর ব্যর্থতা নিয়েই জীবন।কখনও সফল কখনও পরাজয় এভাবেই জীবন চলে বহতা নদীর মত।আপনি আবেগী কবিতা লিখেছেন এইতো আছি বেশ আছি,খুব ভাল লেগেছে। আবেগি হয়ে কবিতাটা লিখে শেয়ার করেছেন, আবেগ আছে বলেই তো আমরা মানুষ। কবিতার লাইনগুলো খুব আবেগি হয়ে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।
একদম বাস্তবিক কথা বলেছেন আপু ৷ আবেক আছে বলেই তো আমরা মানুষ ৷
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ৷
অসাধারণ হয়েছে দাদা। কেউ কোথাও ভাল নেই,সবাই কোন ক্রমে বেচে আছে।জীবনের দীর্ঘপথ হেটে ক্লান্ত সবাই।তারপরেও মুখে হাসি ফুটিয়ে বলে এইত বেশ আছি। একদম বাস্তব সম্মত কবিতা।ধন্যবাদ দাদা সুন্দর কবিতাটির জন্য
জি দাদা হয়তো তাই ৷ কেউ ভালো নেই তবুও বলতে হয় এই তো বেশ ভালো ৷ খুব সুন্দর মন্তব্য করেছেন দাদা ৷ একদম বাস্তবিক কথা