নাটক রিভিউ:আমার একটা তুমি ছিল || ( 10% shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220921_195911.jpg
ছবি স্ক্রিনশর্ট:


হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে

আজ বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ ইং



নমস্কার

সুপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ ভাই-বোন বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালই আছেন৷ আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷ প্রতিদিন আপনাদের মাঝে হাজির হই নতুন কিছু ইউনিট ব্লগ নিয়ে৷ তো আজকেও প্রতিবারের ন্যায় আমি আপনাদের মাঝে একটি নতুন কিছু উপস্থাপন করবো৷ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক শেয়ার করতে যাচ্ছি ৷ আর আসলে অবসর সময় পেলেই আমি নাটক দেখি ৷ বাংলাদেশের নাটক বলতে গেলে বেশ জনপ্রিয় আমার কাছে বরাবরই নাটক ভালো লাগে৷ নাটকটা যদিও একটি বিনোদন মাধ্যম তবুও আমাদের বাস্তব জীবনের সাথে কিছু কিছু নাটক অনেকটা মিলে যায়৷ আর এই নাটকগুলো তৈরি করা হয় মূলত আমাদের এই বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতেই৷ হয়তো সেটা একটু অন্য স্টাইলে বা অন্য ভাবভঙ্গি হিসেবে ৷ একটি নাটকে ভালো-মন্দ দুঃখ-কষ্ট প্রেম ভালোবাসা সবাই জড়িত ৷যেগুলো আমাদের বাস্তব জীবনেও ঘটে থাকে৷

তো যাই হোক বন্ধুরা, এবার আমরা চলে এসে আমাদের নাটকের মেইন হিস্টোরিতে আশা করব আপনাদের সবার ভালো লাগবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে আসা যাক আমার আজকের দেখা নাটকের মেইন কাহিনী টুকু.......!

IMG_20220921_200037.jpg

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নাম:আমার একটা তুমি ছিল
অভিনয়েঅপূর্ব ও নীলাঞ্জনা নীলা
পরিচালনায়তুহিন বড়ুয়া
দেশবাংলাদেশ
ডুরেশন৪১.০২

নাটকের মেইন কাহিনী!!

শুরুতেই অপূর্ব ও নীলাঞ্জনা নীলা দুজন দুজনের সাথে প্রথম দেখা ৷ বলতে গেলে অপূর্ব যে বাসায় আছে ৷ঠিক সেই বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে ঢুকতেই প্রথমেই অপূর্বর সাথে ধাক্কা লেগে যায় নীলাঞ্জনা নিলার৷ আর তখন থেকে অপূর্ব তার প্রতি ও ভালবাসায় ডুবে যায়৷
আর বলতে গেলে অপূর্বর বাবা একজন বড় ব্যবসায়ী আর তার মা একজন গৃহিণী ৷পড়ালেখা করা বেকার ছেলে প্রতিদিন মায়ের কাছে হাত পেতে টাকা চায় ৷আর তার মাও অনেকটা বিরক্তি হয় যদিও পরে টাকা ঠিকই দেয়৷ তবে তার আগে একটু তালবাহানা৷

তারপর একদিন না অপূর্ব বাড়ির ছাদের কানে হেডফোন লাগিয়ে গান শুনছি আর ঠিক তখন এই মেয়েটি অর্থাৎ নীলাঞ্জনা নীলা কাপড় শুকাতে ছাদে যায়৷ অপূর্ব কথা বলতে গেলে নীলাঞ্জনা নিলা কাপড়ের আড়ালে লুকিয়ে যায় ৷এভাবেই দুজন দুজনের সাথে পরিচয় হওয়া আলাপ৷

IMG_20220921_195942.jpg

IMG_20220921_195956.jpg

আর এদিকে নীলাঞ্জনা নিলা কিন্তু প্রতিদিন বাজার করতে যায় ৷ আর ছেলেটি অর্থাৎ অপূর্ব কিন্তু কোনদিন ও বাজার করেনি৷ কিন্তু একজন অপূর্ব দেখতে বলেছে তার সাথে কথা বলতে গেলে বা তার সাথে চলতে হলে৷ কিভাবে সে করবে হঠাৎ করে একদিন সকালে দেখতে পেল ৷ যে সে প্রতিদিন বাজার করতে যায়৷ আর তখন ঠিক অপূর্ব সিদ্ধান্ত নিল যে সেও বাজার করবে৷ সে একদিন তার মার কাছ থেকে টাকা চাচ্ছে বাজার করার জন্য৷ তার মা শুনে তো অবাক যে ছেলে কোনদিনও বাজার করতে যায়নি সে বাজার করবে৷ তারপর তো অনেক কথার ছলে বলে টাকা নিলো বাজার করার জন্য ৷
বাজার করতে গিয়ে তার সাথে একই দোকানদার কাছে বাজার কিনতে দুজনের দেখা৷ যদিও অপর বই এর আগে কখনো বাজার করিনি তাই সে একটু অস্বস্তি বোধ করছে ৷ আর মেয়েটি তাকে দেখেই বুঝতে পেরেছে সে কখনো আগে বাজার করেনি ৷তাই সে নিজ হাতে তাকে বাজার করিয়ে দেয় এরপর দুজনে একই রিক্সায় বাড়ি ফিরে৷
IMG_20220921_194908.jpg

IMG_20220921_194944.jpg

IMG_20220921_195013.jpg

এভাবেই দুজনের রিক্সায় কথা বললো যে তারা এবার থেকে দুজনে একসাথে বাজার করবে৷ কারণ এতে দুজনের খরস ফিফটি ফিফটি অর্থাৎ রিক্সা ভাড়া দুজনের অর্ধেক অর্ধেক ৷ এভাবেই দুজনে প্রতিদিন রোজ বাজার করে ৷যদিও মেয়েটি কখনো তাকে ভালোবাসার কথা বলিনি ৷কিন্তু ছেলেটি তাকে প্রথম থেকেই ভালোবাসে কিন্তু কখনো বলে নি ৷এবার সে সিদ্ধান্ত নিল তাকে একদিন কোথাও পার্কে বা কোনখানে দেখিয়ে নেই প্রপোজ করবে ৷ ফোন করে এক ঠিকানায় আসার কথা বলল এবং দুজনের সেই পার্কে দেখাও করল৷
তাকে পার্কে ডেকে এনেছিল তার মূল কারণ হলো ৷তাকে ভালোবাসার কথাটুকু বলবে৷ কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম হয়ে গেল৷
কারণ ছেলেের মুখে তার ভালোবাসার কথাটা শুনে ৷মেয়েটি কোন কিছু উত্তর বা কথা না বলেই চলে যায় ৷কারণ মেয়েটির ছিল ব্রেন টিউমার সে কখন মৃত্যু হবে ৷সে নিজের জানে না ৷তাই সে তার জীবনে অন্য কাউকে জড়াতে চায় না ৷ কিন্তু এই কথাটা ছেলেটি অথবা অপূর্ব জানে না৷

IMG_20220921_195136.jpg

IMG_20220921_195200.jpg
এরপর দুজনের মধ্যে আমার কোন কথাবার্তা নেই৷ অপূর্ব তাকে কত ফোন মেসেজ কিন্তু কোন রিপ্লাই বা কোন উত্তর সে পায়নি৷ কারণ মেয়েটি তাকে ভালবাসতে চায় না তার জীবনের সাথে জড়াতে যায় না ৷ একজন ছেলেটির মাথা কে জিজ্ঞেস করলে তার কি হয়েছে উত্তর এসে বলে আর কিচ্ছু হয়নি। এভাবে চলতে চলতে হঠাৎ করে ৷একদিব মায়ের কাছ থেকে শুনে যে তাদের বাসার পাশের রুমের যে মেয়েটার ব্রেন টিউমার৷
আর ঠিক তখনই ছেলেটি আবারও তার সাথে যোগাযোগ করে যদিও মেয়েটি চাইনি অনেক কিছু পর তাদের সাথে আবার দুজনের কথা হয়৷ এমন কি ছেলে বিয়ের জন্য প্রস্তাব দেয় ৷কিন্তু মেয়েটি বলে যে তোমার পরিবার আমাকে মেনে নেবে না ৷ এক পর্যায়ে ছেলেটি তার পরিবারের কাছে সবকিছু সমস্ত কথা খুলে বলে ৷যদিও প্রথম পর্যায়ে তার বাবা-মা পরিবার কখনোই মেনে নিতে চায়নি ৷কিন্তু পরিশেষে মানতে বাধ্য হয়েছিল ৷এরপর দুই পরিবারের মধ্যে কথোপকথনের মাধ্যমে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়৷

তারপর দুই পরিবার মিলিয়ে মেয়ের সাথে বিয়ের শপিং করতে যায়৷ আর ঠিক সেখানেই বিয়ের শপিং করতে করতে হঠাৎ করেই মেয়েটির মাথা ঘুরে পড়ে যায় ৷কারণ তার ছিল ব্রেন টিউমার ৷এরপর থেকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু দিনশেষে সমস্ত কিছু করার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি৷ শেষমেষ আমার একটা তুমি ছিল এটাই ছিল নাটকের মেইন কাহিনী বা ঘটনা৷

IMG_20220921_195246.jpg

IMG_20220921_195319.jpg

IMG_20220921_195339.jpg

IMG_20220921_195356.jpg

IMG_20220921_195445.jpg

IMG_20220921_195514.jpg

আমার মতামত

জানিনা ঠিক আপনাদের কাছে নাটকটি কতটা ভালো লাগবে ৷তবে আমার কাছে একটি জিনিস সবচেয়ে বেশি প্রশ্ন জাগাচ্ছে? বা ভালো লেগেছে ৷সেটি হল ভালোবাসা পবিত্র ভালোবাসা ৷ কারণ ছেলেটি মেয়েটাকে তার মনের গভীর থেকে ভালোবেসেছিল ৷আর তাইতো তার সমস্ত সুখে-দুখে পাশে থাকার জন্যই তাকে কখনো সেরে যায়নি৷ যদিও সেটা নাটকের একটি কাহিনী মাত্র৷তবে মন্দ নয়৷
কারণ ভালোবাসা তো সেটাই যে কখনো কাউকে ছেড়ে চলে যাবে না৷ যদি আমাদের বাস্তব জীবনে পুরোটাই উল্টো ৷কারণ একটুকু সামান্য ভুলের জন্যই ভালোবাসার হারিয়ে যায় সেটা তো বলাই বাহুল্য৷
আচ্ছা যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের সবার নাটকটি ভালো লেগেছে৷

সমাপ্ত

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

@gopiray

সবাইকে ধন্যবাদ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

অপূর্ব ভাইয়া কোন নাটক আমি মিস করি না ভাইয়া। এই নাটকটি আমি দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

শুনে ভালো লাগলো যে আপনি নাটক টি দেখেছেন ৷ধন্যবাদ আপু

 2 years ago 

খুবই মিষ্টি প্রেমের একটা শুধু ছিল নাটকের মধ্যে, ভেবেছিলাম ভালো একটা এন্ডিং হবে, তবে শেষের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম ভালবাসাটা পরিণত পেলো না।

 2 years ago 

আসলে কিছু ভালোবাসা এমনি ৷পাওয়া হয় না ৷
ধন্যবাদ দাদা সুন্দর মতামতের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39