নাটক রিভিউ: কাবিন নামা !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20221118_195033.jpg

হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে

আজ শুক্রবার ১৮ই ২০২২ ইং
বাংলা ২১ শে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ



নমস্কার-আদাব

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আমিও ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷

তো নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম ৷ একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷ আসলে সময় বর্তমানে অনেক দ্রুত যাচ্ছে ৷ তা নিজেও টের পাচ্ছি না ৷ আর নদীর স্রোত আর ঘড়ির কাটা কেউ আটকাতে পারবে না ৷ ঠিক তরুপ আমাদের দৈনন্দিন জীবন গুলো নদীর স্রোতের মতো আর ঘড়ির কাটার মত যেন চলে যাচ্ছে এমনকি ঘুরছে যাহোক এটাই বাস্তবতা ৷ বাস্তবতাকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে৷ যা হোক দেখতে দেখতে একটি সপ্তাহ অতিক্রম হয়ে গেল ৷ আর আজকে সাপ্তাহিক ছুটি যে কারণেই সময়টা বেশ একটা অলসতার মধ্যে দিয়েই কেটেছে ৷ আর এই ছুটির দিনটাতে প্রায় আমি নাটক দেখি ৷ আর তাই তো আপনাদের মাঝে আজকে একটি নাটকের উপস্থাপনা শেয়ার করবো৷ এবং কি প্রতিটি মুহূর্ত নাটকের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো সবকিছু তুলে ধরার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে এমনটাই প্রত্যাশা রেখে ৷ শুরু করছি আজকে নাটক রিভিউ ৷

IMG_20221118_190817.jpg

ছবি স্ক্রিনশর্ট থেকে নেওয়া :

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নাম:কাবিন নামা
অভিনয়েতওসিফ মাহাবুব ও কেয়া পায়েল
পরিচালনায়মাহামুদুর রহমান হিমি
দেশবাংলাদেশ
ডুরেশন৪০.৫২

নাটকের মেইন কাহিনী:

শুরুতেই তৌসিফ পায়েল দুজনেই বিয়ে করে ৷ আসলে তওসিফ শহরে ছোট্ট একটি চাকরি করে৷ এবং কি হঠাৎ করে গ্রামের বাড়িতে ডেকে এনে বিয়ে দিয়েছে৷ তাই দুজনের মধ্যে খুব একটা মিল মহব্বত নেই বললেই চলে ৷ কারণ নতুন বিষয় তো লজ্জাবোধ৷ যা হোক বিয়ে শাদী করার পর তারা দুজনে আবার শহরে আসে ৷ যেহেতু সে চাকরি করে ৷ তৌসিফ শহরের ছোট্ট একটি বস্তিতে বাসা ভাড়া করে চিলেকোঠায় থাকে৷১ ঠিক সেখানেই দুজনেই ছোট্ট একটি সংসার করে উঠলো ৷ যদিও প্রথম প্রথম একটু কষ্ট তবে তা সময়ের সাথে তাল মিলিয়ে গেছে ৷ এর মধ্যে দুজনেরই লজ্জাবোধ ভেঙে গিয়ে সুন্দর একটি পরিপক্ক পরিবার গড়ে উঠেছে ৷

IMG_20221118_192158.jpg

IMG_20221118_192258.jpg

তৌসিফ তো প্রতিদিনই অফিসে যায় আর পায়েল সারাদিন ওই একা ওই চিলেকোঠায় বন্দি৷ সবকিছু যেন ভালো চলছিল এভাবেই তাদের দুজনের ছোট্ট একটি সংসার৷ তবে যে শহরের বাসায় বাসা ভাড়া নিয়েছে তাদের আরো অনেক জন এই সেই বাসাতেই একসাথেই বসবাস করে ৷ কিন্তু তৌসিফ যে বিয়ে করে এনেছে ৷ তা কেও জানে না৷ একদিন হঠাৎ করে পায়েল কাপড় শুকাতে গিয়ে ৷ এক ভাবির সাথে তার দেখা হলো এমনকি তাকে চিনতে না পেরে অনেক কিছু কথাই বললো৷ কিন্তু পায়েল সবকিছু খুলে বললো যে তাদের মধ্যে কি হয়েছে এবং তারা বিয়ে করেছে৷ সবকিছুই খুলে বলো তবুও যেন সে পাশের বাসার ভাবিকে একটু অন্যমনস্ক হবে কথা বললো৷

আর এরপরেই তৌসিফের ছুটির দিন ছিল ৷আর তাইতো দুজনে বারান্দার চিলেকোঠায় বসে একে অপরের সাথে গল্প গুজব করছিল ৷ আর এরই মাঝে পায়েল তাকে বলল যে এই শহরের মানুষগুলো কেমন যেন অদ্ভুত টাইপের ৷ আর তারপরে উঠে এলো ভাবীর কথা এবং এলাকার কিছু পোলাপাইন যারা কটু দৃষ্টিতে দেখে ৷ সবকিছু খুলে বলার পরে ও তৌসিফ বললো এ শহরের মানুষ গুলো অনেক ভালো৷ আমি একদিন সবার সাথে তোমার পরিচয় করে দিবো৷

IMG_20221118_192318.jpg

IMG_20221118_192232.jpg

IMG_20221118_192336.jpg

আর তারপরেই ঘটলো এক মহাবিপদ ওই এলাকার সকল পোলাপাইন গুলো সেই শহরে এক বড় ভাইকে ডেকে এনে৷ তৌসিফ পাইলে অবৈধ সম্পর্ক বলছিল৷ কিছু দিক নির্দেশনা আর এরপরে সেই এলাকার সকল পোলাপাইন মিলে তাদের ছোট্ট চিলেকোঠায় গিয়ে হামলা করলো৷ যদিও তো তৌসিফ অফিসে ছিল তখন শুধু পাইলেই একাই ছিল ৷ আর তাকে পেয়ে নানা ধরনের কটুক্তি কথা বলতে শুরু করে ৷ যদিও তারা দুজনেই ছিল স্বামী-স্ত্রী সব কিছু বলার পরেও তারা কোন মতেই মেনে নিতে পারছে না ৷ এর পরে তৌসিফ অফিস থেকে বাসায় ফিরে৷ এরপর সেও তাদেরকে সবকিছু খুলে বলে যে তারা দুজনেই কাবিন নামা করেই বিয়ে করেছে ৷ কিন্তু তারা কোন মতেই এগুলোকে বিশ্বাস করসে না ৷ এমনকি সেই মুহূর্তেই তাদের ছবিসহ ফেসবুকে ভাইরাল করে দিল ৲ সেই এলাকার পোলাপাইন গুলো ৷ আর এর পরে তো তার বাবার কাছে ফোন দিয়ে জানলো৷ যে তাদের বিয়ে হয়েছে কিনা৷ উত্তরে জানতে পারলো যে তৌসিফ সত্যি সত্যিই কাবিন নামা দিয়েই বিয়ে করেছে৷

IMG_20221118_192354.jpg

IMG_20221118_190656.jpg

তাদের বিবাহ এবং কি স্বামী স্ত্রী কাবিন নামা সবকিছু সত্য থাকার পরেও ৷ তাদের বিরুদ্ধে এত বড় একটি অপমান মূলক কাজ করে৷ এরপরে তারা সবাই তৌসিফের কাছে ক্ষমা চায় ৷ কিন্তু ক্ষমা চাইলে কি হবে? এর আগেই যে সে এলাকার পোলাপাইন গুলো তাদের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের নামে ফেসবুকে ভাইরাল করে দিয়েছে ৷

আমার মতামত

ঠিক এই নাটকটির মতো আমাদের সমাজেও কিছু সংখ্যক অসাধু ব্যক্তি বা মানুষের রয়েছে ৷ যারা সবকিছু না বুঝে না শুনে যে কারো বিরুদ্ধে অপরাধমূলক অবৈধ মূলক শোষণ বঞ্চনা করে ৷ জানি না ঠিক কেন আমাদের সমাজের মানুষগুলো এরকম৷ আমাদের প্রতিজনেরই উচিত কারো বিরুদ্ধে না জেনে না শুনে খারাপ কোন উক্তি বা খারাপ কোন সম্পর্কের কথা না বলাই সবচেয়ে শ্রেয় বলে আমি মনে করি৷
কারণ এই জীবনে সবকিছু ফিরে পাওয়া গেলেও সম্মান হানি হলে তা কখনোই ফিরে পাওয়া যায় না ৷ ঠিক যেমনটা ঘটেছে এই নাটকে৷



তো আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!

অভিবাদন্তে: @gopiray

Sort:  
 2 years ago 

তাওসিফ মাহবুব এর নাটকগুলো আমার কাছে বেশ দারুন লাগে, আপনার রিভিউটি পড়ে মনে হচ্ছে এই নাটকটি অনেক সুন্দর এবং শিক্ষনীয় একটি নাটক। সময় পেলে অবশ্যই আমি নাটকটি দেখব। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি ভাই সময় পেলে অবশ্যই দেখবেন ৷

 2 years ago 

অনেক চমৎকার ও হাস্যকর একটি নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকটি দেখা হয়নি, তবে আপনার রিভিউ দেখে দেখার ইচ্ছে পোষণ করছি ধন্যবাদ।

 2 years ago 

আপু কেন নাটকটি আপনার কাছ থেকে হাস্যকর ছিল জানি না ৷তবে নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে ৷

 2 years ago 

আমার কাছে এ ধরনের নাটক গুলো দেখতে বেশ ভালো লাগে।আপনার লেখা নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি বেশ ভালো। এর মধ্যে কিছু শিক্ষনীয় জিনিস রয়েছে। এই নাটকটা আমি কখনো দেখেনি তবে আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে না দেখলেও এখন চলবে।আপনি সুন্দর ভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হুম ভাই আসলে নাটকটি অনেক শিক্ষনীয় বিষয় ছিল ৷ ধন্যবাদ পারলে নাটকটি দেখবেন৷

 2 years ago 

পড়ে যা বুঝলাম হাস্যরসাত্মক নাটকের মধ্য দিয়ে সমাজে একটা শিক্ষনীয় বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আমিও আপনার মত একমত যে কারো উস্কানিতে না গিয়ে বরং নিজের চোখ কান খোলা রেখে সব টা বিচার করে তবেই সামনের জনের সম্পর্কে মন্তব্য করে উচিত।

 2 years ago 

একদম সঠিক কথা দিদি ৷ আমাদের সমাজে কিছু মানুষ যারা না বুঝে শুনে নানা ধরনের মন্তব্য করে ৷ আপনি নাটক টি পড়ে ঠিক বুঝেছেন ৷
অনেক ধন্যবাদ দিদি ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66