বিকেল বেলা করতোয়া নদীতে কাটানো মুহূর্তের আলোকচিত্র পর্ব-০৩|| 10% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৩১ই, আশ্বিন | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||




নমস্কার- আদাব।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

Picsart_22-10-16_19-05-14-948.jpg


সময় যেন তার মতোই করে চলছে দিনের পরে রাত রাতের পরে দিন ৷ এভাবেই চলছে মানুষের জীবনযাপন এত সুন্দর এ পৃথিবী একটা সময় এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ৷ ভাবতেই কেমন যেন বুকের ভিতর একটা বড় নিশ্বাস জেগে উঠছে৷ এ কেমন পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করলাম যে পৃথিবীতে নাকি জন্মগ্রহণ করে মৃত্যুকে সাদ পেতে হবে ৷ যদিও আসলে এগুলো মনের ভাবনা বা মনে চিন্তা থেকে৷ আসলে এটাই বাস্তব আর এ বাস্তব তাকে মেনে নিতেই হবে ৷ কারণ এটাই নিয়তির লিখন যেখানে জন্ম সেখানে মৃত্যু এ পৃথিবীতে থাকা প্রতিদিন জীব চিরস্থায়ী নয় সবাইকে মৃত্যুর স্বাদ পেতে হবে৷ ________

তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হলাম ৷ আজকে আপনাদের মাঝে আমার বিকেল বেলার করতোয়া নদীতে কাটানোর তৃতীয় পর্বটি শেয়ার করতে যাচ্ছি ৷ আসলে সেদিন বিকেল বেলার নদীতে কাটানোর মুহূর্তটা এতো সুন্দর মধুরময় ছিল তা আসলে বলে লিখে ৷ আসলে মনের অনুভূতি শেষ করার মতো নয় মনে ভাবলেই অনেক কথা জড়িয়ে আছে সে নদীকে নিয়ে৷ তো যা হোক বিকেল বেলায় কাটানো মুহূর্তের তৃতীয় পর্বের সূচনা শুরু করছি৷ যেগুলো ফটোগ্রাফি শেয়ার করবো ও ভিডিও কনটেন্ট সেগুলো আশা করি সবার ভালো লাগবে৷ তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক বিকেল বেলা নদীর বালুর চরে কাটানোর মুহূর্তের হচ্ছে কিছু আলোকচিত্র৷

IMG20221013161938_01.jpg
লোকেশন

IMG20221013161410_01.jpg

IMG20221013161328_01.jpg
লোকেশন

আসলে গত দুটি পোস্টে যেসব ফটোগ্রাফি শেয়ার
করেছিলাম সেটা ছিল এক ঘাটের৷ আর ঠিক তার পাশে আরেকটি ছোটখাটো যেখানে তিন-চারটে নৌকায় একসাথে বাধানো তার সাথে একটি বয়স্ক মানুষ ছিপ দিয়ে মাছ ধরছে৷ কিন্তু হঠাৎ বড়শী টি পানির নিচে ঝাড় জঙ্গলে আটকে গেছে ৷আর যার কারণে উঠতে চাইছে না প্রথমত ভাবছিল হয়তো বড় মাছ খেয়েছে৷ কিন্তু না পরে দেখলে যে আসলে সেটা আসলে জলের নিচে বড়শিটা আটকে গেছে৷ এরপর সেই বয়স্ক ব্যক্তি নদীতে নেমে ডুব দিয়ে তারপর বড়শি টিকে আনলো৷ সবচেয়ে একটা দেখার বিষয় ছিলো যে এত বয়স্ক মানুষটিও যে পানির নিচ থেকে দম দিয়ে বড় নিশ্বাস নিয়ে জলের নিচ থেকে যে উঠলেন ৷ এই দেখে অবাক লাগছে ৷ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না ৷
আর তার সাথে আরেকজন ব্যক্তি জাল দিয়ে মাছ ধরছে ৷ আসলে যাই বলুন না কেন জাল দিয়ে মাছ ধরার দৃশ্য ছিল সত্যিই অসাধারণ৷ যেখানে জাল থেকে ভাসিয়ে দিচ্ছে আর কিছুক্ষণ পর পর আবার উঠাচ্ছে৷ এভেবেই অনেক মাছ সে জালের উপর
উঠছে ৷ আমি বেশ কিছুক্ষণ বসে দেখছিলাম আর তার সাথে ছোট্ট একটি ভিডিও ৷আপনাদের মাঝে শেয়ার করব বলে ভিডিও টি ধারণ করেছিলাম৷
নিচে তার ভিডিও টি দেওয়া হলো:

আপনারা ভিডিওটি দেখে নিশ্চয়ই বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন ৷ যে নদীতে আসলে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয় ৷

IMG20221013161904_01.jpg

IMG20221013161902.jpg

লোকেশন

যা হোক এরপর এক বিশাল নদীর বালুর চর যদিও আগের নদীটি এদিক দিয়ে প্রবাহিত হয়েছিল ৷ কিন্তু এখন সেখানে চর পড়ে গিয়ে অন্য দিক দিয়ে প্রভাবিত হচ্ছে৷ তাই সেখানে বিশাল বড় চর পড়ে গিয়েছে আর সেই চড়ে নদী এলাকার ছোট ছোট বাচ্চারা খেলা করছে। দেখে সেই ছোট্ট শৈশব বেলার কথা গুলো মনে পড়ে যাচ্ছে ৷আর বেশ সুন্দরভাবে দেখছিলাম দুজন মেয়ে ও একটি ছেলে একটি ঘুড়ি নিয়ে আকাশে উড়াচ্ছে৷ আর দখিনা বাতাসে কি সুন্দর করে উড়ছে ৷ দেখে যে এত সুন্দর একটি অনুভব উপলদ্ধি হচ্ছে৷ ইচ্ছে করছে আমিও ঘড়িতে উড়াই কিন্তু আমি কাছে যেতে না যেতেই তারা আরো দৌড়ে অন্য দিকে যাচ্ছে ৷ আসলে তারা আমাকে অপরিচিত দেখে ভয় পাচ্ছে৷ সত্যি বলতে সেই মুহূর্তে দেখে আমিও সেই শৈশবের জীবনের কথাগুলো বারবার চোখে ভাসছে৷ তো যাহোক এটিও ভিডিও করেছিলাম৷ যেটা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করেছি৷ নিচে ভিডিও টি দেওয়া হল

লোকেশন

সত্যি বলতে নদীর বালুচরে কাটানো মুহূর্তের যদি ছিল আমার কাছে অসাধারণ ৷ তো বন্ধুরা এই ছিল আমার বিকেল বেলায় করতোয়া নদীত কাটানোর কিছু মূহুর্ত ৷ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে৷ তো আজকে আমার বাংলা ব্লগ এতোটুকুই ৷ আবারো হাজির হবো অন্য কোন নতুন ইউনিট ব্লগ নিয়ে৷ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন৷
_________
কমিউনিটি আমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসরিয়েলমি সি বারো

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

@gopiray

সবাইকে ধন্যবাদ


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 2 years ago 

বিকেল বেলায় এরকম নদীর পাড়ে ঘুরতে ভীষণ ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো সময় কাটিয়েছেন করতোয়া নদীর পাড়ে ঘুরতে গিয়ে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন দেখছি। আপনার ঘুরাঘুরির পোস্ট দেখে আমার খুবই ঘুরতে ইচ্ছে করতেছে। সত্যি এক কথায় অসাধারণ ছিল।

 2 years ago 

জি ভাই খুব সুন্দর চমৎকার একটা সময় কাটিয়ে ছিলাম ৷ ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 2 years ago 

বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরতে যেতে বেশ ভালই লাগে। নদীর হাওয়া শরীর শীতল হয়ে যায়।করতোয়া নদীর পাড়ে খুব সুন্দর কিছু ছবি তুলেছেন। সেই সাথে কিছু ভিডিও শেয়ার করেছেন। আপনার ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

 2 years ago 

হুম প্রিয় আপু বিকেল বেলা নদীর পাড়ে বেশ ভালোই লাগে ৷ নদীর দক্ষিণা বাতাস শরীরের শীতল হয়ে যায় ৷ সেই মন টা অনেক ফুরফুরে লাগছিল ৷
ধন্যবাদ আপু

 2 years ago 

নদী আমার খুবই ভালো লাগে বিকেল হলেই আমিও মাঝে মাঝে নদীর পাড়ে গিয়ে বসে থাকি। নদীর পাড়ে আপনি খুবই সুন্দর কিছু সময় পার করেছেন এবং অনেক সুন্দর কিছু ফটোগ্রাফিও আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে জায়গাটি খুবই সুন্দর এবং সুন্দর সময় পার করেছেন।

 2 years ago 

ঠিকই বলেছেন যে নদীর পাড়ের জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল ৷ আর খুব সুন্দর একটি সময় পার করেছি ৷
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার করোতোয়া নদীর ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। বয়স্ক লোকটি ছিপ দিয়ে মাছ ধরছে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু ছিপ টি পানির নিচে আটকে যায় এবং লোকটি ডুব দিয়ে ছিপটি ছাড়িয়ে আনে সত্যি ভীষণ কষ্টের এসব মানুষের জীবন। তারপরেও বেশ ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

জি আপু আমিও দেখে একটু অবাক লাগছিল যে এতো বয়স্ক মানুষ৷ তারপরও অনেক বড় নিঃশ্বাস নিতে পারে ৷

 2 years ago 

ভাইয়া,করোতোয়া নদীতে ঘুরতে গিয়ে আপনার ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে।এমন পরিবেশে ঘুরতে গেলে মনটা এমনিতেই ভাল হয়ে যায়। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

 2 years ago 

চমৎকার মতামতের জন্য ধন্যবাদ আপু

 2 years ago (edited)

নদীর পাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনি তো বেশ সুন্দর একটি নদীর পাড় দেখিয়েছেন। এখানে আবার একজন ছিপ দিয়ে মাছ ধরছে। আর ছিপটি আটকে যায় আর লোকটি নদীতে নেমে ডুব দিয়ে সেটাকে উদ্ধার করে। এটা কিন্তু ভীষণ কষ্ট কর একটা কাজ। আর জাল দিয়ে কিভাবে মাছ ধরে এইরকম আমি কখনো দেখিনি। আপনার ভিডিওটি দেখে বুঝতে পেরেছি কিভাবে মাছ ধরে। আমার কাছে তো বেশ ভালো লাগলো। ইচ্ছে করছিল আমি নিজেই গিয়ে দেখি। নদীর চর জায়গাটা ভীষণ সুন্দর এই জন্য বাচ্চারাও খেলাধুলা করছে। আপনি ঠিক বলেছেন এসব কিছু দেখে শৈশবের কথা মনে পড়ে যায়।

 2 years ago 

আপনি যে আমার সম্পূর্ন পোষ্ট টি পড়ছেন এটা বেশ ভালোই ভাবে বুঝতে পারছি ৷ আপনি প্রতিটি বিষয়ে লিখেছেন ৷
অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য ৷
ভালো থাকবেন

 2 years ago 

মাঝে মাঝে যখন একা থাকি তখন আমিও আপনার মত ভাবনার জগতে হারিয়ে যাই। কেন এভাবে পৃথিবীতে এলাম আবার কেন এভাবে মৃত্যু বরণ করতে হবে। পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন এই পৃথিবীটা আমাদের কাছে একরকম আবার যখন মৃত্যুবরণ করবো তখন এই পৃথিবীটা অন্যরকম। মাঝে মাঝে এরকম ভাবতে ভাবতে দিশেহারা হয়ে পড়ি। যাই হোক আপনার সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো, বিশেষ করে বিকেল বেলা নদীর পাড়ে সময় কাটাতে সকলেরই অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্তটা তুলে ধরার জন্য।

 2 years ago 

জি ভাই এ বিষয়ে নিয়ে মাঝে মধ্যে নানা রকমের প্রশ্ন যাকে ৷ ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ৷
ধন্যবাদ

গ্রাম বাংলার দৃশ্যগুলো আসলেই খুব মনমুগ্ধকর হয়। ছোটবেলাটা যেহেতু আমার গ্রামে কেটেছে সুতরাং এই জিনিসগুলো আমি খুব ভালো বুঝতে পারি। তবে আপনার গ্রাম নিয়ে যে পর্ব তৈরি করেছিলেন একটা, আর তো শেয়ার করলেন না। আমি তো ওইগুলো দেখার জন্য বসে ছিলাম। সর্বোপরি আজকের পোস্টটা খুব ভালো ছিল।

 2 years ago 

ভাই আপনার প্রথমে মন্তব্য টি ভালো লাগলো ৷ কিন্তু পরে ঠিক বুঝলাম না ৷ ভাই এটা সহ তিনটি পর্ব শেয়ার করলাম ৷
এরপর আরেকটু দেখে মন্তব্য করলে ভালো হতো ৷
ধন্যবাদ

আগের পর্ব হয়তো স্কিপ হয়ে গেছে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65