✡ বোয়ালমারি বারুণী মেলায় গিয়ে অভিজ্ঞতা ✡(পর্ব-১)||(10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগ

বোয়ালমারি বারুনী মেলায় গিয়ে অভিজ্ঞতা

Picsart_22-04-01_19-48-00-385.jpg

লোকেশন

প্রিয়,

আমার বাংলা ব্লগের এপার ওপার সকল সদস্য ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷আমি @gopiray বাংলাদেশ থেকে আজকে আমি এক মেলাতে গিয়ে কী কী দেখলাম অভিজ্ঞতা পেলাম তা প্রকাশ করবো

বোয়ালমারি মেলাটি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত৷আমি গত ২৯শে মার্চ গিয়েছিলাম আমার বাড়ি বোয়ালমারি মেলাটা অনেক দুর প্রায় চল্লিশ কিলোমিটার তো হবেই ৷আমি গিয়েছিলাম আমার গ্রামের কয়েকটি ছেলে মিলে একটি গাড়ি ভাড়া করে ৷মেলাটা মূলত একটি তীর্থস্থান হিন্দুধর্ম অনুসারিরা এই তীর্থস্থান বা মেলাতে আসেন ৷

Picsart_22-04-01_19-46-22-606.jpg

লোকেশন
হাজার হাজার মানুষের সমাগম এই মেলায়৷মেলাটা আবার দুই ভাগে বিভক্ত অর্থাৎ নদীর দুই পাশে মেলা ৷নদীর ওই পারে হলো মেইন মেলা সেখানে মন্দির আছে যেখানে পুজো করা হয়৷আর নদীর এই পারে হলো তীর্থস্থান যেখানে মানুষ জন স্নান করে ৷

IMG20220330142842_01.jpg

লোকেশন

IMG20220330142840_01.jpg
এখানে মেলা হয় মূলত এই তীর্থস্থান কে ঘিরে ৷ আমাদের হিন্দু ধর্মীয় নিতি অনুসারে কারো পরিবারে কেউ যদি মারা যায় অর্থাৎ যে ব্যাক্তি মারা যাবে তার ছেলে তার অন্তষ্টি ক্রিয়া বা তার ছেলে তার বাবার মৃত্যুর পর কিছু কর্ম করেন ৷যেমন ছেলে তার বাবার মুখে আগুন দেয় এরপর প্রতিবছর মৃত বাবা বা মা যাই হোক তাদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করা হয়৷আর এই শ্রাদ্ধ তীর্থস্থানে করে যেটা বোয়ালমারি বারুনী মেলায় করে হিন্দু ধর্মীয় মানুষেরা এই হলো মেলাটার মুল কারন এছাড়াও হিন্দু ধর্ম মতে এই তীর্থস্থানে স্নান করলে দেহ মন পবিত্র সকল পাপের দুর হয়৷

Picsart_22-04-01_19-49-09-808.jpg

লোকেশন

Picsart_22-04-01_19-48-00-385.jpg

IMG20220330141701.jpg

ছবি গুলোতে একটু ভালো লক্ষ করুন ৷মেলাতে শ্রাদ্ধ করার জন্য নাপিত মাথা নেড়া করছে অর্থাৎ শ্রাদ্ধ করার আগে আমাদের হিন্দু ধর্মের মতে আগে পবিত্র হতে হয় ৷যার জন্য নাপিতের মাধ্যমে ছেলেকে মাথা নেড়া করতে হয়৷আর অন্যদিকে ব্রাহ্মণ পুজা করে অর্থাৎ শ্রাদ্ধ করে৷
বন্ধুরা এতক্ষণ ধরে যা বললাম এগুলো ছিল কেন এই বোয়ালমারি বারুণী মেলা হয় এসব নিয়ে অভিজ্ঞতা ও আলোকচিত্র৷

Picsart_22-04-01_19-44-13-848.jpg

লোকেশন
এরপর আমরা নদীর ওই পারে যাই আসলে মুল মেলাটা হলো নদীর ওই পারে আর এ পারে শ্রাদ্ধ করে ৷ নদীর ওই পারে যেতে নদীতে বাঁশের ব্রীজ দিছে৷ব্রীজ দিছে দুইটা একটা যাওয়ার জন্য আরেকটা আসার জন্য ৷ নদীর ওই পারে যেতে সময় লাগে ২০ মিনিট এতো মানুষের ভিড় যা বলে বোঝাতে পারব না ৷কেউবা আবার ভিড় এড়াতে টাকা দিয়ে নৌকায় পার হচ্ছে ৷তবে আমরা বাঁশের ব্রীজ দিয়ে গেছি আসলে অনেক মানুষের ভিড়ে পার হতে অনেক ভালো লেগেছে ৷

মেলাতে পার হতে একটি ভিডিও করেছি ও কিছু ছবি তুলেছি ৷নিচে দেওয়া হলো:

IMG20220330142240_01.jpg

IMG20220330141929_01.jpg

লোকেশন

IMG20220330141907_01.jpg

সত্যি অনেক মানুষ একটু জায়গা যেন ফাকা নেই শুধু মানুষ আর মানুষ ৷যা হোক অনেক কষ্ট করে ঢেলে পেলে নদী পাড় হয়েছি ৷এরপর নদীর জল মানে গঙ্গা জল দিয়ে হাত পা পরিষ্কার করে মেইন মেলার দিকে যেতে শুরু করলাম ৷

Picsart_22-04-02_19-11-12-600.jpg

লোকেশন

বন্ধুরা আজকের পোষ্ট টি এখানেই শেষ করছি ৷ দ্বিতীয় পর্ব নিয়ে খুব তারাতারি আপনাদের মাঝে হাজির হবো ৷

  • সেই পযন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷
  • আশা করছি পোষ্ট টি পরবেন ৷

ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার চমৎকার একটি দিন আমাদের মাঝে উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য। আপনার ছবি এবং ভিডিও দেখলাম খুব ভালো লাগলো।

আপনি যেখানে ছবির উৎস উল্লেখ করেছেন সেটি মূলত ছবির লোকেশন হবে একটু ঠিক করে নিবেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া..আসলে লিখতে ভুল হয়েছে আমি ঠিক করে নিয়েছি ৷অনেক ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনি আজকে বোয়ালমারি বারুণী মেলায় গিয়ে চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

এতো দেখছি হাজার হাজার মানুষের সমাগম। যদিও বলেছেন এটা হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান। এবং আপনি ৪০ কিলোমিটার পারি দিয়ে এই মেলায় গিয়েছেন এটা সত্যি আশ্চর্যের এবং প্রশংসনীয় ছিল। অনেক সুন্দর লাগছে দৃশ্য টা।

 2 years ago 

হুম ভাই ধন্যবাদ

 2 years ago 

মেলায় ভ্রমনের কিছু আনন্দঘন মুহূর্তের কথা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মেলায় ঘুরতে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে। মেলা এমনই একটা জিনিস যা আশেপাশের কয়েকটি জায়গায় আনন্দঘন মুহূর্ত নিয়ে আসে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59329.35
ETH 2613.53
USDT 1.00
SBD 2.44