এলোমেলো ফটোগ্রাফি!! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৫ই, অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |


নমস্কার - আদাব ৷ মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন ৷

Picsart_22-11-30_19-32-02-573.jpg


সুপ্রিয় ,আমার বাংলা ব্লগবাসি ৷ শুরুতেই সবাইকে আমার নমস্কার ও আদাব ৷ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷ যাহোক প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ যাহোক দেখতে দেখতে একটি সপ্তাহ চলে গেল ৷ যদিও পুরো সপ্তাহ জুড়েই নানা ধরনের কমেন্ট মন্তব্য বলতে গেলে সবার মন-মানসিকতাই অনেকটাই খারাপ ছিল বলা যায়৷ এই খারাপ সময় কাটিয়ে আমরা আরো ভালো কিছু সামনে উপভোগ করবো এমনটাই প্রত্যাশা করি ৷ যাহোক কমিউনিটির নিয়ম অনুসারে আজ বুধবার আজকের সপ্তাহের শেষ দিন বলা যায় ৷ আর আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি ফটোগ্রাফি ব্লগ উপহার দেয়ার জন্য ৷ এবং সেই ধারাবাহিকতায় আজকে সপ্তাহের শেষ দিনে আপনাদের সামনে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছি ৷ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷ আর যেহেতু বর্তমান শীতকাল আর শীতকালের প্রকৃতি অনেক সুন্দর সব মিলিয়ে কিছু প্রকৃতিরও ফুলের ৷ এগুলোর ফটোগ্রাফি উপস্থাপন করছি৷


ফটোগ্রাফি:

Picsart_22-11-30_19-05-49-572-01.jpeg

Picsart_22-11-30_19-09-13-048-01.jpeg

ফুল আসলে ফুল কোনো ব্যক্তি আছে যে ফুলকে পছন্দ করে না৷ আর বর্তমান শীতকাল আর শীতের সময়টাতে নানান রকমের ফুলের সমাহার ৷ ফুলটির নাম কলমি ফুল ৷ দেখতে কি চমৎকার সাদা এবং মাঝ খানে নীল ৷ একদম নিখুঁত সুন্দর ফুলটি ৷ এই ফুলটি ডোবা হতে কলমি গাছের ফুল ৷ দুর থেকে চোখে পড়লো তাই লোভ সামলাতে না পেরে ফটোগ্রাফি করেই ফেললাম ৷

ফটোগ্রাফি:

IMG20221127170153_01.jpg

IMG20221127165941_01.jpg

সূর্যাস্তের শেষ বেলা৷ সত্য বলতে এই শীতকালীন সময়ে সূর্যের শেষ অর্থাৎ গোধূলি বিকেলের মুহূর্তে অন্যরকম অনুভূতি এবং কি সূর্যের এই সূর্যাস্ত দেখে৷ সত্যি অনেক অনেক ভালো লাগে ৷ যেটা আপনারা হয়তোবা সবাই লক্ষ করেছেন ৷ লাল টকটকে ডিমের কুসুমের মতো আকার ধারণ করেছে৷ আজকেই বিকেলের শেষে এমন দৃশ্য চোখে পড়লে ছবি না তুলে আর কি উপায় আছে৷


ফটোগ্রাফি:

Picsart_22-11-30_19-02-05-977.jpg

Picsart_22-11-30_19-03-38-441.jpg

ছোট্ট একটি বিল কয়েকদিন আগেই তেমন কুচুরিপানা ছিল না ৷ তবে জল শুকিয়ে যাওয়াতে এখন প্রচুর কচুরিপানা বিলে৷ আর প্রতিটি কচুরিপানাতে ফুল ফুটেছে ৷ দেখতে যা লাগছে না সত্যি ছবিতে যে রকম দেখাচ্ছে ৷ তার হাজার গুন সুন্দর বাস্তব চোখে দেখলে ৷


ফটোগ্রাফি:

IMG20221127071843.jpg

IMG20221127071820_01.jpg

সাত সকালে ঘুম থেকে উঠেই যখন বাইরে বের হই ৷ গ্রামের সেই মেঠো পথটি বাশ ঝাড়ে ভরা আর সেই বাশ ঝাড় গাছের পাতা সবকিছু কে উপেক্ষা করে ৷ সূর্য তার আলোক রশ্মি প্রদান করছে ৷ সত্যি বলতে গ্রামে সকাল বেলা সূর্যের এরকম দৃশ্য সত্যি অসম্ভব সুন্দর ৷


ফটোগ্রাফি:

IMG20220504150438_01.jpg

IMG20220504150455_01.jpg

আমি আপনাদের মাঝে এর আগেও বলেছিলাম ৷ যে আমি প্রায় কিছু দিন বাংলাদেশ ভারত সীমান্ত দেখতে গিয়ে ভারতের পতাকার ফটোগ্রাফি টি করি ৷ সত্যিই বলতে পতাকার তিনটি রঙ অসাধারণ ৷


ফটোগ্রাফি:

IMG20221027180555.jpg

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি পান ৷ একটি গান না বললেই নয় পান খায়ে ঠোট লাল করিলাম বন্ধুর ভাগ্যে হলো না ৷ আসলে শহরে যেমন তেমন কিন্তু গ্রামে পান এর প্রচলন অনেক ৷ আমি এক মেলায় গিয়েছিলাম আর তখন এই মিষ্টি জর্দা পান খেয়েছিলাম ১০ টাকা দিয়ে ৷ গাল মুখ জিহ্বা লাল রঙে ভরপুর ৷


ফটোগ্রাফি:

IMG20221008162015_01.jpg

দুপুরের পরে বিকেলের আগ মুহূর্তে যখন অনেকটাই রোদ গরম অনুভুতি হয় ৷ ঠিক সেই সময় তোলা ফটোগ্রাফি ৷ বিশেষ করে আকশের মেঘ গুলোকে দেখতে অসাধারণ লেগেছে ৷ আসলেই প্রকৃতি অনেক সুন্দর ৷ অনেক তার রূপ সৌন্দর্য যা আমার প্রতিনিয়ত দেখছি ৷


আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!

ছবিঃ @gopiray

ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

🙏সবাইকে ধন্যবাদ🙏


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

সত্যি কথা বলতে যে কোন দেশের পতাকা দেখলে গায়ের মধ্যে একটা শিহরণ জেগে ওঠে।আপনি ভারত বাংলাদেশের দুটি পতাকা সহ বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন।আপনার আজকের ফটোগ্রাফি গুলো ভিন্ন ধরনের সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক প্রতিটি দেশের পতাকা ভালো লাগে একেক দেশের এককে রঙ৷ ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ৷ এভাবেই পাশে থাকবেন ৷

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফির আমাদের মাঝে শেয়ার করলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। পতাকা ছবিটি দেখে বেশ ভালো লাগলো।গ্রামের সেই মেঠো পথ দিয়ে হাঁটতে অসাধারণ লাগে। এইরকম দৃশ্য শুধু গ্রামে থাকলে দেখা যায়। সবমিলিয়ে এলোমেলো ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

এগুলো ফটোগ্রাফি একমাত্র গ্রামেই দেখা যায় ৷ ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

 2 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে।আপনার কচুরিপানার ফুলগুলো ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইঊল।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ৷ ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক ভাল লাগলো। বিশেষ করে কচুরিপানা দেখে আমার ছেলেবেলার গ্রাম মনে পরে গেল। এই কচুরিপানা দিয়ে কত যে খেলেছি তার শেষ নেই। পতাকা দেখে খুব ভাল লাগলো। গ্রামের মেঠো পথ, বাঁশ ঝাড়ের একদিক দিয়ে উঁকি দেয়া সূর্য, সত্যিই অসাধারণ। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ৷ সত্যি বলেছেন যে ছোট বেলায় কচুরিপানা ফুল দিয়ে খেলা করতাম ৷

 2 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর ছিল দাদা।
যদি সকালে তোলা বাশ বাগানের আঁকা বাঁকা মেঠো পথের কথা বলি তাহলে বেষ্ট ছিল।বাশ বাগানের উপরে সূর্য থাকায় দেখতে বেশি সুন্দর লাগছিল। চমৎকার সব ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

সকাল বেলা বাশঁবাগানে সূর্য উকি দেওয়া চিত্র টি সত্যি দেখার মতো ছিল ৷
ধন্যবাদ মতামতের জন্য ৷

 2 years ago 

প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে। বিশেষ করে সকালবেলা গ্রামের মেঠো পথ, আমার দেশের পতাকা আর পানের মধ্যে সাজানো বিভিন্ন মসলা এই তিনটে আমার নজর কেড়ে নিয়েছে। নিজের দেশের পতাকা সবারই ভালো লাগে। গর্বিত বোধ হচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ দিদি সুন্দর মতামতের জন্য এটা তো অবশ্যই নিজের দেশের পতাকা সবার ভালো লাগে ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67441.24
ETH 3492.03
USDT 1.00
SBD 2.81