বয়স বাড়ার সাথে সাথে সবকিছু বদলে যায়....!!

in আমার বাংলা ব্লগ5 months ago

landscape-4254269_1280.jpg
ছবির উৎস


ছোট্ট এই জীবন অথচ এ জীবন কে নিয়ে মানুষের কত উচ্ছ্বাস উদ্দীপনা ৷ কখনো ভালো কখনো মন্দ আবার কখন হবে জীবনের কিছু তৃক্তার স্বাদ এই জীবনে সুন্দর আলোটুকু নিভিয়ে দেয় ৷ এই ছোট্ট জীবনের ঘটে যাওয়া অনেক কিছু একটা সময় ইতি হয়ে জীবনের পাতায় পড়ে থাকবে ৷নকিন্তু তবুও এই ইতিহাস হয়ে পাতায় পড়ে থাকার পরও স্মৃতিগুলো মনের অগোচরে থেকে যায় ৷ আমাদের এই জীবনচক্র টা সত্যি বড়ই অদ্ভুত আরে আমরা এই চক্রের মধ্যে ঘুরছি ৷

এজন্য মাঝেমধ্যে আমার সেই কথা গুলো খুব ভালো লাগে যে আসলে জীবন যেখানে যেমন ঠিক সেভাবেই জীবনকে অতিবাহিত করা উচিত ৷এমন কি জীবনকে বয়ে নিয়ে যাওয়া উচিত তবুও সবকিছু বুঝেও কেন যেন অবুঝের মত এ জীবনকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মাঝে বেঁচে থাকি৷ ঠিক ধরুন আমার আজকের পোষ্টের শিরোনামটাই যদি বলি ৷

কেন বাড়লে বয়স বন্ধুত্ব কমে যায় বা হারিয়ে যায়৲৷
কেন বাড়লে বয়স জীবনে দুঃখের বেদনার তীব্রতা বৃদ্ধি পায় ৷কেন বারলে বয়স এই জীবনকে জীবন মনে হয় না যেন মনে হয় একটা যান্ত্রিক জীবন ৷ যেখানে প্রতিনিয়তই নিজেকে লড়াই করতে হয় ছুটতে হয় বেঁচে থাকার জন্য

সত্যি আমার এই কুড়ি বছর বয়সে এসেই জীবনে যে তিক্ততা সাধন ভোগ করছি এখন মনে হচ্ছে যে আসলে বয়স বাড়ার সাথে সাথে জীবনের পরিবর্তনটা কতটা বদলে দেয়৲ন আর একটা সময় খুবই ভাবতাম কবে বড় হব নিজের স্বপ্নগুলো স্বপ্নগুলো পূর্ণতা দেব ৷ একটা সময় জীবনটাকে অনেক রঙ্গিন থেকে রঙ্গিন মনে হতো৷ বাস্তবতার আড়ালে যে এত বড় রহস্য লুকিয়ে আছে তা জানতো কে?? এইমাত্র কুড়ি বছর বয়সে সেই অভিজ্ঞতাগুলো ক্ষণে ক্ষণে অনুভব করছি৷ জানিনা জীবনে আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে আর কত বাধা-বিপত্তি বাস্তবতার সম্মুখীন হতে হবে ৷ ওই কথাটাই মনে বারংবার প্রশ্নের নাড়া দেয় যে আসলে কেন বাড়লে বয়স জীবন থেকে সবকিছু হারিয়ে যায়৲ যদিও আমরা নতুন কিছু পেয়ে থাকি তথাপিও সেই অতীতের ফেলে আসা এই ছোট্ট জীবন শৈশব জীবন হাসিখুশি আনন্দের মুহূর্তগুলো জীবন সুখেই বারংবার মিস করি৷ আসলে তখনই ভালো ছিল যখন জানতাম না জীবন কি জীবন মানে কি ৷

আর এখন বুঝতেছি যে জীবন মানে ছোটাছুটি নিজেকে যত বড় এগিয়ে নাও নয়তো ৷ দিনশেষে দেখো তোমার পাশে কেউ নেই সেটা হোক বন্ধু পরিবার পরিজন আত্মীয়-স্বজন যাই হোক না কেন ৷জীবনে দুঃখের বা কষ্টের ভাগ কেউ নেবে না আর সুখের সন্ধান পেলে কিংবা সুখ সফলতার মুখ দেখলে দেখবে তোমার আশেপাশে হাজারো মুখের আনাগোনা আর এটাই দিন শেষে বাস্তবতা৷

boys-5630669_1280.jpg

ছবি

এই কুড়ি বছর বয়সেই জীবনকে নিয়ে যে এতটাই ঠুনকো করে দিয়েছে তা আসলে আমি কখনোই ভাবতে পারি নি ৷ এখন আমি চারিদিকে শুধু দেখি যুদ্ধের লড়াই যেখানে প্রতিনিয়তই নিজেকে কে রাখার জন্য সেই লড়াই করে বেঁচে থাকতে হয় ৷ আসলে বাস্তবতার নিয়ে রেখে নিজেকে প্রতিনিয়তই বিপদের সম্মুখীন হতে হচ্ছে হয়তো এটাই জীবনে৷

বয়সের সাথে আসে জীবনের অনেক তফাৎ আসলে বয়স মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়৷ব সময়ের সাথে সাথে মানুষকে বদলে দেয় বাস্তবতা কি মেনে নিয়ে চলতে শেখায় আর একটা পর্যায়ে এসে বয়সের তাগিতে আমরা নিজেকে সবকিছু থেকে বঞ্চিত রেখে শুধু শেষ ভরসায় আশায় বসে থাকি৷

তাই জীবনের প্রধান অবলম্বন হলো এই বয়সের পার্থক্যগুলো তাই আমরা যে বয়সের মানুষ হই না কেন ঠিক সেই বয়সটার অনুভব অনুযায়ী জীবনটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করার সবচেয়ে বুদ্ধিমানের কাজ৷ন বয়সের তাগিদে মানুষ বদলে যাবেই সেটা বাস্তবতার নিয়ম৷

আর জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কুড়ি থেকে ৩০ বছর বয়স পর্যন্ত লড়াই আর যুদ্ধ করে টিকিয়ে থাকতে হয় ৷ সফল হবে কেউ সফলতার মুখ দেখতে না পেয়ে নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করবে৷ আবার এই বয়সে সকল ঝড় ঝাপটা পার করিয়ে এগিয়ে নিয়ে যাবে৷



প্রিয় বন্ধুরা আবারো হাজির হবো অন্য কোনো নতুন ইউনিক ব্লগ নিয়ে সে প্রত্যাশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ।আজ এখানেই বিদায় নিচ্ছি ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন.....!!


বিবরন


কমিউনিটিআমার বাংলা ব্লগ
বিষয়জেনারেল রাইটিং
ডিভাইসrealme c12
লোকেশনবাংলাদেশ 🇧🇩

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40