বিকেল বেলা নার্সারিতে ঘুরতে যাওয়ার মূহুর্ত ও আলোকচিত্র৷

in আমার বাংলা ব্লগ8 months ago

আজ - ২০শে , মাঘ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20240108162742_01.jpg

প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন ইউনিক ব্লগ নিয়ে৷ আসলে আমার বাংলা ব্লগ মানে ভিন্ন ধর্মী কিছু আয়োজন যেখানে প্রতিনিয়তই ইউজার বন্ধুগন তাদের ভিন্ন ক্রিয়েটিভিটি সৃজনশীলতার মাধ্যমে নিত্য নতুন ব্লগ শেয়ার করছে ৷ সে ধাড়ায় আমিও আমার সাধ্যমত চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন ভিন্ন ধর্মূ কিছু ব্লগ উপস্থাপন করার ৷আর সেই ধারায় আজকে আমি আপনাদের মাঝে নার্সারিতে ঘুরতে যাওয়ার মুহূর্ত এবং কি সেখানকার পরিবেশ আলোকচিত্র নিয়ে আজকের ব্লগটি উপস্থাপন করতে চলেছি৷ আশা করছি সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা করি ৷

সময় যত যাচ্ছে শীতের তীব্রতা কমতে শুরু করেছে ৷ তবুও এ ফেব্রুয়ারি মাসে গ্রাম্য পরিবেশে ঠান্ডার তীব্রতা এখনো রয়েছে ৷ তবে আগের চেয়ে তুলনামূলক অনেকটা কম ৷ যা হোক এই শীতের মৌসুম মানে যেন প্রকৃতির এক নতুন রূপ সৌন্দর্য উদ্দীপনা ৷ ঠিক যেমনটা এই নার্সারীর বাগান আর অন্য কোনো সময়ে নার্সারিতে মানুষ যায় ঠিকই৷ কিন্তু এই শীতের সময় সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটে নার্সারি গুলোতে কেউ ফুলের গাছ কিনতে আবার কেউ বিভিন্ন রকম গাছ বা উদ্ভিদ কেনার জন্য ৷সচরাচর বেশিরভাগ মানুষই নিত্যনতুন নানা রঙ্গের ফুলের গাছ ফুল কিনতেই এই নার্সারিতে আসে৲ নার্সারি কর্মচারী বা মানিকগণ ও তাদের আশা প্রত্যাশা অনুযায়ী সেই ফুল বা উদ্ভিদ বা গাছটি মানুষের হাতে তুলে দিতে পারে৷

IMG20240108162829_01.jpg

কিছুদিন আগে বিকেল বেলার মুহূর্তে নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম৷ আর গিয়েই কিছু আলোকচিত্র বা ফটোগ্রাফি করেছিলাম ফুলের এবং কিছু পাতাবাহার গাছের এবং অন্যান্য উদ্ভিদ জাতীয় এর মধ্যে রয়েছে ৷ কিছু গাছ পলিথিন করে রোপণ করা হচ্ছে অর্থাৎ চার রোপন করা হচ্ছে ৷ আসলে নার্সারি কর্মচারীগণ কত মনোযোগ এবং কি ধৈর্য ধরে এই কাজগুলো করছে যাতে প্রতিটি গাছ সযত্নে বড় হতে পারে৷

IMG20240108163120_01.jpg

IMG20240108162948_01.jpg

IMG20240128171207_01.jpg

IMG20240108162239_01.jpg

আর একটা কথা বলতে হয় যে নার্সারি চারদিকেএক অন্যরকম পরিবেশ ঠিক আমিও সেখানে গিয়ে অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করেছি৷ একদিকে রয়েছে ফুলের সমাহার তো আরেক দিকে নতুন
করে গাছের চারা রোপনের কার্যক্রম ৷ আবার অন্যদিকে নার্সারির কর্মচারীগণ সেগুলোর পরিচর্যা জল সবকিছু মিলে অনেক ব্যস্ত সময়ের পার করছে নার্সারীর কর্মচারীরা ৷
আবার অনেকেই ফুল কিনতে আসছে আবার অনেকে ফুলের গাছসহ সবকিছু মিলিয়ে নার্সারি এমন পরিবেশ দেখে সত্যিই অনেক ভালো লাগছে৷ যাহোক সবকিছুর পর কিছু ফটোগ্রাফি করতে শুরু করলাম যদিও ফুলগুলো দেখতে অসাধারণ অসাধারণ ছিল ৷ সবকিছু মিলে প্রায় ২০০ এর মত ফটোগ্রাফি করেছিলাম৷ তার মধ্যে ছিল ফুলের কিছু গাছের তবে ফুলের সম্ভার ছিল আর সেগুলো সময়ের সাথে সাথে আপনাদের মাঝে ফোটোগ্রাফি আকারে শেয়ার করবো৷

IMG20240108163503_01.jpg

IMG20240108163626_01.jpg

IMG20240108163359_01.jpg

IMG20240108163015.jpg

IMG20240108162943.jpg

পুরো নার্সারি বাগানটা বেশ বড় ছিল চারদিকে ঘুরতে ঘুরতে প্রায় অনেকগুলোই ফটোগ্রাফি করেছি৷ উপরে যে ছবি গুলো দেখতে পারছেন সেগুলো পাতা বাহার সব মিলিয়ে সেদিন বিকেল বেলার মুহূর্তে নার্সারিতে ঘুরতে যাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম ৷সেইসাথে অনেক কিছু জানতে বা দেখতে পেলাম ৷ যদিও আমাকে একজন কর্মচারী ভাই ফুলগুলোর নাম গুলো বলছিলো ৷ কিন্তু সত্যি কথা বলতে একটা ফুলের নাম মনে রাখতে পারিনি৷ শুধু কয়েকটা মাত্র আর তাছাড়াও একসাথে প্রায় অনেকগুলো ফুলের নাম মনে রেখেছি সত্যি বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে৷

যাহোক সর্বোপরি এই ছিল আমার নার্সারিতে ঘোরাঘুরি করার মুহূর্তে আমার অভিজ্ঞতা সেইসাথে কিছু আলোকচিত্র আপনাদের মাঝে শেয়ার করলাম ৷আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত করি ৷



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 8 months ago 

বিকেল বেলার নার্সারিতে ঘুরতে গিয়ে দারুন সময় উপভোগ করেছেন। এই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বিকেল বেলার নার্সারিতে ঘুরতে গিয়ে দারুন সময় উপভোগ করেছেন। এই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

নার্সারিতে অবস্থান করতে আমারও খুবই ভালো লাগে। কারণ নার্সারিতে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রকার ফুলের গাছের দেখা মেলে। খুব সুন্দরভাবে আপনি নার্সারি ঘুরতে যাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন পাশাপাশি অনেক চমৎকার ফটো শেয়ার করেছেন। সবমিলে বেশ ভালো লেগেছে আমার।

 8 months ago 

বাহ নার্সারিতে ঘুরতে যাওয়া মানে বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখা। নিজেও যেমন দেখে শান্তি পাই তেমনি ফটোগ্রাফি গুলো শেয়ার করলে আমরাও অনেক কিছু দেখতে পারি। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন নার্সারিতে। সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে দেখে খুবই ভালো লেগেছে।

 8 months ago 

এখন সব জায়গায় শীতে তীব্রতা একটু কমে গিয়েছে তবে শীত একেবারে চলে যায়নি আমাদের এদিকে মোটামুটি ঠান্ডা একটু রয়েছে । আর এই সময়টাতে নার্সারিতে গেলে ভালই লাগে সুন্দর সুন্দর গাছ দেখা যায় ।আর এখানকার কর্মচারী গণ খুবই যত্নের সাথে কাজগুলো করেন দেখে গাছে এত সুন্দর সুন্দর ফুল ধরে থাকে আর আমরা বাসায় আনলে যত্নের অভাবে ফুল আর ফোটে না ।

 8 months ago 

আরে বাহ বেশ সুন্দর একটি নার্সারিতে ঘুরতে গিয়েছেন তো আপনি। আমার কাছে তো এরকম ঘুরাঘুরি করতে বেশ ভালই লাগে। কিছুদিন আগে আমরাও একটি নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। আসলে নার্সারি গুলোতে গেলে দেখা যায় নানা ধরনের ফুল গাছ। তার মধ্যে অনেক ফুল গাছ আছে যেগুলো আমরা কখনো দেখেও থাকি না। কিন্তু নার্সারিতে হঠাৎ করে গেলে অনেক ধরনের অনেক কিছুই দেখা যায়। কিন্তু আপনি বেশ ভালো একটি সময় কাটিয়েছেন তার সাথে সাথে খুব সুন্দর কিছু বিভিন্ন রকম ফটোগ্রাফিও খোলেন। আমার কাছে বিশেষ করে এসে সেই ফটোগ্রাফি গুলো দুর্দান্ত লেগেছে। আপনার আজকের পোস্ট পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66982.11
ETH 2591.90
USDT 1.00
SBD 2.67