শীত যেন এসেই গেলো || @shy-fox 10% beneficiary
আজ- ২ই,কার্তিক | ১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল ||
আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটিআমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটিআমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
নমস্কার,
সত্যিই সময় যেন কোথা থেকে কোথায় চলে যায় ৷ দেখতে দেখতে শরৎকাল চলে গেল৷ সারাদিন রোদের ঝলকানি আকাশের দিকে তাকালে ফুটফুটে একটি নতুন আকাশ যেন মনে হয় ৷ নীল আকাশে সাদা মেঘগুলো যেন ভেসে বেড়াচ্ছে৷ আমার প্রিয় দেশ আর এদেশের প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর ৷ ছয় ঋতুতে বিভিন্ন রূপে আবির্ভূত হয় যা দেখে মুগ্ধ এবং কি প্রানো বন্দর লাগে ৷
প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শিশির ভেজা সকালের একটি চমৎকার অনুভুতি নিয়ে ৷ তো চলুন আর দেরি না করে শুরু করা যাগ শিশির ভেজা সকালবেলার কিছু কথা ৷ বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বশেষ পঋগড় জেলা ৷ এই পঞ্চগড় জেলাটা সম্পূর্ণ একটি গ্রামীন ভাষা গ্রাম বাংলা ৷ আর হয়তো বাংলাদেশের প্রায় সবাই জানে যে বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলায় সবচেয়ে বেশি শীত অনুভুতি হয় ৷ আর তাই তো কার্তিক মাসের শুরুতেই শীত যেন উকি দিচ্ছে ৷
আসলে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি ৷ কারন আমার টিউশনি আছে ৷ আজ সকাল সকাল ছয় টায় ঘুম থেকে উঠে ঘরের জানালা মেলে দেখি চারদিক কুয়াশায় ভরে গেছে চার দিকটা ৷ দেখে একটু অবাক লাগছিল যে আজ এতো কুয়াশা ৷ আর তখনই. বাইরে আসলাম ভাবলাম একটু রাস্তা দিয়ে হাটি ৷ কিছুক্ষন হাটলাম ৷ কিছু দূরে গিয়েই দেখতে পেলাম সূর্য আকাশে কুয়াশার চাদরে মেঘে ঢাকা তবুও আলোর রশ্মি উকি দিচ্ছি। দেখে মনে হচ্ছে কুয়াশার চাদর ভেদ করে নতুন দিনের আলোর ঝলক নিয়ে আসছে বেশ ভালোই লাগছিল ৷ শিশির ভেজা জমতে থাকা পানিগুলো তে স্পর্শ করলেই অনেকটা ঠান্ডা অনুভূত হয় শরীরে যেন শিহরিত হচ্ছে৷
আর এত সুন্দর আলোর ঝলকানি দেখে মন ভরে গেল৷ এতো সুন্দুর সকাল ভাবছিলাম যে শীত এসেই গেল৷ অমনি চোখে পড়ল রাস্তার পাশে থাকা কচুর গাছগুলোর দিকে লক্ষ্য করলাম কচুর পাতা গুলোতে কি সুন্দর করে শিশির জমা হয়েছে ৷ হাত দিয়ে স্পর্শ করা মাত্রই শিশির গুলো যেন ঝরে পড়ছে ৷ সত্যিই আমি কিছুক্ষণ সেখানে বসে থেকে হাত দিয়ে স্পর্শ করছি খুব ভালো অনুভূতি লাগছে ৷ আবার কিছু কিছু কচুর পাতায় যেন শিশির জমতে জমতে অনেক শিশির মিলিয়ে পানি হয়ে সুন্দর হয়ে আছে৷
বাবার লক্ষ্য করলাম ধানের জমিগুলোতে এখন তো প্রতিদিন দিয়ে দিয়েছে হয়তোবার একমাস এর মধ্যেই ধান কাটা শুরু হয়ে যাবে৷ চারদিকে সবুজ আর সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে গেছে চার দিকটা৷ লক্ষ্য করছিলাম ধানের শিশিগুলোর উপরে মাকড়সার জাল বুনেছে৷ দেখতে বেশ ভালোই লাগছিল যে মাকড়সা বারবার হেরে যেয়েও আবার নিজের কর্ম করে থাকে৷ প্রকৃতি আমাদের বারংবার নতুন নতুন রূপ আবির্ভাব হচ্ছে ৷ যা আমরা প্রতিনিয়ত অনুভব করছি দেখতে পারছি৷
সত্যি বলতে আজকে সকালে যদি না উঠতাম ৷ তাহলে হয়তো এত সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারতাম না ৷ আর এই শীতকালে গ্রামের পরিবেশে অনেক ভালো লাগে ৷ যদিও প্রচুর পরিমাণ ঠান্ডা অনুভূত হয় ৷ কিন্তু এটা সত্য যে শীতের সময় গ্রামের পরিবেশ অনেক সুন্দর এবং কি নতুন নতুন রূপ ধারণ করে প্রকৃতি বিচরণ করে চারদিকে৷
তো বন্ধুরা শিশির ভেজা সকালের সুন্দর একটি মুহূর্তের অনুভূতির কিছু কথা ৷ ও তার সাথে কিছু সকালে শিশির ভেজা ফটোগ্রাফি৷ আপনাদের সবার ভালো লেগেছে এমন কি সকালের করা ফটো
আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাবেন ৷
আবারও হাজির হবো অন্য কেউ নতুন ইউনিক ব্লগ নিয়ে৷ এই আশা-আকাঙ্ক্ষা দেখতো দেখছি এখানেই শেষ করছি ৷ সবার সুস্বাস্থ্য কামনা করছি৷ সবাই ভালো থাকো সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | রিয়েলমি সি বারো |
অভিবাদন্তে:
@gopiray
♥ সবাইকে ধন্যবাদ♥
♥ সবাইকে ধন্যবাদ♥
খুবই সুন্দর প্রকৃতির কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। গ্রামাঞ্চলে গিয়েছিলাম কিছুদিন, সকালবেলা মনে হয় যেন শীত পড়েছে। শিশিরের দৃশ্য দেখতে পেলাম, কিন্তু শহরে শীতের কোন নাম গন্ধ নেই।
সাবলীল মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা
তাহলে আপনাদের পঞ্চগড় জেলায় আগে আগেই শীত চলে আসলো দেখছি ভাইয়া। আমাদের মেহেরপুরে তো এখন পর্যন্ত শীতের কোন দেখায় পাচ্ছি না। ঠিক কথা বলেছেন ভাইয়া ঘাসের উপর জমে থাকা শিশিরের গায়ে হাত দিতে খুবই ভালো লাগে। হাত দিলেই শিশির গুলো ঝরে পড়ে যাই খুবই সুন্দর একটা অনুভূতি । আপনি যদি সকালে ঘুম থেকে না উঠতেন তাহলে এমন দারুণ পরিবেশ আপনিও দেখতে পেলাম না আর আমরাও দেখতে পেতাম না।
আসলে ভাই সারা বাংলাদেশের মধ্যে সবার আগে পৠগড়ে শীত পড়ে ৷
ধন্যবাদ ভাই গুছিয়ে মন্তব্য করার জন্য ভালো লাগলো ৷
আমাদের এলাকায়ও সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি সূর্য কুয়াশায় ঢেকে রয়েছে। আমাদের এলাকায় আমি কখনো শীতের কোন আবহাওয়া পায়নি। কিন্তু শেষ রাতে গিয়ে আমার রুমের ফ্যান আমি প্রত্যেকদিন বন্ধ করে দিই মনে হয় শীতে আমাকে কাঁপিয়ে ফেলছে এজন্য। আমাদের এলাকার থেকেও আপনার এলাকাতে হয়তো একটু আগে শীত এসেছে।
এখন কার্তিক মাস চলতেছে কুয়াশা পড়া শুরু হয়েছে। কিছুদিনের মাঝে আমাদের মধ্যে শীতের আমেজ বিরাজ করবে। আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত দুর্দান্ত হয়েছে। বিশেষ করে কচুর পাতার উপর কুয়াশার ফোঁটা দৃশ্য সত্যি হৃদয় জুড়ে গেল প্রাকৃতিক বিস্ময়কর অপরূপ সৌন্দর্য। এত দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে সত্যি শীত চলে এসেছে। আমাদের এখানে একটুও বোঝা যায় না। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কচু পাতার উপরে শিশির গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর শীতের সকালের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যি কথা বলতে কি, ধান ক্ষেতের ছবিটা দেখে আমার মনে হচ্ছে ইস যদি এই জায়গাটায় যেতে পারতাম। খুবই সুন্দর হয়েছে সেই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে। ঢাকা শহরে তেমন শীত নেই তবে বাইক নিয়ে বেশ খানিকটা দূরে গিয়েছিলাম একটা কাজের জন্য, ফিরে এসে দেখি মোটরসাইকেলের সিট ভিজে গেছে কুয়াশাতে, বুঝতে পারলাম শীত চলে এসেছে আর কিছুদিনের মধ্যে।
পঞ্চগড় সবসময় বেশি শীত পড়ে এবং আগেই চলে আসে ঢাকাতে তো এখনো প্রচুর গরম। আপনার শীতের মৌসুমের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে এবং সুন্দরভাবে আমাদের মাঝে শীতের আগমনটা উপস্থাপন করেছেন।
দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে যে আসলেই শীত এসে গেছে। আমরা যারা শহরে থাকি হয়তো ইট কাঠ পাথরের দেয়াল তেমনটা বুঝতে পারিনা।কিন্তু আজ দুপুরের রোদ একটু মিষ্টি মিষ্টি লাগছিলো তখন বুঝলাম শীতকাল এসে গেছে। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
বলতে গেলে প্রায় সারা বছর শহরে শীত নেই বললেই চলে ৷ ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ৷ধ
ধন্যবাদ আপু
শীত আসতে আসতেই আবার গরম ও লাগে ভাই। কই যে যাবো বুঝিনা। এই দুইদিন রাতে খুবই গরম পরছে। তার আগের দুইদিন আবার মনে হয়েছে শীত আসবে। শুনলাম এবার নাকি হেমন্তকে পাশ কাটিয়ে শীত চলে আসবে এই মাসের শেষের থকেই। দেখি কি হয়।
হুম এখন এরকম লাগেই গরম ঠান্ডা দু টাই ৷হেমন্ত এলেই গ্রামে শীত পড়ে
ভাই আপনার মধ্যে তো ট্যালন্ট আছে। ছবি তোলার সাবজেক্টগুলো দারুন হয়েছে। প্রতিটিা ছবিই এককথায় মনোমুগ্ধকর। কুয়াশায় ঢাকা ধানক্ষেত, মাকড়সার জাল, কচু পাতার পানি সবই যেন শীতের প্রতিনিধিত্ব করছে। আমার কাছে শীতের চাইতে এর আগমনের এই সময়টাই বেশি ভালো লাগে। ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ছবি তোলার সম্পর্কে বেশ ভালো উৎসাহিত করেছেন ৷
ধন্যবাদ
ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়া জন্য ৷