নাটক রিভিউ: টাকা !!!( 10% shy-fox এর জন্য )

in আমার বাংলা ব্লগ2 years ago


IMG_20230201_204100.jpg
ছবি স্কিনশট

পহেলা ফেব্রুয়ারি ২০২৩ ইং


নমস্কার

হ্যালো, আমার বাংলা ব্লগের সকল সদস্য ভাই-বোন বন্ধুগণ সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ৷ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন৷ আমিও আপনাদের দোয়া আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি৷ তবে অনেক ব্যস্ত সময়ের মধ্য থেকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ৷

সময় বড় অদ্ভুত তাই সময়ের সাথে নিজেকে বদলানো উচিত ৷ কারণ সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় এমন কি অনুভূতি করায়৷

টাকা টাকার গুরুত্ব কতটা৷ টাকা ছাড়া এই পৃথিবীর প্রতিটি মানুষ অচল তা বলাই যায়৷ সর্বশেষ বলতে গেলে যেটা বোঝায় যে টাকাই স্বর্গ সুখের মূল৷ আসলে কি তাই??৷ যে ব্যক্তি টাকা ধন সম্পদ অনেক কিছু রয়েছে তার কি সুখ আছে না কি যে ব্যক্তির ধন-সম্পদ নেই ৷ নেই কোন থাকার ব্যবস্থা কিংবা তার ভবিষ্যৎ কোন পরিকল্পনাও নেই সে শুধু সামান্য কিছু দিয়ে তার প্রতিটি দিন মুহূর্ত কাটিয়ে যাচ্ছে না কি সে বড় সুখে রয়েছে৷ ঠিক এমন একটি নাটক আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি ৷ যেখানে টাকা ব্যতীত জীবন যে অচল আর আরেক জনের কাছে টাকা মানে কিছুই নয় ৷

যদি অনেক ব্যস্ত সময় পার করছি তারপরও একটু সময় পেলেই বা অবসর টাইম পেলেই আমি নাটক দেখি৷ আর সত্যি কথা বলতে নাটক আমার অনেক ভালো লাগে৷ নাটকের প্রতিটি চরিত্র অভিনয় যা বাস্তবে কিছু উপলব্ধি দেয়৷ বা বাস্তবের জীবনকে কিছু উপলব্ধি করায়৷ বেশ কিছু দিন আগে নাটক টি দেখে ছিলাম তাই আজকে ইচ্ছে করলো আপনাদের মাঝে শেয়ার করি ৷ তো চলুন এক নজরে নাটকের রিভিউ দেখে আসি ৷

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নামটাকা
পরিচালকনূর ইমরান মিঠু
অভিনয়েঅপূর্ব ও তিশা
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৩৯.৫৪

IMG_20230201_203354.jpg



নাটকের শুরুতেই অপূর্ব ছিল একজন শিক্ষিত বেকার যুবক পড়ালেখা শেষ করে শহরের ছোট্ট একটি বাসা ভাড়া করে সেখানেই তার ছোট্ট জীবন চালিয়ে নেয়৷ যদিও তার এখনো চাকরি কোন কিছুই হয়নি৷ তবে সে অনেক চেষ্টাই করছে৷ আবার তার পাশাপাশি ছোট্ট একটি ব্যবসা করছে আর কিন্তু তার টাকা নেই ৷
অন্যদিকে তিশা যার বাবার কিনা অনেক ব্যাংক ব্যালেন্স ধনসম্পদ অর্থাৎ টাকার কোন কমতি নেই৷

তিশার কাছে অনেক টাকা ধন সম্পদ থাকলেও তার মাঝে ছিল না কোন সুখ শান্তি ৷ কারণ তার বাবা ও মা ছিল চরিত্রহীন লম্পট এমন ধরনের মানুষ৷ অর্থাৎ তার বাবা এই বুড়ো বয়সে অন্য জনের সাথে পরকীয়া জড়িত৷ অন্যদিকে তার মা ও ঠিক একই কাজে লিপ্ত ৷ অথচ মেয়ে একজন প্রাপ্তবয়স্ক এগুলো তাদের মাথায় যেন আসে না৷ আৠ এগুলোই তার মেয়ে তিশার জীবনে একটি বড় অভিশাপ নিয়ে আসে৷

তাই তিশা একদিন সিদ্ধান্ত নিল যে সে এ বাড়ি ছেড়ে চলে যাবে ৷ এবং কি সে তাই করলো হঠাৎ রাতে সে বাড়ি ছেড়ে বেড় হয়ে যায় ৷ আর অন্যদিকে বেচারা অপূর্ব যে কি না ছোট্ট একটি বাসায় ভাড়া থাকে৷ যদি ও প্রায় তিন মাস ধরে বাড়িওয়ালার ভাড়া দিতে পারি নি ৷ আর হঠাৎ করে তার ছোট্ট ব্যবসায় একটা বড় লোচ খায়৷ একদিন সে সন্ধ্যা বেলায় ভাত খাওয়া অবস্থায় বাড়িওয়ালা এসে দরজায় নক করলে দরজা খোলা মাত্রই বাড়িওয়ালা তার কাছে টাকা চায় কিন্তু সেই টাকা দিতে না পারায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়৷

IMG_20230201_203456.jpg

IMG_20230201_203514.jpg

IMG_20230201_203438.jpg

কি আর করার বাড়ি ভাড়া দিতে না পারায় বাধ্য হয়েই বাসা থেকে বেড় হতে হয়৷ আর অন্যদিকে তিশা সেও বের হয়৷ আর তখন অপূর্ব ও তিশা দু-জনে ঘুরে বেড়ায় ৷ একজন টাকা না থাকার জন্য চলতে পারে না ৷ আর অন্যদিকে টাকা পয়সা থাকলেও সুখ নেই ৷

অপূর্ব তার কাছে কোনো টাকা নেই৷ এরপর তাগের দোকানে তাদের দুজন দেখা৷ আর এরপরই তারা দুজনেই সারারাত রাস্তায় বসে তাদের একে অপরের মনের অনুভূতি দুঃখের কথা গুলো শেয়ার করছিল ৷ আর তখনই হঠাৎ করে দুজন পুলিশ একজন ছিন্তাইকারি কে ধাওয়া করছিল৷ যদিও অপূর্ব দেখতে পেয়েছিল যে ছিন্তাইকারি কোথায় ছিল ৷ তবুও সে বলেনি কারণ অভাবের মধ্যে ছিল কেউ বিনা কারণে বিনা দোষে ছিনতাই চুরি কিংবা অন্য কোন খারাপ কাজ করে না৷ কারন তার টাকার জন্যই সে এমন কিছু করে৷ তাই তার কাছে এটা কোন অপরাধ বলে মনে হয় না৷

যদিও মেয়েটি তা মানতে পারছে না ৷ তার কথা একজন অপরাধী কে ধরিয়ে দেয়াই ভালো ৷ যা হোক এরপর পুলিশ অপূর্ব কথা শুনে চলে যায় ৷ তারপর ছিনতাইকারী তাদের এমন উদারতা দেখে খুশি হয়ে তাদের তার বাড়িতে নিয়ে যায়৷

ছিন্তাইকারী নাম ছিল বাতসা ৷ এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে সে কেন এসব ছিনতাই চুরি করে ৷ সে বলে যে টাকার জন্যই সেটা প্রিয় মানুষটি পায় নি ৷ আর এই জন্যই সে প্রতিনিয়ত টাকা ইনকাম করার জন্য চুরি ছিনতাই এসব আহাজারি যাবতীয় কাজ করে থাকে৷ তার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য ৷ অন্যদিকে মেয়েটি অর্থাৎ তিশা বলে যে টাকা হলেই ভালোবাসা কিংবা প্রেম পাওয়া যায় না ৷ আর এসব কথার তর্ক করার মাধ্যমে মেয়েটি তাকে তিন লক্ষ টাকা দিয়ে একটি গেম খেলে ৷ যে সে তার প্রিয় মানুষ টিকে টাকা দিয়ে আনতে পারে কি না ৷

IMG_20230201_203537.jpg

IMG_20230201_203555.jpg

IMG_20230201_203625.jpg

IMG_20230201_203644.jpg

কিন্তু শেষমেষ দেখা গুলো সে বাতসা টাকা দিয়েও তার প্রিয় মানুষটিকে ফিরে পেল না ৷ কারণ তার প্রিয় মানুষটি এখন একটি নতুন সংসার শুরু করেছে এবং সেই সংসারে মায়ের আবদ্ধ ৷ সে তারা আগের প্রিয় মানুষটির কথা মনে রাখে নি ৷ তাই তো সেই টাকা ফিরিয়ে দিয়েছিল ৷

আর এরপরই হঠাৎ পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷ এবং তার সাথে গ্রেফতার হয় অপূর্ব ও তিশা দুজনে যেহেতু বাচ্চার সাথে এরা দুজনেও ছিল ৷ এরপর তিশার পরিবার তাকে নিতে থানায়৷ শুধু প্রমাণ করার পর তারা দুজনেই নির্দোষ পেল ৷ যেহেতু তারা ছিন্তাকারির সাথে এ জন্যই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল৷

এরপর তিশা তার পরিবারের সাথে চলে গেলেও অপূর্বকে ঠিক তার আগে জায়গায় আসতে বলে ৷ যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল৷ সে অপেক্ষায় থাকবে সে তার অপেক্ষায় রইলো জানি না এর পরের কি হয়েছিল এখানেই নাটকের সমাপ্তি ছিল ৷

IMG_20230201_203659.jpg

আসুন নাটকের মূল চরিত্র বা ঘটনাটা ছিল৷ যে কেউ টাকার জন্য হাহাকার আবার কেউ টাকার জন্য অনেক কিছু করতেও পারে৷ আবার কেউ ভাবে যে টাকা হলেও হয়তো সে সুখে থাকতে পারে ৷ কিন্তু আসলে টাকাই সবকিছু আবার টাকাই তোমাকে ছুড়ে ফেলবে অনেক দূরে৷ তাই সময় এবং কি সময়ের সাথে যেটুকু তোমার প্রাপ্য বা প্রাপ্তি তোমাকে সেটাই নিতে হবে ৷ আর এর বাইরে টাকা দিয়েও হয়তো সেই প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষটিকে আর ফিরে পাওয়া সম্ভব নয় ৷ যেমন একদিকে অপূর্ব টাকা না থাকার কারণে সে একই চাকরি পেল না ৷ তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা করার কোন চিন্তা ভাবনা ৷ আবার একদিকে বাদশা যেখানে তার টাকার জন্য তার প্রিয় মানুষটিকে পায়নি৷ আর এজন্য সে প্রতিদিন চুরি ছিন্তাইকারি এসব কাজে লিপ্ত৷ আবার অন্যদিকে তিশা যার বাবার অনেক টাকা সম্পদ থাকা সত্ত্বেও তার মাঝে ছিল না কোন সুখ শান্তি৷

তাই নাটকটির সর্বশেষ যেটা আমার মতামত ৷ আসলে টাকা থাকলেই সুখ শান্তি পাওয়া যায় না ৷ আবার টাকা না থাকলেও যে সুখ শান্তি পাওয়া যায় না সেটাও ভুল ৷ মূল কথা হচ্ছে আমি যেমন আছি তেমনি নিয়েই আমাকে চলতে হবে আমাকে বাঁচতে হবে ৷ আর এটা ভেবেই যদি মানুষ অনুভূতি করে তবে সে সুখী৷

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdf1DqCg1JFmEM5rEUGj71XE1G1s2zdaLrPmqMiGfAQnnyJs6RnCcTBgQMtvnid...ovWJA2RaZzHbUvrsuxmGSdrjdfxt74fLn1nkMkrGvdsv7HhFDCi84xyaMEVkx1xvvbPk115Qy1avxzjvVAGkkRzt9irwyD3ECqQCyZWawgUyXDQc3KDmKTt8er (1).png

সবাইকে ধন্যবাদ



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

আমিও ইদানিং একটু নাটক দেখছি, মন ভালো করার জন্য এবং অল্প সময়ের মধ্যে নাটক দেখাটাই বোধ হয় ভালো। নাটকের নামটা শুনেই আমার এটা দেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে। রিভিউ টা চোখ বলিয়ে নিলাম আজকে রাতের মধ্যেই এই নাটকটা দেখে ফেলার চিন্তাভাবনা রয়েছে।

 2 years ago 

জি মন খারাপ থাকলে নাটক দেখতে ভালো লাগে ৷ নাটক টি দেখেছেন তাহলে ৷ ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি নাটকটি দেখি নাই তবে আপনার বর্ণনা পড়ে সুন্দর ভাবেই বুঝতে পেরেছি। আসলে কি বলবো ভাই শুধু টাকা দিয়ে সুখ কেনা যায় না আবার টাকা ছাড়া জীবনও চলে না। যায়হোক আশা করি তিশা অপূর্বকে নিতে আসবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন যে টাকা দিয়েই সুখ পাওয়া যায় না ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42