জেনারেল রাইটিং ৷৷ সময়ের মুল্য বোঝা উচিত সময় কারো জন্য অপেক্ষা করে না......!!

in আমার বাংলা ব্লগ5 months ago

আজ - ২৯শে , মাঘ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

time-2500642_1280 (1).jpg

ছবিএখানে হতে

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ

আমাদের ব্যক্তিগত জীবনে সময়টা মারাত্মক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ কিন্তু আমরা কি তা বুঝে উঠতে পারি?
সময়বিহীন কোন কিছুই করা সম্ভব নয় সময় আমাদেরকে নির্ধারিত যেকোনো বিষয়ে অগ্রাধিকার বা মনোযোগ যাই বলি না কেন৷ প্রতিনিয়ত এই সময় আমাদেরকে সবকিছু বদলাতে সাহায্য করে ৷ একটা সময় যে মানুষটা কিছুই করে না বা তার জীবনের জন্য৷ একটা সময় সেই মানুষটাই সময় তাগিদে পরিবর্তন হয়ে নিজেকে অনেক দায়িত্বশীল কর্তব্য পূর্ণ মানুষ হিসেবে তৈরি করেছে ৷ এ জন্যই মাঝেমধ্যেই বলতে হয় যে সময় আসলে আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷

হয়তো ব্যক্তিগত জীবনে আমাদের কিছু সময় কারো খারাপ কিংবা কারো সময়টা বেশি ভালই কেটে যায়৷ কিন্তু সেই সময় কেটে যাওয়া আর সেই সময়টা কি কাজে লেগে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যে পার্থক্য অনেক ৷ ঠিক উদাহরণস্বরূপ যদি আরো বলা হয় ৷ কেউ তাদের সময়কে কাজে লাগিয়ে প্রতিনিয়তই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে ৷ আবার কেউ এই সময়কে গুরুত্বপূর্ণ চোখে না দেখে সাবলীল ভাবে তার জীবনটিকে কেটে নিয়ে যাচ্ছে। এর মধ্যে পার্থক্য শুধু একটাই যে কেউ এই সময়টিকে কাজে লাগাচ্ছে৷ আর কেউ এই সময়টুকুই হেলায় বয়ে নিয়ে যাচ্ছে এতটুকুই৷

man-2562325_1280.jpg

ছবি
আবার এই সময় কে আরো অন্যভাবে উদাহরণ ভাবে প্রকাশ করলে দেখা যায়৷ এই সময়টুকু কাজে লাগাবে লাগাবে বলেই কেটে নিয়ে যায় ৷ আর সত্যিকারের বাস্তবিক অর্থে আমি গত দুইদিন ধরেই তা অনুভব করেছি ৷ অর্থাৎ গত দুইদিন আগে আমি প্রায় দুইদিন পোস্ট করি নি ৷ আসলে দুদিন একটি ব্যক্তিগত কাজের মধ্যেই কেটেছিল তবুও ইচ্ছে করলেই শত সময় ব্যস্ততার মাঝেও পোস্টগুলো করতে পারতাম ৷ কিন্তু ওই যে সামান্য একটু অলসতা বা ব্যস্ততার অজুহাত দেখিয়েই আর করা হয়নি ৷ আসলে আমরা সময়টিকে মাঝেমধ্যে খুব গুরুত্বপূর্ণ চোখে দেখি আবার কখনো অলসতা বা অজুহাত যাই বলি না কেন৷ এসবের কারণে সময় কে নষ্ট করে ফেলি ৷ আর পরবর্তীতে এই সময়টাই আমাদের জন্য অনেকটা আফসোস বা নিজের উপরে প্রেসার ক্রিয়েট করে থাকে৷

যেমন গত দুদিন আগে আমি দুইদিন পোস্ট না করা তারপরের দিনগুলো অনেক প্রেসার ক্রিয়েটের মধ্যে গিয়েছে ৷ বলতে গেলে কেমন পোস্ট করা কমেন্ট রিপ্লাই কমেন্ট করা সব মিলে ওই দুই দিনের যে ঘাটতিটা অর্থাৎ সেই দুই দিনের কাজ না করার পরবর্তী দিনগুলো অনেক পেশার এবং জুলুমের মধ্যে গিয়েছিল ৷ আর ঠিক তখনই ওই দুই দিনের সময়ের মূল্য টুকু তারপরের সময় আমি পেয়েছি ৷ আর এজন্যই আমার মাঝে মধ্যে মনে হয় যে আসলে সময়টা আমাদের জীবনে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷

blogger-2838945_1280.jpg

ছবির উৎস

তাই সবকিছুর মাঝেও আমাদের শত ব্যস্ততার মাঝেও নিজের ব্যক্তিগত কাজগুলোকে প্রতিনিয়তই এগিয়ে নেওয়াই বুদ্ধিমতার কাজ ৷ এই ধরুন একটা স্টুডেন্টের কথা যদি বলা যায় ৷ সে প্রতিনিয়ত পড়ালেখা করবে এটাই তার সময় ৷ কিন্তু সে যদি এই সমাজটিকে কাজে না লাগিয়ে পরীক্ষার আগমুহূর্তে বা কিছুদিন আগে অনেক প্রেসার নিয়ে পড়াশোনা করে ৷ তাহলে কি সেটা পড়াশোনার মধ্যে পড়বে ৷ যদিও বা পড়াশুনার মধ্যেই পড়বে বিষয়টা ৷ কিন্তু তার বিগত দিনের সময় গুলোকে যে অপচয় বা অলসতার মধ্য দিয়ে কেটেছে ৷নতার প্রতি তার সময়ের মূল্য তার পরবর্তী সময়ে এসে চাপ পড়বে৷ অর্থাৎ একসাথে সবগুলোকে একত্রে মাথার মধ্যে এক বোঝা স্বরূপ আকার ধারণ করবে ৷

তাই আমাদের প্রতিনিয়তই উচিত নিজেকে সবকিছুর ব্যস্ততার পরেও নিজের ব্যক্তিগত কাজগুলোকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়া৷ এবং কি সময়টিকে কাজে লাগিয়ে নিজেকে এ সময়ের মূল্য হিসেবে কাজ কর উচিত ৷ন তবেই সফলতা নিশ্চিত হবে এবং কিছুটা রিল্যাক্স ভাবেও ও জীবনটাকে উপভোগ করা যাবে৷


প্রিয় বন্ধুরা আবারো হাজির হবো অন্য কোনো নতুন ইউনিক ব্লগ নিয়ে সে প্রত্যাশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ।আজ এখানেই বিদায় নিচ্ছি ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন.....!!


বিবরন


কমিউনিটিআমার বাংলা ব্লগ
বিষয়জেনারেল রাইটিং
ডিভাইসrealme c12
লোকেশনবাংলাদেশ 🇧🇩

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 5 months ago 

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে আমাদের সকলের উচিত সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করার চেষ্টা করা। তাহলে কাজের ক্ষেত্রে যথার্থ ফলাফল অর্জন করা যায়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। সময় সত্যি সময় খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে।আমরা সময়কে কাজে লাগিয়ে নিজেদের কে প্রতিষ্ঠিত করতে পারি।হেলায় সময় কাটানো ঠিক নয়।সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না।তাই সব মানুষেরই উচিত সময়কে গুরুত্ব দেয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমরা সবাই সময়ের মূল্য পড়ি কিন্তু সময়ের মূল্য যে কতটা তা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করি না। সময় থাকতে সময়ের মূল্য দেইনা কিন্তু সময় আমাদের জন্য বসে নেই। সময়কে কাজে লাগিয়ে নিজেকে এ সময়ের মূল্য হিসেবে কাজ কর উচিত৷

 5 months ago 

সময়ের মূল্য দেওয়া উচিত বা সময়ের মূল্য বোঝা উচিত এ কথাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি কথা। কারণ সময় কারো জন্যই থেমে থাকে না সময় তার গতিতেই চলতে থাকে। তাই আমাদের যদি আমাদের কাজগুলো সঠিক সময় করতে পারি তাহলে দিনশেষে আমরা সময়ের মূল্য দিতে পারি। লালন ফকির ও বলেছেন সময় গেলে সাধন হবে না। এ বিষয়ে একটা কবিতা ও রয়েছে এবং গান ওরয়েছে। ধন্যবাদ ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সময় আমাদের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় স্রত কারো জন্য অপেক্ষা করে না।সময় তার নিজ গতি বেগে চলতে থাকে।আর যে ব্যক্তি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে সে জীবনে ভালো কিছু করতে পারবে। আপনি আজকে আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি জেনারেল রাইটিং শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

সময় কখনো কারো জন্য থেমে থাকে না। সে তার নিজের গতিতে চলতে থাকে। যদি আমরা সময়ের মূল্য দিতে না পারি, তাহলে আমরা সময়ের কাজ সময়ের মধ্যে সম্পন্ন করতে পারব না। একইসাথে আমরা যদি সময়ের সাথে নিজেদের একই গতিতে নিয়ে যেতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। তাই আমাদের সকলের উচিং সময়ের যথাযথ মূল্যায়ন করা। অনেক ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু সময়ের মূল্য বোঝেনা। সময়ের মূল্য বোঝা সবথেকে বেশি প্রয়োজন। কারণ এই সময়টা তার গতিতেই চলতে থাকে। চাইলেও এই সময়টাকে আমরা ধরে রাখতে পারব না। তাই সময়ের কাজ সময়ে করতে হবে এবং সময়টাকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অলসতা অনেক খারাপ একটা অভ্যাস। অলসতা কে আমাদের দূর করতে হবে। অলসতা কে দূর করে সময়টাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে হবে।

 5 months ago 

ঠিক বলেছেন আপনি আমাদের সময়ের মূল্য দেয়া দরকার। সময়ের মূল্য প্রতিটি মানুষের জন্য জরুরী। আপনি পোস্ট করেননি জন্য চাপের মধ্যে কেটেছে।স্টুডেন্টদেরকে নিয়ে খুব সুন্দর উদাহরণ দিয়েছেন বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সময়ের মূল্য নিয়ে বিস্তারিত জানিয়ে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64614.75
ETH 3444.80
USDT 1.00
SBD 2.55