বৃষ্টিময় দিনে সাধারন কিছু ফটোগ্রাফি 📸 || রেনডম ছবি|| (10% shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ


"সবাইকে স্বাগতম" 🥀
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" 💞

নমস্কার- আদাব।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷


হ্যালো ,সুপ্রিয় বন্ধুগণ নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি ৷আজকে আমি আবারো একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি৷ যাই হোক দেখতে দেখতে একটি সপ্তাহ চলে গেল৷ আর আমি এই বাংলা ব্লগ কমিউনিটির সদস্য হতে পেরে নিজেকে বড় ভাগ্যবান মনে করেছি ৷ তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করছি ৷ আসলে গত দুইদিন থেকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি বলতে গেলে সারাটা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ৷আর এরই মাঝে বিকেলের শেষ বেলায় এলোমেলো কিছু ফটোগ্রাফি করেছি যেগুলো এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি৷ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে৷ তাহলে চলুন দেখে এসে যাক আজকের বৃষ্টিময় দিনের ফটোগ্রাফি গুলো ৷


ফটোগ্রাফি-০১

IMG20220831172519_01-01.jpeg

Device :realme12

ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


বিকেল বেলা বৃষ্টির শেষে কচুর পাতায় জল জমে থাকার সময় তুলেছি ৷ কচুর পাতা আপনার হয়তো সবাই চিনে থাকবেন ৷ বিশেষ করে গ্রামের মানুষ কচুর পাতা সবাই চেনে রাস্তার আশেপাশে ঝাড় জঙ্গলে যেখানে সেখানে কচুর গাছ হয়৷হয়৷ আর গ্রামের মানুষ প্রতিনিয়ত কচুর পাতা দিয়ে তরকারি রান্না করে৷ আর কচু তো অনেক ভিটামিন জাতীয় উদ্ভিদ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০২

IMG_20220902_200103-01.jpeg

IMG20220831172406-01.jpeg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location

একটি জংলি উদ্ভিদের ফটোগ্রাফি আসলে গ্রামের রাস্তার আশেপাশে অনেক ধরনের জংলি উদ্ভিদ থাকে ৷ আসলে জংলি উদ্ভিদের ফুলটি আমার কাছে বেশ সুন্দর লেগেছে দেখতে সাদা কিন্তু ফুলটির মাথাটা কেমন দেখতে ৷বিষয়টি দেখে ভালো লাগলো তাই ফটোগ্রাফি করেছি ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৩

Picsart_22-09-01_18-38-03-163.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location

নদীতে জাল এর ফটোগ্রাফি আসলে গ্রামের এই ছোট্ট নদীগুলোতে এসব জাল বানিয়ে মাছ ধরা হয় ৷ বাস সুতো কিংবা দড়ি এগুলো সাহায্য দিয়েই জাল বানানো হয় যেটাকে গ্রামের মানুষ খরা জল বলে ৷ হয়তোবা কোন একদিন এই জাল দিয়ে মাছ ধরার ভিডিও দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব ৷তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৪

Picsart_22-09-01_18-34-34-942.jpg

Picsart_22-09-01_18-33-11-233.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location

এই ফুলের ফটোগ্রাফি টি দেখুন ৷একটি ফুলের ফটোগ্রাফি সত্যি বলতে ফুলটি দেখতে ভীষন চমৎকার একটি ফুল ৷যদিও ফুলটির নাম আমার জানা নেই ৷ ফুলটি নদীর ধারের বেশি দেখা যায় তবে আমার যতটা সম্ভব মনে হয় এ ফুলটি গিয়ে অনেকে কলমি ফুল বলে থাকে ৷ কারণ এর গাছটি প্রায় কলমি শাখেরর মতোই ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৫

Picsart_22-09-02_21-02-49-847.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location

জাল দিয়ে পুকুরে মাছ ধর বার সময় তোলা ছবি ৷ আসলে গ্রামের পুকুর বা নলকূপে ছোট মাছ ছেড়ে দেওয়া হয় আর একটা পর্যায়ে সে মাছগুলো বড় হয় খাওয়ার উপযোগী হলে বাড়ির আশেপাশের জেলেদের ডেকে এনে তাদের মাধ্যমে মাছ ধরে নেওয়া হয় ৷ আর এর জন্য জেলেও কিছু ভাগ পায় ৷ আর এসব পুকুরে বেশিরভাগ গ্লাস কাপ পুঁটি ,বাটা ,তেলাপিয়া, রুই ,এসব জাতীয় মাছের পোনা ছেড়ে ছেড়ে দেয়া হয়৷ আর এগুলো এক সময় বড় হয় ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৬

Picsart_22-09-02_21-11-25-150-01.jpeg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location

এই ফুলটি দেখুন বন্ধুরা এ ফুল টির নাম হল দুলফির ফুল ৷একটি গাছে একসাথে অনেকগুলো ফুল ফোটে ফুলগুলো খুব ছোট্ট ছোট্ট আর দেখতে বেশ চমৎকার ৷সাদা রঙের ফুলগুলো বেশির ভাগ রাস্তার ধারে দুই পাশে এই দুলফির < গাছটি জম্নে থাকে ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৭

Picsart_22-09-02_21-00-36-347.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location

লেবু ফলের ফটোগ্রাফি ৷আসলে আমার বাড়ির নতুন গাছ থেকে এবার প্রথম ফল দিয়েছে আর তাতে মাত্র তিনটি লেবু তাও এক সাথে ৷এর বেশি ফল দেয় নি যাই হোক নতুন গাছের ফল ৷আর লেবু আমি কমবেশি প্রতিদিন খাই ৷আজ বিকেল বেলা দেখতে পেয়ে ভালো লাগলো তাই ছবি তুলি ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png



তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটি ফটোগ্রাফি পোস্ট ৷ আসলে সারাদিন বৃষ্টি আর এ বৃষ্টির পর বিকেল বেলা মোবাইল ফোনটি হাতে নিয়ে এলোমেলো কিছু ফটোগ্রাফি করি তাই ভাবলাম আজকে আমার বাংলা ব্লগে বন্ধুদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করি ৷ জানিনা ঠিক আপনাদের কতটা ভালো লাগবে তবে আশা রাখছি আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লাগবে এই প্রত্যাশা রেখে আজকের মত আমার ব্লগ এখানেই শেষ করছি ৷

সবাই ভালো থাকো আমি সুস্থ থাকুন ও নিরাপদে চলুন৷

ভুল যদি ক্ষমা দৃষ্টিতে দেখবেন

@gopiray

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Sort:  
Loading...

Keep motivated to protect our home!🛡🌎🌍🌏

 2 years ago 

আপনি বৃষ্টির দিনে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আমাদের সাথে খুবই সুন্দর বৃষ্টির সময় ফটোগ্রাফি করে তুলে ধরেছেন এবং বর্ণনা সহ শেয়ার করেছেন সকলের মাঝে। আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম ভাই বৃষ্টির সময় তুলেছি ফটোগ্রাফি গুলো ৷ধন্যবাদ ভাই

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন লেগেছে। বিশেষ করে জংলি উদ্ভিদের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব নিখুঁতভাবে জংলি ফুলের ফটোগ্রাফি করেছেন। চমৎকার কিছু ফটোগ্রাফি করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু যে আমার তোলা প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু ৷

 2 years ago (edited)

সাদা যে জঙ্গলিফুলের কথা বলেছেন মাথাটা একটু বাঁকা সেই জংলি ফুলটি ছোটবেলা দেখলে আমি ভীষণ ভয় পেতাম। আমার কাছে সাপের মত লাগতো। এগুলো আমাদের বাড়ির রাস্তার ধারেও রয়েছে। ফুলটি সৌন্দর্য আসলেই অনেক বেশি, এখন আর ভয় লাগে না। খুব সুন্দর কিছু ফটো শেয়ার করেছেন ভাইয়া।

 2 years ago 

আপু আসলে মেয়ে মানুষেরা একটু বেশি ভয় পায় ৷

 2 years ago 

সাধারণের মাঝে এ যেন দেখি অসাধারণ।বৃষ্টি ভেজা দিনের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর।বিশেষ করে আপনার তোলা দুইনাম্বার ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

শুনে খুব খুশি হলাম ভাই আমার প্রতিটি ফটোগ্রাফি ভালো লেগেছে

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বিশেষ করে ফুলের ছবি গুলো বেশি ভালো লেগেছে।জংলি উদ্ভিদের ফটোগ্রাফি গুলো অনেক দিন পর দেখলাম। ছোট বেলায় এগুলো দিয়ে অনেক খেলা করতাম। পুকুরের মাছ ধরার দৃশ্য টা অনেক ভালো লাগছে। আগে বাড়িতে পুকুর থাকায় অনেক মাছ ধরা হতো। ধন্যবাদ দাদা ভাই আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

জংলী উদ্ভদ পুকুরে মাছ ধরা গ্রামে এখন প্রতিনিয়ত এসব ভাই

 2 years ago 

ভাইয়া খরা জলের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক ভাল লাগছে। এক সময় আমাদের দিকে দেখা যেত। কালের বিবর্তনে হারিয়ে গেছে। সব গুলোই ধারুন হয়েছে। ধন্যবাদ ।

 2 years ago 

তাই না কি ভাই আপনাদের ওই দিকেও এরকম জাল ছিল শুনে খুব ভাল লাগলো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40