আজকের ব্লগ ফটোগ্রাফি পোষ্ট 📸 || রেনডম ছবি|| (10% shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগ



সবাইকে স্বাগতম" 🥀
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" 💞



নমস্কার- আদাব।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷

হ্যালো ,সুপ্রিয় বন্ধুগণ নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি ৷আজকে আমি আবারো একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি৷ যাই হোক দেখতে দেখতে একটি সপ্তাহ চলে গেল ৷ তো বন্ধুরা বৃহস্পতিবার সপ্তাহের প্রথম দিন ধরা হয় যেহেতু এখানে বৃহস্পতি থেকে বুধবার পর্যন্ত সপ্তাহ হিসেবে গণনা করা হয়৷ ঠিক সেই হিসেবে সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবার ৷ তো আজ শুক্রবার আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি হলো নেশা৷ মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে যদি আমার হাতে ক্যামেরা থাকতো তাহলে হয়তোবা আরো ভালো ভালো কিছু ফটোগ্রাফার করতে পারতাম ৷তবে মাঝে মাঝে এই মুঠোফোন দিয়েই দু চোখের দৃষ্টিতে যেদিকে ভালো লাগে বা ভালো মনে হয় ৷চেষ্টা করি সেটাকেই ফটোগ্রাফি বা ছবি তোলার৷ আর সবচেয়ে মেইন কথা হলো গিয়ে ছবি তুললেই যে ফটোগ্রাফি হবে তা নয়৷ ফটোগ্রাফির আসল গুরুত্বপূর্ণ অর্থ যা আমরা কেউ বুঝিনা৷ আমরা তো শুধু মোবাইল ফোন দিয়ে যেটা ভালো লাগে সেটি করার চেষ্টা করি ৷আসল উদ্দেশ্য তা নয়৷
যাইহোক আমি ঠিক সেরকম বড় কোন ফটোগ্রাফার হতে পারিনি৷ তবে যতটুকু পারি বা পারতেছি সেটাকে নিয়েই কাজে লাগানোর চেষ্টা৷ তোর চুলুন বন্ধুরা দেরি না করে দেখা যাক ৷ সাত সাতটি ফটোগ্রাফির একটি অ্যালবাম পোস্ট ৷

ফটোগ্রাফি-০১

IMG20220922111751_01-01.jpeg

Device :realme12

ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


বন্ধুরা যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটি হলো ঝিঙ্গা ফুলের ফটোগ্রাফি ৷ ফুলটি দেখতে হলুদ রঙের বেশ চমৎকার৷ বিশেষ করে ফুলটির উপরে একটি ছোট প্রজাপতি বসে আছে৷ তাই ফুলটিকে আরো বেশি সৌন্দর্য এবং কি ভালো লাগছে ৷ আমার বাড়ির পাশেই ঝিঙ্গা চাষ করেছে৷ সেখান থেকে ফটোগ্রাফি করি ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০২

Picsart_22-09-22_18-52-53-913.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


এটি একটি গ্রামের দৃশ্য আপনারা হয়তো সবাই বুঝে গেছেন ৷ যে এটি গ্রামের সবচেয়ে আদর্শ এবং নিদর্শন একটি আলোকচিত্র বলে আমি মনে করি৷ আপনার দেখতে পাচ্ছেন একটি পোয়াল খড় সাথে দুটি গরু একসাথে ৷ গ্রামের প্রায় প্রতি বাড়িতে গরু পালন করে আর ধান আবাদের পর যে খড় তা গরুরু জন্য ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০৩

Picsart_22-09-22_18-54-20-861-01.jpeg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


এটা একটা সবজি ফুল অর্থাৎ লাউ বা কদু আমরা তো সবাই চিনি৷ আর এই কুদু-লাউ ফল দেওয়ার আগে ফুল দেয় ৷ এটা সেই ফুল দেখতে সাদা রঙের বেশ চমৎকার ফুলটি ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০৪

IMG20220422171112_01.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


এই ছবিটি দেখে একটি গান খুবই মনে পড়ছে৷ সব সখিরে পার করিতে নেব আনা আনা ৷ তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা ৷
যা হোক এটি একটি নদীর পাড় এখানে দিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করে ৷একজন মাঝি নৌকা চালায় ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০৫

IMG20220422174321.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


কোনো একদিন বিকেল বেলায় গ্রামের ব্রিজে বসে থাকার সময় তোলা ফটোগ্রাফি ৷আসলে সত্যি বলতে গ্রামের প্রকৃতি সুজলা সুফলা শস্য শ্যামলা ৷এ প্রকৃতিতে সময় কাটাতে বেশ ভালো লাগে ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০৬

IMG20220422175832_01.jpg
Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


গ্রামের শৈশব জীবন যে কতটা মধুর তা আমরা সবাই জানি ৷যেহেতু ওই লেভেল কবেই পার করেছি ৷কিন্তু এখন শুধু মনে পড়ছে ৷যাই হোক তিনজন ছেলে সাইকেল নিয়ে কি যেন গল্প করছে ৷ তাদের মধ্যে ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০৭

Picsart_22-09-22_18-56-02-424.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location


বিকেলের শেষ মুহূর্তে অর্থাৎ সূর্যাস্ত হওয়ার কিছুক্ষণ আগে যখন সূর্য ডুববে এমন ভাব ৷ঠিক সেই মুহূর্তে তোলা ফটোগ্রাফি৷ লাল রক্তের মত টকটকে যেন সব আলোর রশ্নি টা চোখে পড়ছে৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png


তো বন্ধুরা আজকের আমার ব্লগ এতো টুকুই৷ আজকে আমি আপনাদের মাঝে সাতটি ছবি শেয়ার করলাম ৷আশা করবো আপনাদের সবাইরে ভালো লাগবে ৷আর আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ৷তাই যে জিনিস টাই ভালো লাগে সেটাই ক্যামরা বন্দি করার চেষ্টা করি ৷যদিও আমার কোনো ক্যামরা নাই তবুও আমার মোবাইল ফোন দিয়েই ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷
আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ৷আবারও হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ৷

পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

@gopiray

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Sort:  
 2 years ago 

ফুলের বুকে প্রজাপতি বসে থাকার দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আর তার পাশাপাশি যদি ফটোগ্রাফি করা হলে যেন মনে হয় মোবাইলটা ধন্য। আর এমন সুন্দর সুন্দর ফটো গুলো বারবার মন চায় গ্যালারিতে যেয়ে দেখি। আপনি দারুণ একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। যেখানে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর দৃশ্য ফুটে উঠেছে ফুটে উঠেছে গৃহপালিত পশুর চিত্র, নদী নৌকা ও ব্রিজ।

 2 years ago 

ভাই আমি শুধু চেষ্টা করছি ৷ ফটোগ্রাফি করার আর ঠিক বলেছেন ভাই ফুলের উপর প্রজাতি আমার কাছেও ভালো লেগেছে ৷
ধন্যবাদ ভাই

ফটোগ্রাফি হল একটা আর্ট। আপনি চাইলে আপনার ফোন এর ক্যামেরা দিয়েও অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল তবে চার নাম্বার ফটোগ্রাফি এবং সাত নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাই ফটোগ্রাফি হলো আর্ট ৷ বলতে গেলে একটা নেশা ৷আর ফটোগ্রাফি করতে ভালো লাগে ৷ আপনার চার ও সাত নম্বর ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

ভাইয়া আপনি মুঠোফোনে খুব সুন্দর ছবি তুলছেন, না জানি আপনার ক্যামেরা থাকলে আপনি কি করতেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর এবং ক্লিয়ার লাগছে। বিশেষ করে ঝিঙ্গে ফুলের উপর প্রজাপতির ছবি এবং শেষ বিকেলের অস্ত যাওয়ার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 2 years ago 

আপু যদি ক্যামরা হয় তবে ফটোগ্রাফি যে করতাম না ৷ যা বলে বোঝানো সম্ভব না ৷ যেহেতু ক্যামরা নেই ওই বিষয় বাদ ৷ যেটা আছে সেটাই দিয়ে করার চেষ্টা ৷
খুব সুন্দর করে লিখেছেন ৷
ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনি এখানে লিখেছেন আজ বৃহস্পতিবার কিন্তু ভাইয়া আজ তো শুক্রবার আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভাল লেগেছে বিশেষ করে গ্রামীন ফটোগ্রাফির মধ্যে গরুর বাছুর খড় খাচ্ছে এই ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আসলে আমি লিখেছি নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহ৷ তারপর শুক্রবার লিখতে চেয়েছিলাম ৷
যাই হোক ধন্যবাদ আপু বিষয়টি বলার জন্য অনেক ধন্যবাদ ৷

 2 years ago 

আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। এক একটা ফটোগ্রাফি অসাধারণ লাগলো। বিশেষ করে গরুগুলো শুকনো গাছ খাওয়ার ফটোগ্রাফিটি আমার কাছে খুব অসাধারণ লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে যথার্থ বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে শেয়ার করার জন্য এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু শুকনো গাছ নয় ,শুকনো খড় ছিল ৷
যা হোক গুছিয়ে কথা বলার জন্য অনেক ধন্যবাদ ৷

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলি করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷
অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39