আমার প্রিয় একটি জায়গা ৷৷ ময়নামতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৩১শে- জ্যৈষ্ঠ |১৪৩০ বঙ্গাব্দ, |
গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230613114055_01.jpg

প্রথমত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে ব্লগ ।

হ্যালো, প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন । গত তিনদিন যাবৎ নিশ্চয়ই সবাই অনেক আনন্দ ফুর্তি উদযাপন করেছেন এমনটাই আশা করছি ।আর সত্যি বলতে আমি নিজেও অনেক আনন্দ উদযাপন করেছি এ দ্বিতীয় বছর উদযাপন যে এত আনন্দঘন হবে তা কখনো ভাবতে পারেনি।

যাহোক এভাবেই যেন শত শত বছর উদযাপন হয় এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত করি ।আজকে আমার নতুন ব্লগ লেখা শুরু করছি।

বলতে গেলে আমার অতি প্রিয় একটা জায়গা যেখানে মাঝে মধ্যেই কিংবা সময় পেলেই বেড়াতে যেতাম ।সেটা হলো আমার কলেজের কিছু দূরেই অবস্থিত ময়নামতির চর কিংবা ময়নামতির বাগান বলে ।যেখানে প্রায় শত শত হেক্টর জমি অনাবাদি পরে থাকে আর সেই অনাবাদি জমিতে হাজারো রকমের গাছ- গাছালি জায়গাটি বর্তমানে এই বর্ষার সিজনে এক অনন্য সুন্দর আর প্রাকৃতিক দৃশ্যে ভরা এই ময়নামতির বাগানটি । বর্ষার সিজনে সবুজ দুর্বাঘাস গুলো আর গাছের সবুজ পাতার আচ্ছাদনে পুরো জায়গাটি সবুজে ঘেরা।

এই ময়নামতির বাগানটি এখন অনেকটা পার্ক নামে পরিচিত। কারণ এই জমির মালিক কে বা কারা তার খোঁজ এখনো মেলেনি । তাইতো সরকারি পর্যায় থেকে থেকে এখন জায়গাটিকে পার্ক নামে ঘোষণা দিয়েছে ।আরে জায়গাটি সুন্দর মনোমুগ্ধকর চারদিকে রোডের রাস্তা বানানো হয়েছে সেই সাথে কিছুক্ষণ পরপরই বসার জন্য তৈরি করেছে ।

বিভিন্ন আনন্দে উৎসবে পূজো কিংবা ঈদে এই জায়গাটিতে মানুষের অনেক সমাগম ঘটে। আর এখানে এলেই মনটা যেন অনেক হালকা নিবিড় লাগে ।কারণ এই জায়গাটি এতো নিরিবিলি আর সুন্দর পরিবেশের অন্তর্গত চারদিকেই রাস্তা দিয়ে মড়ানা। তাই চারদিকে ঘোরাফেরা করার জন্য অনেকটাই সুবিধা সেই সাথে পাশেই রয়েছে করতোয়ার নদী তাই সব মিলিয়ে প্রার্ক টি বেশ জনপ্রিয় ।

IMG20230613111025_01.jpg

IMG20230613111046_01.jpg

IMG20230613111814.jpg

IMG20230613111831_01.jpg

IMG20230613112448_01.jpg

আজকে কলেজ শেষ করে ইচ্ছে করলো যেতে । যদি কখনো মন খারাপ কিংবা ভালো লাগে তখনই এই জায়গাটাতে এসে নিজের একান্ত মনের সময়টুকু কাটি অতিবাহিত করি । সব থেকে ভালো লাগে এই নির্জন জায়গা দিতে এসে নিজেকে নিজের সব দুঃখ কষ্ট ভালো লাগাকে কিছুক্ষণের জন্যই সবকিছু ভুলে যাই।

আর পার্কের চারদিকে ঘুরে বেড়াতে সময় লাগে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তাহলে আপনারা বুঝে নিন যে আসলে পার্কটি কত বড় জায়গা জুড়ে ।তবে এই পার্ক থেকে আরো সৌন্দর্য আর আনন্দ জায়গা তৈরি করার জন্য ইতিমধ্যেই সরকার কর্তৃক একটি অনুমোদন হয়েছে । হয়তো খুব শীঘ্রই তার বাস্তবায়ন করবে‌ আর বাস্তব হলেই পার্কে আরো জনপ্রিয় আর সৌন্দর্য হবে।

সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাই পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার দেবিগঞ্জ বাজারের কিছু দূরে এই পার্কের অবস্থিত। যদি হঠাৎ কেউ এসেও যান তবে গুগল ম্যাপে সার্চ করলেই লোকেশন ঠিক চলে আসবে।

IMG20230613114243_01.jpg

IMG20230613114127_01.jpg

IMG20230613114055_01.jpg

IMG20230613115250.jpg

IMG20230613112804_01.jpg

IMG20230613112448_01.jpg

IMG20230613112749_01.jpg

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

জায়গাটি একেবারে একটি অসাধারণ জায়গা, জায়গাটির পরিবেশ ও অত্যন্ত সুন্দর। আপনার মন খারাপ থাকলে আপনি এই জায়গায় আসেন, শুনে আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

জি ভাই মন খারাপ প্রায় সময়ে যাই ভালো লাগে ৷

 2 years ago 

অনেক সৌভাগ্য আমার আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে নতুন নতুন অনেক কিছু দেখার সুযোগ হয়ে যায়। আজ আপনার পোস্টের মাধ্যমে ময়নামতির চর দেখলাম অনেক সুন্দর এবং অনেক বড় একটি জায়গা। কিন্তু গল্পে শুনেছি কিংবা নাম শুনেছি কখনো দেখার সুযোগ হয়নি। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম।

 2 years ago 

হূম আপু জায়গা টি অনেক সুন্দর আর বেশ বড় জায়গা ৷ চারদিকে গাছ আর গাছ প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভুমি৷

 2 years ago 

ভাইয়া ময়নামতি চর মনে হয় দেখতে অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পেলাম ময়নামতি চর। যাক ময়নামতি জায়গাটি পার্ক হিসাবে ধরে নিল। তবে বিশেষ করে ভাইয়া যেখানে গাছ গাছালি বেশি থাকে ওখানে পরিবেশ ও বেশ ভালই লাগে। জায়গাটি বোঝাই যাচ্ছে অনেক বড় ৩০ থেকে ৪০ মিনিট লাগে ঘুরতে। আপনার পোষ্টের মধ্যে ময়নামতি পার্ক দেখতে পেলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই জায়গাটি অনেক সুন্দর আর দেখার মতো ৷

 2 years ago 

ময়নামতি জায়গাটি তো বেশ সুন্দর। তবে ভাইয়া আপনি সময় পেলে ময়নামতি জায়গা টিতে ঘুরতে জান। তবে যেখানে গাছপালা বেশি থাকে এবং প্রাকৃতিক পরিবেশ ওখানে বেশ সুন্দর লাগে। ময়নামতি জায়গাটি এখন পার্ক হয়ে গেছে শুনে আসলে খুব ভালো লাগলো। যদি জায়গাটিতে সামনে থেকে দেখতে পারতাম তাহলে অনেক ভালই লাগতো। আপনি কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন ময়নামতির পার্কের। এবং আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাই জায়গাটি অতি সুন্দর আর মনোমুগ্ধকর ৷ প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত আর এখন তো পার্ক করার জন্য কাজ চলছে ৷

 2 years ago 

ভাইয়া আপনার কলেজের কিছু দূরেই অবস্থিত ময়নামতির চর কিংবা ময়নামতির বাগানটি জাস্ট অসাধারন। মন যতই খারাপ থাকুক ভাইয়া সেখানে গেলে মনটা ভাল হয়ে যাবে। যদি সেই জায়গার মালিক খুজে না পাওয়া যায় তাহলে আমি আছি ভাই,হা হা হা। ধন্যবাদ।

 2 years ago 

হাহাহাহ আপনিই মালিক ভাবছি আপনার নামে সাইন বোর্ড দিয়ে দিব ়১ হিহিহিহিহ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113965.63
ETH 4421.86
SBD 0.87