শ্রদ্ধা জানাই সব পেশাজীবি মানুষকে || 10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আমার বাংলা ব্লগ"

বাংলাদেশ 🇧🇩

শ্রদ্ধা জানাই সব পেশাজীবি মানুষকে

IMG20220509181958_01.jpg
লোকেশন

হ্যালো,

নম্সকার-আদাব আমার বাংলা ব্লগের সকল ভাই বোন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন?আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি ৷


আমার প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷আসলে এটি একটি কমিউনিটি নয় পরিবার আর পরিবারের সকলে একে ওপরের প্রতি যে ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধন তা বলে বোঝানো সম্ভব নয় ৷বুন্ধরা আজকে আমার ব্লগ হবে শ্রমজীবী মানুষের কথা নিয়ে ৷ আসুন আমরা সবাই সব শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা জানাই ৷
___
একটু ভালো করে লক্ষ করুন ৷আমাদের সমাজের আশে পাশে বা চারপাশে অনেক মানুষ জন মিলে বসবাস করছি ৷ কেউ ধনী ব্যক্তি কেউ গরিব কেউ দিনমজুর সবাই মিলে একসাথে বসবাস করছি ৷ সবাই জীবন জীবিকার তাগিদে বিভিন্ন কর্মকাণ্ডে জরিত ৷কেউ আবার পরিবারে কর্নধার যাকে ছাড়া পুরো পরিবার চলতে পারে না ৷

IMG20220509182242_01.jpg
লোকেশন

উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন ৷কমবেশি সবাই চিনেন এরা দালান তৈরি করতেছে যাকে রাজমিস্ত্রি বলে থাকি ৷ যারা বালু সিমেন্ট ও ইটের মাধ্যমে বড় দালান তৈরি করে ৷ রাসমিস্ত্রি কাজটি অনেক পরিশ্রমের কাজ যারা সারাদিন রোদে পুরে কাজ করে ৷বড় বড় দালান এক তালা থেকে শুরু করে বিশ তালা এর চেয়েও আরও বড় দালান তৈরি করতেছে ৷ঠিক তেমনি আমাদের সমাজে অনেক পেশা জীবি মানুষ যেমন:কেউ কৃষি কাজ করে যারা আমাদের খাবার জোগায় বিভিন্ন ধরনের চাষ করে খাদ্যের চাহিদা পূরন করছে ৷ আবার কেউ দিনমজুর এভাবেই বিভিন্ন পেশায় নিয়োজিত আমাদের চারপাশের মানুষগুলো ৷

IMG20220509182011_01.jpg
লোকেশন

কিন্তু বর্তমান আমাদের সমাজে আশে পাশের কিছু অর্বাচিন মানুষ আছে যারা মানুষ কে মানুষকে মনে করে না ৷ তারা মানুষদের কে বিভিন্ন চোখে দেখে ৷ বিশেষ করে আমাদের সমাজে যিনি ধম সম্পদ অর্থ আছে তারা নিচু মানুষদের কে বাকা চোখে দেখে ৷তারা এসব ভাবে না যে পৃথিবীতে বাঁচতে হলে সব মানুষে রি প্রয়োজন ৷ পৃথিবীতে ধনী দরিদ্র গরিব সব মানুষ থাকবে ৷তারা বিভিন্ন পেশায় কাজ করবে ৷একটা বার লক্ষ করুন তো যদি রাসমিস্ত্রি না থাকত তাহলে কি সেই ধনী ব্যক্তিদের থাকার জন্য যে বড় বড় দালান অট্টালিকা কে তৈরি করতো ৷যদি কৃষক না থাকতো তাহলে ফসল ফলাতো কে৷ তারা যদিও ছোট পেশায় করে তবু ও তারা মহান কারন তারা না করলে হয়তো আজ পৃথিবীটা এতো উন্নত হতো না ৷তাই আমি শ্রদ্ধা জানাই সেই সব শ্রমিকদের দিনমজুরদের কৃষকদের যারা অকাল্ত করে প্ররিশ্রম করে নানা পেশায় করে ৷তারা এগিয়ে নিয়ে যাচ্ছে পরিবার কে সমাজ কে দেশকে ও পৃথিবী টাকে ৷

তাই পরিশেষে বলবো:

আসুন আমরা শ্রদ্ধা জানাই সেই সব শ্রমজীবী মানুষদের যারা অকাল্ত প্ররিশ্রম করছে ৷আমাদের জন্য দেশের জন্য ৷আসুন আমরা ভেদাভেদ ভুলে সব মানুষকে ভালোবাসি ৷যে যাই কাজ করুক বা পেশাই যুক্ত থাকুক না কেন তিনিও তো মানুষ ৷আরেক টা ভুলে যাওয়ার নয় মানুষ মানুষের জন্য ৷ আর মানুষ মানুষের জন্য কথা টা যদি আমরা মেনে চলি ৷ তাবেই আমরা এগিয়ে যেতে পারবো নচেত নয় ৷


তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ ৷জানি না আপনাদের কতটা ভাল লাগবে ৷তবে আশা করছি সবাইরে ভালো লাগবে ৷শ্রমজীবি মানুষদের কথা চিন্তা করে যত টুকু পেরছি তা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ৷ব্লগটি কেমন লেগেছে তা মন্তব্য করে জানাবেন ৷
  • আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি ৷ আবারও হাজির হবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ৷সেই পযন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ৷

  • ভুল ত্রুটি মার্জনীয়

@gopiray

🌼 ধন্যবাদ🌼

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 2 years ago 

আমাদের অবশ্যই সকল পেশাজীবী মানুষকে শ্রদ্ধা করা উচিত ।কামার, কুমোর ,মুচি মেথর থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলে কর্মজীবী-পেশাজীবীরা সমান চোখে দেখা উচিত। কারণ এই সমাজে সবার সমান দরকার আছে ।একজন কামারের দরকার আছে তেমনই আমদের আমলার ও দরকার আছে। আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হুম সমাজে সব মানুষের দরকার আছে ৷ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন

 2 years ago 

ভাই মানুষ জীবিকার তাগিদে তারা কাজ করে থাকে। তবে মানুষের ভিন্নতায় মানুষের পেশার ও ভিন্নতা দেখা যায় ।বিশেষ করে রাজমিস্ত্রি যারা দালান তৈরি করে এরা তীব্র রদের মধ্যে কঠোর পরিশ্রম করে সত্যিই এদের পরিশ্রমকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

পৃথিবীতে আমাদের মতো খুব কম জাতি আছে যারা কাজকে ছোট মনে করে। সব পেশাজীবী মানুষ কে সম্মান করে না। আমাদের উচিত সব শ্রেণি পেশার মানুষ কে সম্মান করা। কারণ তারাও মানুষ। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন।।

 2 years ago 

হুম ভাই অবশ্যই সব পেশাজীবি মানুষ কে শ্রদ্ধা করা উচিত ৷ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার সাথে আমিও একমত ভাই আসলে শ্রমজীবী মানুষদের কে আমাদের অবশ্য শ্রদ্ধা করা উচিত ,তাদের প্রতি ভালোবাসা রাখা উচিত। অনেকেই আছে যারা নিম্ন কাজ করে তাদেরকে ঘৃণা করে সেটা আসলে উচিত না। সকল কাজকে সম্মান করা উচিত। আমি আসলে কোন কাজ কে কোনদিনও ছোট করে দেখি নি। ভালো লাগলো আপনার শ্রমজীবীদের নিয়ে লেখাটা

 2 years ago 

হুম ভাই ঠিক বলেছেন কোনো কাজকে ছোট করে দেখা ঠিক নয় ৷অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করেছেন

 2 years ago 

সত্যি বলতে কোন পেশাই ছোট করে দেখা উচিত নয়। প্রত্যেকটি পেশাই সম্মানী এবং প্রত্যেকটি পেশাই পেশাজীবী মানুষ এর জন্য মহাসম্পদ। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি বাস্তবিক এবং শিক্ষনীয় পোষ্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি অসাধারণ একটি পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন। আর সেখানে ভেসে উঠেছে দিনমজুর গরিব মানুষের আত্মকাহিনী। আপনি ঠিকই বলেছেন ধনী গরিব দিন মজুর আমরা সবাই একই সাথে বসবাস করি। তবুও দিনশেষে পার্থক্য থেকে যায়। আর যাদের অরৎতালিকা প্রচুর ধন-সম্পদ আছে তারা গরিব দিন মজুর দের একটু আড়চোখে দেখে। এটা অহংকার, অহংকার করা মোটেই ভালো নয়। কারণ অহংকার শুধু তার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনিও ঠিক বলেছেন অহংকার করো তার জন্য যিনি সৃষ্টি করেছেন ৷
ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

যেকোনো ধরনের কাজকে ছোট করে দেখা উচিত নয়। সকল শ্রমজীবী মানুষকে আমিও শ্রদ্ধা ও সম্মান করি। কোনো কাজই ছোট নয় আপনি একটা ভালো বিষয় নিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আসলেই ভাই, আমাদের কোনো কর্মকে ছোট করে দেখা উচিত নয়। কারণ এসব লোকের জন্যই পৃথিবীর সব কাজ সঠিক ভাবে সংগঠিত হচ্ছে। শ্রদ্ধা জানাই সকল শ্রমজীবি মানুষদের। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60061.12
ETH 3196.84
USDT 1.00
SBD 2.45