জয় জগন্নাথ দেবের রথযাত্রা পর্ব-০২

in আমার বাংলা ব্লগlast year

আজ - ০৯-ই আষাঢ় |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230620132855.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

সুপ্রিয় , বন্ধুগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়তই আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই আছেন। যাহোক আমিও আপনাদের দোয়া আশীর্বাদে অনেক ভালোই আছি ।তবে হঠাৎ করে বিগত দুদিন থেকেই আবহাওয়া জনিত পরিবর্তনের কারণেই হয়তো জ্বর সর্দি এবং প্রচন্ড মাথা ব্যথা । তারপরও আপনাদের সাথে প্রতিনিয়ত একটিভ থাকার চেষ্টা করে চলেছি। যদিও দুই সপ্তাহ ধরে সুপার অ্যাকটিভ লিস্টে জায়গা পাইনি।

যাহোক আজকে আপনাদের মাঝে জগন্নাথ দেবের রথযাত্রা দ্বিতীয় পর্বে কাটানো মুহূর্ত এবং কি আমার অভিজ্ঞতা গুলো আপনাদের মাঝে শেয়ার করছি।

যদিও প্রথম পর্বে বলেছিলাম রথযাত্রা কেন হয় এবং রথ যাত্রার মাহাত্ম্য সবকিছু বিষয়ে আমার ছোট্ট জ্ঞানে যতটুকু ধ্যান-ধারণা ঠিক ততটাই শেয়ার করেছিলাম ।আজকে উপস্থাপন করবো সেদিন এর রথযাত্রা উৎসবের কাটানো মুহূর্তগুলো।

প্রথমত বলতে হয় এই রথযাত্রা উৎসবটি উদযাপন করেছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ একটি পুজো অর্থাৎ পঞ্চগড় জেলার মধ্যে এটি পঞ্চগড় জেলার অন্তর্গত ।তাই বেশ জাকজমকপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে ‌
সেদিন সকালবেলায় স্নান সেরে মন্দিরের দেশে রওনা দিয়েছিলাম। তবে এ পঞ্চগড় আমার বাড়ি থেকে ছিল প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে যদিও যাওয়ার ইচ্ছে খুব একটা ছিল না। কিন্তু এমন বড় একটি রথযাত্রা উৎসবে না গেলে কেমন যেন অন্যরকম লাগে। তাইতো কোন কিছু না ভেবে বেরিয়ে পড়েছি সকালবেলায় বাসে করে রওনা দিয়েছি ।প্রায় এগারোটার দিকেই মন্দিরে উপস্থিত হয়েছিলাম ।

যাওয়া মাত্র দেখছিলাম যে পুজোর আনুষ্ঠানিকতা চলছিল মাত্র । আমি সর্বপ্রথম গিয়েই মন্দিরে দর্শন করলাম সেই সাথে চারদিকে দেয়ালে মোড়ানো বিভিন্ন রকম দেব-দেবীর আলোকচিত্র গুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে দিছে মন্দিরের ভিতরে ।

IMG20230620120829_01.jpg

Uploading image #7...

IMG20230620123104_01.jpg

IMG20230620120820_01.jpg

IMG20230620120759.jpg

মন্দিরের ভিতরে প্রবেশ করার পর ঠাকুরকে দর্শন করে আবারও মন্দিরের মাঠ প্রাঙ্গনে এসে হাজির হলাম । দেখি বিভিন্ন বৈষ্ণব সাধু ব্যক্তিবর্গ পুজোর আয়োজন করছে এবং কিছুক্ষণ পরেই বিভিন্ন বৈষ্ণবগণ যজ্ঞ করতে বসছে । সেই সময়ে সকল ভক্তবৃন্দ সে যজ্ঞের আহুতি দেওয়ার জন্য বসে প্রার্থনায় মগ্ন ।আমিও ঠিক একইভাবে সে প্রার্থনের মগ্ন হলাম।

এবং কি পুজো শেষে বিভিন্ন সাধু ব্যক্তিবর্গের কিছু ধর্মকথা এবং কি কিভাবে এই ধর্মকে এগিয়ে নেওয়া যায় এসব বিষয়ে বেশ কিছুক্ষণ আলোচনা সভা হয়েছে ।
আসলে এটা সত্য যে ধর্মকে রক্ষা করা প্রতিটি ব্যক্তির কর্তব্য দায়িত্ব এবং কি উচিত । কারণ জীবনে সবার থেকে ধর্ম এবং এই ধর্মকে রক্ষা করা প্রতিটি ধার্মিক ব্যক্তির এই কর্তব্য তাই ধর্মকে সৎ এবং কি সুস্থ ভাবে পালন করাই একজন ব্যক্তি জীবনের সফলতা বলে আমি মনে করি

যা হোক যজ্ঞে আহুতি দেওয়ার সময় করা ছোট্ট একটি ভিডিও যেটা আপনাদের মাঝে উপস্থাপন করছি ‌।আশা করছি সবার অনেক ভালো লাগবে।

তো বন্ধুরা দ্বিতীয় পর্বে এই ছিল আমার উপস্থাপনা আসলে সম্পূর্ণটাই একসাথে উপস্থাপন করলে বেশ বড় আকার একটি ব্লগ হবে । যদিও বড় পোস্টগুলো পড়তে খুব একটা আগ্রহ বোদ বা ভালো লাগেনা। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি আশা করছি তৃতীয় পর্বে আরো কিছু জানতে পারবেন।

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 last year 

রথযাত্রা খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই।রথযাত্রা মুহূর্ত গুলো খুবই সুন্দর হয়ে থাকে। সবাই সাথে খুব দুর্দান্ত মুহূর্ত অতিবাহিত করা যায়। রথযাত্রা গাড়িটি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপনি ভিডিওগ্রাফি মাধ্যমে চমৎকার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জি ভাই আসলে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলাম ৷ অনেক পরিচিত ব্যাক্তির সাথে কথা সেই সুন্দর সময় যাকে বলে ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62410.74
ETH 2445.09
USDT 1.00
SBD 2.67