নাটক রিভিউ: একটা নির্জন দুপুর চাই|| ( 10% shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220914_201100.jpg

ছবি স্ক্রিনশর্ট:


হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে

আজ বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ ইং



নমস্কার,

সুপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ ভাই-বোন বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালই আছেন৷ আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷ প্রতিদিন আপনাদের মাঝে হাজির হই নতুন কিছু ইউনিট ব্লগ নিয়ে৷ তো আজকেও প্রতিবারের ন্যায় আমি আপনাদের মাঝে একটি নতুন কিছু উপস্থাপন করবো৷ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক শেয়ার করতে যাচ্ছি ৷ আর সত্যি বলতে বেশ কয়দিন ধরে বৃষ্টিতে সারাদিন কোন কিছু ভালো লাগছে না ৷তাইতো এই ভালো না লাগার কারণে আজ দুপুর বেলা টিপ টিপ পানি পড়ছে ঠিক সেই মুহূর্তে একটি নাটক youtube থেকে দেখি ৷যদিও খুব কম সময়ে নাটক বা সিনেমা দেখা হয় বলতে গেলে আগের মত আর দেখা হয় না ৷সময়ের ব্যস্ততার কারণে আর আজ সময় করে একটি নাটক বেশ মনোযোগ দিয়ে দেখলাম৷আর অনেক ভালো লেগেছে আর তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি ৷

আর সত্যি বলতে গেলে বাংলাদেশের নাটকগুলো বেশ জনপ্রিয়৷ বলতে গেলে এখন আর বাংলাদেশের সিনেমা তেমন মানুষ পছন্দ করে না ৷কিন্তু নাটকটা এখনো জনপ্রিয় হয়ে আছে কারণ নাটকে কিছু বাস্তব চরিত্র কিছু বাস্তব ঘটনা সব মিলিয়ে বেশ ভালোই লাগে বাংলাদেশের নাটকগুলো ৷যেখানে অপূর্ব ,তাহসান, মোশারফ করিম ,চঞ্চল চৌধুরী ,আরো অনেক অভিনেতা সবারই নাটক বেশ জনপ্রিয় ৷তবে আজকে অপূর্ব একটি নাটক শেয়ার করছি ৷ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷

IMG_20220914_200823.jpg

নাটকের লিংক

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নাম:একটা নির্জন দুপুর চাই
অভিনয়েঅপূর্ব ও তাসনিয়া
পরিচালনায়প্রাণ রায়, সৈয়দ শাকিল
দেশবাংলাদেশ
ডুরেশন৪৮:১২

নাটকের মেইন কাহিনী!!

আচ্ছা প্রথমে নাটকের শুরুতেই যেটা আসলে অপূর্ব একজন গ্রামের ছেলে শহর এসেছে চাকরি পাওয়ার জন্য৷ আর অপূর্ব যে বাসাটায় থাকে সে বাসার ছাদে চিলি গোটা একটি ঘর ভাড়া নিয়েছে৷ এবং কি সেই বাড়িওয়ালা মেয়ের সাথেই তার সম্পর্ক যদিও চেনেনা কিন্তু রং নাম্বার থেকে তাদের মধ্যে আলাপ আলোচনা এতোটুকুই৷
অপূর্ব একজন বেকার ছেলে পড়ালেখা শেষ করছে৷ কিন্তু চাকরি এখনো পায়নি আর চাকরি পাওয়ার জন্যই সে গ্রাম থেকে সবাই ছুটে এসেছে ৷ আর বাড়িওয়ালা মেয়ের সাথে রং নাম্বারে পরিচয়৷ তাদের দুজনের মধ্যে প্রতিদিন রোজ কথা বলে অথচ দুজন দুজনকে কখনো দেখেনি বা চিনে না এভাবেই তাদের মধ্যে প্রতিদিন কথা হয়৷ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অপূর্ব যতই কষ্টে থাকুক দুঃখে থাকুক তবুও হাসিমুখে অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলি যেটা মেয়েটার মনে অনেকটা ভালো লাগা সৃষ্টি করে দিয়েছিল৷

IMG_20220914_200743.jpg

IMG_20220914_200801.jpg

এভাবে রোজ তারা দুজনে কথা বলে কিন্তু হ্যাঁ কথা বলার মাঝে মেয়েটি শুধু কোথায় বলে যে আমাকে আগে ফোন দেওয়া যাবে না৷ অর্থাৎ মেয়েটি প্রতিদিন তাকে ফোন দেয়৷ একদিন এক ঘটনা মেয়েটা রোজ তাদের বাসার ছাদে কাপড় শুকাতে যায় ৷আর ছেলেটিও তার শুকাতে দেয়া রশিতে তার কাপড় গুলো শুকাতে দিয়েছে৷ সেখানে মেয়েটি অনেকটা রাগ দেখে কিছু কথা বলে৷ যে আমার দেয়া রশিতে কেন কাপড় শুকাতে দিয়েছেন৷ আপনি একটা নিজে রশি টানিয়ে কাপড় শুকাতে পারেন না৷তখন ছেলেটি হাসি মুখে বলে তার কিছু দুঃখের কথা যে আমি শত দুঃখ কষ্ট থাকার মাঝেও হাসিমুখে থাকি ৷কিন্তু আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলবেন না তাতে অনেকটা কষ্ট লাগে ৷ তাই প্লিজ এরপর থেকে দেখালে একটু হাসিমুখে কথা বলবেন ৷ এই বলে ছেলেটি তার ঘরে চলে যায় ৷আর মেয়েটি ছেলেটির দরজার কনে থাকা বাস্কেট অনেকগুলো কাগজপত্রের মধ্যে একটি কাগজ হাতে তুলে নিয়ে কিছু লেখা পড়ছিল ৷ আর সেই লেখাগুলো পড়ার পর থেকেই মেয়েটি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ছিল৷

IMG_20220914_200934.jpg

IMG_20220914_200950.jpg

আর এভাবে চলতে চলতে একদিন ছেলেটির গ্রাম থেকে তার বাবা ফোন দিয়ে বলতেছে ৷যে চাকরির কি খবর এভাবে আর কতদিন আর নানান কিছু কথা৷ ছেলেটার মাথায় অনেক চাপ পড়ে যাচ্ছে৷ সব মিলিয়ে অনেক কষ্টের মাঝে থেকেও রোজ হাসিমুখে মেয়েদের সাথে ফোনে কথা হয়৷ আরেকদিন ফোনে কথা বলতে বলতে বাড়িওয়ালার তার ঘরে এসে দরজায় বেল বাজাচ্ছে আর দরজা খুলেই দেখে বাড়িওয়ালা প্রায় দুই মাসে ভাড়া বাকি৷ কিন্তু ছেলেটি আর ফোন না কেটে ফোন হাতে রেখেই বাড়িওয়ালার সাথে কথা কথা বলে সেখানে বাড়িওয়ালা অনেক কিছু কটু কথা বলে ৷বলে বাড়ি ভাড়া দিতে না পারলে ঘরে তালা দিবে ৷কিন্তু মেয়েটি সব কথা শুনে আর তখন মেয়েটি বুঝলো এটা তাদের বাসার ছাদের ছেলেটা ৷ তখন মেয়েটি তার টাকা দিয়েই তার বাবাকে ছেলেটির বন্ধুর কথা বলে দিয়েছিল কিন্তু ছেলেটি তা জানে না৷

IMG_20220914_200900.jpg

IMG_20220914_201011.jpg

IMG_20220914_201233.jpg
আর এভাবে চলতে চলতেই ছেলেটি কি করবে কি না করবে সব মিলে তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ছে ৷ আজি একটা সময় ছেলেটি ঘুম থেকে উঠিয়ে দেখে তাকে ফোন করে বলে তার চাকরি হয়েছে ৷এরপর আনন্দে তার বাড়িতে ফোন করে আর সেদিন মেয়েটার ফোন দেওয়ার আগে ছেলেটি ফোন দিয়ে বলে তার চাকরি হয়েছে ৷আর দুজনে কথা বলতে বলতে তারা সিদ্ধান্ত নিলো একদিন দেখা করবে ৷ কোন জায়গা দেখা করবে দুজন দুজনকে জানিয়ে দিল৷ সেদিন ছেলেটি পাঞ্জাবি গায়ে পড়ে, বেশ চমৎকার করে সেজে গুজে বসে আছে মেয়েটির সাথে দেখা করবে বলে৷ আর মেয়েটি ও বেনারসি শাড়ি পরে হাতে ফুল নিয়ে সামনে হাজির৷ আর এদিকে অপূর্ব দেখে তো অবাক যে তার পাশের বাড়িওলার মেয়ে৷ তারপর দুজনে হাত ধরে সারা শহর ঘুরবে বলে চলে গেল৷ আর এখানেই নাটকের সংক্ষিপ্ত ঘটনা৷

IMG_20220914_201116.jpg

IMG_20220914_201137.jpg

IMG_20220914_201155.jpg

নাটকের সম্পর্কে আমার মতামত

যাইহোক নাটকটি আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলাম৷ আমার কাছে অনেক ভালো লেগেছে যদিও সম্পূর্ণভাবে বললে আরো হয়তো অনেক বড় হবে ৷ আর যদি আপনাদের কাছে আমার উপস্থাপন ভালো লেগে থাকে৷ তাহলে ইউটিউব থেকে সংগ্রহ করে দেখে নিয়েন তাহলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন না৷
নাটকটি দেখে সবচেয়ে ভীষণ ভালো লেগেছে৷ যেখানে একটি ছেলে হাজার কষ্ট থাকার পরেও হাসিমুখে সব সময় থাকে৷ আর সবচেয়ে আরও একটি জিনিস ভালো লেগেছে সেটা হল ভালোবাসা ৷যেখানে দুজনের মধ্যে ছিল নিরস্বার্থ এখানে কোন স্বার্থ ছিলনা তাদের দুজনের মধ্যে৷ মেয়েটি সবকিছু জেনেও তবুও ছেলেটিকে ভালোবেসে ছিল৷ আর এটাই হয়তো সত্য ভালবাসা যেখানে দুজন দুজনকে কখনোই ছেড়ে যেতে পারে না হাজার কষ্ট দুঃখ মাঝে থেকেও প্রিয় মানুষটিকে পাশে থেকে শুধু সাপোর্ট দিয়ে গেছে৷ আর ছেলেটি না জেনেও না দেখেও ভালোবেসে ছিল ৷৷
আমরা নাটক দেখে অনেক শিক্ষা পাই দেখতে পাই আর এগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে ৷

সমাপ্ত
E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

সবাইকে ধন্যবাদ


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

বেশ রোমান্টিক একটি বিষয় ফারিনের নাটক গুলো আমারে মনে ভালো লাগে, রং নাম্বারে পরিচয় আবার দুজন ঠিকই একই ছাদের নিচে থাকে কেউ কাউকে চিনে না খুবই ভালো লাগলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন নাটকের মূলভাব।

 2 years ago 

হুম ভাই নাটকটি অনেক চমৎকার ছিল ৷আপনি সময় পেলে দেখিয়েন ৷আরও ভালো লাগবে ৷
ধন্যবাদ

ওরে ভাই বিশ্বাস করেন আমি তাসনিয়া ফারিনের অনেক বড় একজন ফ্যান 🤪, ,,, বলা যায় প্রতিদিন দুপুরবেলা খেতে বসে তাসনিয়া ফারিনের একটা করে নাটক দেখি 🥰। এই নাটক টাও কয় দিন আগে দেখেছি। সত্যি বলতে অতটা ভালো লাগছিল না। শুধু তাসনিয়া ফারিনের জন্য দেখেছি 😉। অপূর্ব এর মিথ্যা কথা বলার ধরণ দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল 😀। তবে ফিনিশিং টা বেশ ভালই ছিল।

 2 years ago 

মিথ্যা বলে নি জাষ্ট নিজকে ভালো রাখার জন্য ৷আমার মতে ভালো ছিল ৷কারন নিজের দুঃখ কষ্ট গুলোকে কাউকে বলতে নেই ৷
ধন্যবাদ এতো সুন্দর মতামতের জন্য

 2 years ago 

সত্যিই বলতে রোমান্টিক জনারার নাটক আমার সবচেয়ে বেশি বোরিং লাগে।কেমন যেনো নেকা নেকা মনে হয় যদিও আমার পার্সোনাল মতামত।তবে নাটক এর রিভিউ দিতে গিয়ে আপনি পুরা নাটক স্পইল করে দিছেন 😁।তবে ভালো ছিল উপস্থাপনা।

 2 years ago 

আসলে ভাই যার কাছে যেমন ৷

গ্রামে একটা কথা বলে না একটি মানুষ সবার ভাল হয় না ৷ঠিক তেমনি ৷
ধন্যবাদ মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41