প্রতিযোগিতা-৩৪| বেল এর ইউনিক শরবত|-"আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ বুধবার - ২৯শে চৈত্র - ১৪২৯ বঙ্গাব্দ, ১২এপ্রিল - ২০২৩ খ্রিস্টাব্দ "


নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_23-04-12_14-08-53-206.jpg

Picsart_23-04-12_14-10-58-369.jpg

সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

আমরা সবাই জানি যে ইতিমধ্যেই আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একটি কনটেস্ট শরবত রেসিপি প্রতিযোগিতার আয়োজন করেছে। যদিও ইতিমধ্যেই অনেক ইউজার বন্ধুগণ তাদের ক্রিয়েটিভিটি নতুন ইউনিক রেসিপি শেয়ার করে ফেলেছে ।সেদিক থেকে আমি অনেকটাই পিছনে পড়ে গেছি।কারণ বিগত কয়েকদিন ধরেই এই শরবত রেসিপিতে অংশগ্রহণ করবো করবো করে । আজকে প্রায় শেষ দিন আর তাইতো আজকেই শেষ দিনেই আজকে শেয়ার করবো বেল এর শরবত রেসিপি।

যদি অনেক আগেই করে ফেলতাম কিন্তু বিগত কয়েকদিন ধরেই অনেকটাই অসুস্থবোধ করছি ।তাই সময় সাপেক্ষ করে রেসিপিটি করা হয় নি ।তবে আজকে এই শেষ দিনেই অনেকটা নিজের মনে জোর আর সাহস নিয়েই রেসেপি টি তৈরি করলাম।
সকাল বেলায় বাড়ির গাছ থেকে বেল পারছিলাম । কিন্তু দুর্ভাগ্য যে সেই বেল টি পচে গিয়েছিল। তাই আবার কষ্ট করে গাছ থেকে পাড়ানো অনেক কষ্ট হয়েছে। তাও আবার এই অসুস্থ শরীর নিয়েই গাছে ওঠা।

প্রথমত বলব যে বেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী । বিশেষ করি এই গরমের দিনে বেল শরবত শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে ।বিশেষ করে খাওয়ার রুচি বাড়ায় ,শরীরকে ঠান্ডা রাখে৷।এখন তো গ্রামের প্রায় প্রতি বাড়িতেই বেল শরবত বানিয়ে থাকে।

তো যা হোক আজকে আমিও আপনাদের মাঝে বেল রেসিপির কন্টেস্টে কিভাবে বেল শরবত বানিয়েছি সেটাই উপস্থাপন করবো।

রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

Picsart_23-04-12_16-33-06-101.jpg

বেল১ টি
লেবু২টি
চিনিপরিমান মতো
নুনপরিমান মতো
জল২ গ্লাস


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQqSbVwtQMsyRS9BZ9JVA7aXo1q2fB92DbR9FMwx3VxTLNBVPDvjTRmh7vcMV6J1NQumzxfVnVshVQwFL6GCyd5B1PaeLjQ4duhRqyqjtar.png

ধাপ-০১

Picsart_23-04-12_14-18-59-853.jpg

প্রথমে বেল টা কে কেটে দুই ভাগ করলাম ।এরপর লেবু দুটি কে ছোট কচি করে কেটে নিলাম যাতে সহজে রস বের হয় ।

ধাপ-০২

Picsart_23-04-12_14-14-00-469.jpg

এরপর বেলের দুই অংশ ভাগ করে নেয়ার পর। ছোট্ট একটি চামচ ব্যবহার করে বেল এর ভিতরের শ্বাস টাকে বাটি তে রাখলাম।

ধাপ-০৩

Picsart_23-04-12_14-11-53-210.jpg

Picsart_23-04-12_14-12-56-545.jpg

যেহেতু ব্লেন্ডার মেশিন নেই তাই হাত দিয়েই বেল শ্বাস গুলোকে হালকা একটু জল দিয়ে মাখন করে নিলে ।এক সময় সম্পূর্ণটাই মাখন হয়ে একবারে পাতলা হয়ে গেল।

ধাপ-০৪

IMG20230412111155_01.jpg

এবার ছাকনি দিয়ে ছোট্ট একটা জগে ঢেলে দিলাম ।

ধাপ-০৫

IMG20230412111341_01.jpg

|IMG20230412111440_01.jpg|IMG20230412111514_01.jpg

এরপর জগের মধ্যে পরিমাণ মতো দুই গ্লাস জল চিনি পরিমাণ মতো ও লেবুর রস চিবিয়ে দিলাম ।এমনকি এক চিমটি নুন বা লবণ দিয়ে দিলাম। আর এরপর গ্লাস দিয়ে দুই তিনবার নাড়া দিলাম ।



আর এরপর গ্লাসে ঢেলে দিয়ে ছোট্ট কিছু আইটেম করে সাজিয়ে নিলাম ।

Picsart_23-04-12_14-10-58-369.jpg

Picsart_23-04-12_14-09-41-612.jpg

Picsart_23-04-12_14-08-53-206.jpg

Picsart_23-04-12_14-08-53-206.jpg

সর্বোপরি আমার মতামত এই শরবত রেসিপি কনটেস্টের সবার রেসিপি পোস্টগুলো ছিল ইউনিক আর দুর্দান্ত ছিল। আর আমার এই আজকের বেল শরবত রেসেপি একটি উপকারী শরবত রেসিপি।আর বিশেষ করে এই রোজার সময় প্রতিটি মানুষ রোজা থেকে যদি প্রতিদিন একগ্লাস করে এই বেল শরবত খায়। তাহলে তার শরীরের কিছু ঘাটতি হলেও পূরণ করতে পারবে।

সব মিলিয়ে এই ছিল আমার আজকের বেল শরবতের ইউনিক রেসিপি। যা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে।

বিষয় : শরবত রেসেপি
ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered



Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

❤💙সবাইকে ধন্যবাদ❤💙

Sort:  
 3 years ago 

আপনার রেসিপি পোস্ট গুলো দেখে অনেক ভালো লাগে কারণ আপনি রেসিপি তেমন করেন না। তবে ইদানিং সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতেছেন দেখে অনেক ভালো লাগে। লেবু দিয়ে বেলের শরবত দারুন ভাবে তৈরি করেছেন ভাইয়া। বেলের শরবত তো আমার প্রতিদিনই করা হয় সাথে লেবু মিক্স করি এবং ম্যাংগো ইনস্ট্যান্ট পাউডার মিক্সকরি বেশ ভালো লাগে খেতে। আপনি তো অনেক মজার একটি শরবত তৈরি করেছেন দেখে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ইচ্ছে করলে অনেক রেসেপি করতে পারি ৷ কিন্তু সময় আর ব্যস্ততার কারনে পারি না ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 3 years ago 

আপনি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। বেলের শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর আপনি এই উপকারী ফল দিয়ে মজাদার শরবত তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য আপু ৷ শরবত টি খেতে সুস্বাদু হয়েছিল ৷

 3 years ago 

ভাইয়া সত্যি ইউনিক একটি শরবত রেসিপি শেয়ার করলেন। বেলের শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাছাড়া বর্তমানে যে গরম পড়েছে ঠাণ্ডা ঠাণ্ডা বেলের শরবত খেলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ ভাই বেলের শরবত শরীরের জন্য অনেকটা উপকারি ৷ আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখে ৷

 3 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিক শরবত রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বেলের শরবত আমাদের শরীরের জন্য বেশ উপকারী। ইফতারের সময় আমি প্রায়ই বেলের শরবত খেয়ে থাকি। আপনার বেলের শরবত রেসিপি দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

শুনে ভালো লাগলো যে ইফতার সময়ে আপনি বেলের শরবত খান ৷

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109835.99
ETH 3865.83
USDT 1.00
SBD 0.58