টার্গেট ডিসেম্বর সিজন-থ্রি || ১০০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

rocket-launch-67643_1280.jpg
Images

আজ ০৯ ফেব্রুয়ারি ২০২২ইং
নমস্কার-আদাব🙏



হ্যালো,,

আমার প্রিয় বাংলা ব্লগের সকল ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমিও পরমেশ্বর ভগবানের কৃপায় অনেক ভালোই আছি। সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন৷ এবং কি আমার বাংলা ব্লগের সাথেই থাকুন৷ এমনটাই প্রত্যাশা করি প্রতিনিয়ত ৷

যা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷

আমার অনেক ইচ্ছে এবং কি এই সিজন থ্রিতে ডলফিনে পা রাখার জন্য আমি প্রতিনিয়তই পাওয়ার আপ করবো ৷ আর পাওয়ার আপ করতে অনেক ভালোবাসি ৷তাই প্রতি সপ্তাহে আমার যতটুকু সম্ভব পাওয়ার আপ করে যাবো৷ কারণ নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্য আর সময়ের প্রয়োজন ৷ আর এই ধৈর্য সময় রেখেই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে চাই আমার লক্ষ্যে ৷

আর পাওয়ার আপ নিয়ে নতুন করে কিছু বলার নেই ৷ যেহেতু আমার বাংলা ব্লগের প্রতিটি ইউজার খুব ভালোভাবে যে জানে যে পাওয়ার আপ কতটা গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে এখানে দীর্ঘমেয়াদী কাজের জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই৷ তাই আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে যতটুকুই পারি না কেন পাওয়ার আপ করে যাবো ৷

আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই আমি সিজন থ্রিতে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷ যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার অফ সিজন থ্রিতে ডলভিনে পা -রাখা ৷

চলুন আজকে আমার ১০০ স্টিম লিকুইড পাওয়ার আপ এর ধাপগুলো দেখে আসি



প্রথমে আমি আমার স্টিম ওয়ালেটে গেলাম ৷ এরপর স্টিম ওয়ালেট লগইন করলাম ৷

IMG_20230209_193046.jpg

পাওয়ার আপ এর আগের ওয়ালেট ৷ আমার বর্তমান এসপি ৷ আমার ওয়ালেটে ১৮০.২২৯ স্টিম ও এসপি ৯৬৬.৯৯৮৷


IMG_20230209_193135.jpg

এরপর স্টিম লিকুইডে ক্লিক ৷ এরপর চারটি অপশন আসবে৷ এর মধ্যে পাওয়ার আপ অবশনে ক্লিক৷৷



IMG_20230209_193213.jpg

পাওয়ার আপে ক্লিক করার পর আবার একটি নতুন অবশন আসবে৷ এখানে যত স্টিম পাওয়ার আপ করবেন তত বসাতে হবে ৷ আমি ১০০ স্টিম দিয়েছি ৷



IMG_20230209_193243.jpg

এরপর ওকে বাটনে ক্লিক ৷ পাওয়ার আপ হয়ে গেছে৷



IMG_20230209_193333.jpg

পাওয়ার আপ এর পর আমার ওয়ালেটের ছবি ৷ পাওয়ার আপ করার পর আমার অবশিষ্ট স্টিম ৮০.২২৯ ৷ এসপি ১০৬৬.৯৯৮৷




আজকে আমি খুবই আনন্দিত যে আমি ১০০০ এসপিতে পৌঁছে গেছি এবং কি সামনে আমার লক্ষ্য যতদূর এগিয়ে যাওয়া সম্ভব তবে এই সৃজনশীতে ৪০০০ হাজার এসপি পূর্ন করার অনেক ইচ্ছে ৷ আশা প্রত্যাশা রাখি তা করতে পারবো ৷



পাওয়ার আপ করার পূর্বে এবং বর্তমান এসপি


পূর্বের এসপি৯৬৬.৯৯৮
পাওয়ার আপ১০০ স্টিম
বর্তমান এসপি১০৬৬.৯৯৮

তো বন্ধুরা এই ছিল ১০০ স্টিম পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 3 years ago 

বাহ!দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আপনি ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন এই সপ্তাহে।অনেক বড় এমাউন্টের একটি পাওয়ার আপ করেছেন।আমরা সকলেই জানি পাওয়ার আপ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ পাওয়ার যত তত বেশি আমাদের উপকার।আশা করি আপনি এভাবে পাওয়ার আপ করতে থাকলে ডলফিন হতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি আপু আমার স্বপ্ন ডলফিনে পা রাখা

 3 years ago 

হ্যাঁ খুব শীঘ্রই আপনি পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে ।এই সপ্তাহে অনেক বড় একটি অ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধি করেছেন। এ ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। সবারই এই একই স্বপ্ন থাকে আপনার লক্ষ্য পূরণ হোক সেই প্রত্যাশাই করি।

 3 years ago 

হুম ভাই ধারাবাহিক রাখতে প্রতিনিয়ত চেষ্টা করছি ৷

 3 years ago 

১০০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকারভাবে আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন ভাইয়া। এ সময়ে এত বেশি স্টিম পাওয়ার আপ করে সত্যিই প্রশংসার দাবি রাখে। এরই মধ্য দিয়ে আপনি ১০৬৬ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।

 3 years ago 

প্রংশসা কি না জানি না ৷ তবে আমার সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করছি ৷

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি করার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যার যত বেশি পাওয়ার তার ততো বেশি সক্ষমতা। পাওয়ার বৃদ্ধি করা আমাদের সকলের প্রয়োজন। আপনার পাওয়ার বৃদ্ধি করার পোস্ট দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর করে মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

অনেক ভাল লাগল আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে।আপনি ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন। এত বড় এমাউন্ট পাওয়ার আপ করে আপনি আপনার একাউন্টের পাওয়ার বৃদ্ধি করে নিলেন।এভাবেই ধারাবাহিকতা বজায় রেখে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এমনটাই আশাকরি। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

তা তো অবশ্যই প্রতিদিন ধারাবাহিতা বজায় রাখার চেষ্টা করেই যাবো৷

 3 years ago 

ভাইয়া আপনি ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। বড় এমাউন্ট পাওয়ার আপ দেখলে বেশ অনুপ্রাণিত হয়।এই প্লাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করতে চাইলে পাওয়ার আপ এর বিকল্প নেই।যতো বেশি পাওয়ার আপ ততো বেশি শক্তি অর্জন করা। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলেই ভাই দীর্ঘদিন কাজ করার জন্য পাওয়ার আপ এর বিকল্প নেই ৷ আর তাই প্রতিনিয়ত পাওয়ার আপ করছি ৷

 3 years ago 
এবার আপনি অনেক বড় একটি এমাউন্ট অথ্যাৎ ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন।আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য পাওয়ার আপ এর বিকল্প নেই।আর যতবেশি পাওয়ার আপ করা যাবে ততবেশি নিজের স্টিমিট একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি পাবে।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
 3 years ago 

একাউন্টঃ @gopiray
পাওয়ার বৃদ্ধিঃ =10.352%

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114455.13
ETH 4159.05
USDT 1.00
SBD 0.62