এলোমেলো ফটোগ্রাফি !! (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago


আজ - ১১ই, পৌষ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

Picsart_22-12-26_21-26-22-017.jpg

প্রিয়, আমার বাংলা ব্লগের সকল ভাই বোন বন্ধুগণ কেমন আছেন সবাই ? আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং কি সুস্থ আছেন ৷ সময় দিনক্ষণ প্রতিমুহূর্তে যেন চলে যাচ্ছে৷ আর হয়তো এই সময় গুলোকে কখনোই ফিরে পাবে না৷ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা নতুন বছর নতুন করে সাজানো প্রত্যাশা প্রতিনিয়তই করি৷ তবে জানি না ভবিষ্যৎ আসলে কোন দিকে নিয়ে যাবে৷ তবে আশা প্রত্যাশা করি যেন নতুন বছরটি সবার অনেক ভালো এবং কি সুখের মধুর হয় এমনটাই আশা রাখি৷

যাহোক বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে৷ আর আজকে আপনাদের মাঝে আমার কিছু এলোমেলো করার ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি ৷ যদিও প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি ব্লগ উপস্থাপন করার চেষ্টা করি ৷ আর সেই ধারাবাহিকতায় আজকের এ সপ্তাহেও ৭ টি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছি ৷
চলুন আর কথা না বাড়িয়ে ৷ চলুন দেখে আসা যাক আজকের এলোমেলো সাতটি ফটোগ্রাফি ৷

ফটোগ্রাফি:

IMG20220409165607_01.jpg

আজকের প্রথম আকর্ষণ ৷ আসলে এই ফুলটি সবাই চেনে সবাই জানে এটা আসলে নতুন করে বলার কিছুই নেই৷ তবুও বলতেই হয় ভালোলাগা ভালোবাসা সবকিছুতেই যাওয়ার প্রাধান্য সবচেয়ে বেশি৷ সে আর কেউ না গোলাপ৷ আর তাইতো গোলাপকে আমি বলে থাকি ফুলের প্রধান রাজা বা রানী ৷ এমন কোন মুহূর্তে এমন কোন দিবস নেই যে, এই ফুল কে আমরা ব্যবহার করি না৷ কয়েকদিন আগে নার্সারি হতে ফটোগ্রাফি করি ৷

ফটোগ্রাফি:

IMG20220519163127_01.jpg

দ্বিতীয় আকর্ষণ৷ পেপে গাছের ফুল আমার বাড়ির গাছের লাগানো পেপে গাছে ফুল ধরেছে৷ আপনার কেউ হয়তো জানেন না যে পেপে বারো মাসি ফল৷ আর তাই তো প্রতি সিজনে এই পেপে পাওয়া যায় ৷
যা হোক গতকালকে লক্ষ্য করলাম যে আবারো নতুন করে ফুল ধরেছে৷ হয়তো আর কয়েকদিন পরেই ফল ধরবে৷

ফটোগ্রাফি:

IMG20220409165533_01.jpg

এই ফুলটিকে দেখুন কি চমৎকার আর অসাধারণ ৷ যদিও আমার ফুলটির নাম জানা নেই বা মনে আসতেছে না৷ তবে যাই বলুন আমার চোখে সেরা ফুল ৷ এটিও নার্সারিতে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করি৷ আসলে বর্তমানে শীতের সিজনে নানা ধরনের ফুল আসলে নাম মনে রাখা৷ সত্যিই কষ্টেই বলা যায় ৷ তবে যদি কেউ এই ফুলটিকে চিনে থাকেন ৷বা তার নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন৷

ফটোগ্রাফি:

IMG20221021181434.jpg

প্রায় বেশ কিছুদিন আগে পার্কে বেড়াতে গিয়ে রাতের আধারে ছবিটি ক্যাপচার করেছিলাম৷ আজকে হঠাৎ করে ই ছবিটি চোখে পড়লো৷ ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি ৷ আর তাইতো দেরি না করে ফটোগ্রাফির মাঝে এটা যোগ করে দিলাম ৷ সত্যি বলতে আমার অনেক প্রিয় মাঝেমধ্যেই পার্কটি তে ঘুরতে যাই বেশ ভালোই লাগে৷ সেদিন বাড়ি ফিরতে হঠাৎ করে রাত হয়েছিল ৷ তাই তো রাতের আধারে এই ফটোগ্রাফিটি করেছি৷

ফটোগ্রাফি:

Picsart_22-09-22_18-56-02-424.jpg

বিকেলের শেষ সূর্যাস্ত৷ গ্রামের সেই গোধূলি বিকেল সূর্যের আলোর রশ্মী টা অনেক তীর্যক ৷ আর লাল রঙ এর মতো আগুনের কুণ্ডলী৷ সাথে গ্রাম বাংলার সবুজ প্রকৃতিক মাঠ প্রান্তর চারদিকে যেন এক প্রানবন্ধর সৌন্দর্যের লীলাভূমি সৃষ্টি করেছে ৷বঠিক সেই মুহূর্তে ক্যাপচার করা৷

ফটোগ্রাফি:

IMG20220515174835_01.jpg

হঠাৎ করে বিকেল বেলা পুকুরপাড়ের বসে থাকার মুহূর্তে দেখতে পেলাম৷ এই জংলি ফুলটি আঁকাবাঁকা হয়ে আছে দূর থেকেই চোখে পড়তেই দেখলাম ৷ বেশি ভালই দেখাচ্ছে আর তাইতো সামনে গিয়ে মোবাইল ফোনটি দিয়েই ফটোগ্রাফি করার চেষ্টা৷ যদিও জংলি ফুলের নাম আমার জানা নেই ৷ তবে ফুলটি বেশ লম্বা আর হলুদ রঙের৷

ফটোগ্রাফি:

IMG20220519163209_01.jpg

শেষ ফটোগ্রাফি পাপিয়া বা পেঁপে যে যেটা বলে থাকে৷ ২ নং ছবিতে ছিল ফুল ৷ কিন্তু আসলে আমার বাড়ির বেশ কয়েকটি পেঁপে গাছের চারা লাগানো হয়েছিল ৷ কিছু গাছে ফুল ধরেছে আবার কিছু গাছে পেঁপে ধরেছে৷ ঠিক এই হল সেই গাছটি যে গাছটিতে পেঁপের ফল ধরেছে ৷ যদিও খুব বেশি ধরে নি৷ তবে কচি পেপে গুলো দেখে অনেক লোভ পাচ্ছে৷ আর কিছুদিন হলেই তরকারি করে খাওয়া যাবে ৷



তো এই ছিল আজকের এলোমেলো কিছু ফটোগ্রাফি ৷
আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!!

ফটোগ্রাফি বিবরন

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Sort:  
 2 years ago 

এলোমেলো খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলে। সত্যিই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ফুল আমার খুবই প্রিয়, তাই ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি হলেও প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। পেঁপে ফুল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। জঙ্গলি ফুলগুলো দেখতে অনেকটা পলাশ ফুলের মত মনে হচ্ছে। পার্কের ভিতর সন্ধ্যার দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। শেষ বিকেলের খুব সুন্দর কিছু দৃশ্য ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু এলোমেলো ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে ৷ আর চেষ্টা করেছি ভালো করে ফটোগ্রাফি করার ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

গ্রাম্য পরিবেশের সবুজ শ্যামল দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। প্রকৃতির রূপ যেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পাওয়া যায়। আপনার করা ফুলের ফটোগ্রাফি সবুজ প্রকৃতির দৃশ্য পটভূমি খুবই সুন্দর ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাই এভাবে করে পাশে থাকবেন এমনটাই প্রতার্শা ৷

 2 years ago 

ভাই আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে ।পেঁপে গাছের ফুলটি দেখে আমি প্রথমে চিনতে পারিনি। কাছ থেকে তুলেছেন অন্যরকম লাগছিল। পরবর্তীতে চিনতে পারলাম যে এটি পেঁপে গাছের ফুল। বেশ ভালো ছিল। এছাড়াও আপনি একটা ফুলের নাম জানতে চেয়েছেন সে ফুলটির নাম হচ্ছে রঙ্গনফুল। সেই ফুলটি দেখতে সত্যিই চমৎকার লাগছে। এছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফি টি ও চমৎকার ছিল। তাছাড়া আপনি রাতের বেলা পার্কের যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটিও খুব সুন্দর ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন রঙ্গন ফুল ছিল ৷ পরে মনে পরেছিল ৷ তবে পরে আর দেই নি ৷
ধন্যবাদ ফুলটির নাম বলে দেওয়ার জন্য ৷

 2 years ago 

সপ্তাহে একটি মাত্র ফটোগ্রাফি পোস্ট দেওয়ার চেষ্টা করেন বেশ ভালই করেন।আপনি তো ঠিক বলেছেন নতুন বছর শুরু হতে আর কয়েকদিন মাত্র আপনার জন্যও শুভকামনা রইল।পেঁপের ফুল এবং পেঁপের ফটোগ্রাফি এত সুন্দর হয় আমার আগে জানা ছিল না।আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ সুন্দর কিছু ফুল ও প্রকৃতির ফটোগ্রাফি দেখতে পেরেছি বেশ পছন্দ হয়েছে আমার।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু পেপেঁর ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ আর প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবো ৷
ধন্যবাদ

 2 years ago 

নতুন বছর আসতে আর মাত্র কয়টা দিন বাকি, আপনাকে তাই শুভেচ্ছা জানাই।আপনি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন এটা জেনেও ভাল লাগলো। আজকের যে ছবিটা আমার মন কেড়ে নিয়েছে সেটা হলো বিকেলের শেষ সূর্যাস্ত। দারুন লেগেছে ফটোগ্রাফিটি।আর ফুল তো সব সময়ের জন্য ই সুন্দর। পেঁপে ফুলটি দেখতেও অসাধারন লেগেছে।এলোমেলো এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

হুম আর মাত্র কয়েকদিন তবে মন্তব্য দেরিতে রিপ্লে দিচ্ছি ৷ তাই এখন কিছু সময়ের অপেক্ষা নতুন বছরের জন্য ৷
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

 2 years ago 

আপনি খুব সুন্দর করে এলোমেলো কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোই লাগলো। আপনি প্রতি সপ্তাহ ফটোগ্রাফি করেন শুনে খুব ভালো লাগলো। আমিও প্রতি সপ্তাহে একবার ফটোগ্রাফি করে থাকি। আজকে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল। আমি তো আপনার ফটোগ্রাফি দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি ফটোগ্রাফি পোষ্ট দেওয়ার ৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপু এভাবেই পাশে থাকবেন এমনটাই আশা করি ৷

 2 years ago 

ভাইয়া সব গুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। গোলাপ,পেঁপেঁ ফুল, আর প্রকৃতির ছবিটা বেশ ভাল লেগেছে। বিশেষ করে পুকুরপাড়ের জংলি ফুলটি বেশি ভাল লেগেছে। ছবি গুলো খুব পরিষ্কার এসেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য অনেক শুভকামনা রইল ৷

 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি হলেও প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ ক্যাপচার করেছিস ৷ ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ তোকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

হুম বন্ধু চেষ্টা করেছি ভালো ভাবে ক্যাপচার করার ৷ ফটোগ্রাফি গুলো তোর কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ ধন্যবাদ বন্ধু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39