হঠাৎ করেই ফোন কিনতে যাওয়া|| @shy-fox 10% beneficiarysteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৫ই,কার্তিক | ১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল ||


নমস্কার - আদাব । মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

Picsart_22-10-21_19-20-37-824.jpg
লোকেশন


নমস্কার,
হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

সুপ্রিয় বন্ধুগণ, লোডশেডিং এর যা অবস্থা তাতে আসলে খুবই খুবই খারপ অবস্থায় আছি৷ বিশেষ করে কাল থেকে আমার ফোনে কোন চার্জ ছিল না ৷ হঠাৎ করে যে এত বড় লোডশেডিং তা আসলেই ভাবতেই পারিনি৷ আর তাইতো আজকেও সারাদিন খুব ভালো একটিভ থাকতে পারিনি৷ সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ আসামাত্রই আমি মোবাইলটি চার্জে লাগিয়ে দিলাম৷ সারাদিন আজকে একটাই চিন্তা ছিল যে পোস্ট করা হয় নি ৷ যাহোক পরিশেষে বিদ্যুৎ আসলো৷

এদিকে হঠাৎ করে বিকেল বেলার শেষে আমার পাড়া প্রতিবেশী এক ছোট ভাই নাকি ফোন নেবে ৷ সেখানে আমাকে তার সাথে যেতে বলছে৷ যদিও আমি প্রথমে বললাম যে যাবো না পরে খুব জোর কর ছিলো৷ যা
হোক পরের বাধ্য হয়েই ফোনটা জাস্ট চার্জে একটু লাগিয়েই৷ ফোন কেনার জন্য রওনা দিলাম আমাদের প্রিয় বাজার দেবিগঞ্জে৷ আমাদের এলাকার সবচেয়ে বড় বাজার এটিই এখানেই যাবতীয় জিনিসপত্র কেনাবেচা করা হয় ৷ তো আমার একটা পরিচিত দোকান ছিল বলতে গেলে সেখান থেকেই আমার এলাকার প্রায় অনেক জনকেই আমি ফোন কিনে দিয়েছিলাম৷ আর তাইতো অন্য কোন দোকানে না গিয়ে আমার পরিচিত সে দোকানেই গেলাম ৷

Picsart_22-10-21_19-19-26-033.jpg
লোকেশন

তো দোকানে গিয়ে দেখি দোকানদার ভাই নেই৷ এক ছোট ভাই ছিল তাকে জিজ্ঞাসা করলে তিনি বলল যে নামাজে গিয়েছি৷ যাহোক তারপর আমরা দোকানটির মার্কেট মোবাইল ফোন গুলো দেখছিলাম৷ বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক ধরনের ব্রান্ডের ভালো ভালো ফোন দেখে ইচ্ছে করছে আমি একটা নিয়ে নেই৷ সত্যি বলতে এত সুন্দর সুন্দর নতুন ব্রান্ডের ফোন আসলে দেখেই নিতে ইচ্ছে করছে ৷ সুন্দর ব্রান্ডের ফোন গুলো দেখি আমার হাতে থাকা ফোন দিয়ে যেন মোটেই ভালো লাগছে না৷ কিন্তু নিতে চাইলে তো আর হবে না নিতে গেলে টাকা লাগবে ৷ তাই যেটা এখন আছে সেটা নেই ভালো যখন টাকা হবে তখন ভালো দেখে নিবো এমনটাই নিজে নিজে ভাবছিলাম৷ এরপর কিছুক্ষণ আমরা সেখানে ফোনগুলো দেখছিলাম আর ছবি তোলার চেষ্টা করছিলাম৷ আর তা কিছুক্ষণ অপেক্ষা করার মধ্যেই দোকানদার ভাই চলে এলো৷ যদিও ভাইয়ে সাথে আমার আগের আগে থেকেই পরিচিত ৷ আগে দেখেই বলল কি খবর অবস্থা দিনকাল কি কেমন যাচ্ছে ৷ যাও এরপর কথোপকথন হওয়ার পর আগে বলল কেন এসেছ ফোন নিবে নাকি আবার নতুন কোন ৷

তো উত্তরে বললাম যে ভাই আমি তো নেব না ৷ আমার এক ছোট ভাই নিবে তার জন্য আর কি আমাকে আসতে হলো ৷ এরপরে আমরা ফোন দেখতে শুরু করলাম যদিও ছোট ভাইয়ের একটু কম বাজেট ছিল ৷ যার কারণে আমার যে পছন্দের ব্রান্ডের ফোনগুলো ছিল তার আর কি নিতে পারি নি ৷ আসলে ছোট ভাইয়ের ফোন কেনার কোথায় ছিল না ৷তবে ওই যে বলে না ছেলে মানুষ ফোন না নিয়ে ছাড়বে না বাড়িতে কত কষ্টে করে টাকাগুলো নিয়েছে৷ তবে যদি আরো কিছু বেশি টাকা থাকতো তাহলে হয়তো ভালো কোন ফোন নিতে পারতাম ৷

IMG_20221021_175553_763.jpg

IMG20221021175446_01.jpg
লোকেশন

যেহেতু বাজেট ছিল ১০ হাজারের মতো তাই সবকিছু মধ্যে আর কি ইনফিনিক্স হট সিক্স টাকে পছন্দ করলাম৷ আর আসলে বর্তমান যে হারে ফোনের দাম তাতে আসলে ভালো ব্র্যান্ডের ফোন নিতে গেলে ১৫০০০ প্লাস হতে হবে৷ যাহোক এরপর বড় ভাইকে বললাম যে আপনি এই ফোন টিয়ে দেন যেহেতু আমাদের বাজেট কম৷ এরপর দোকানদার ভাই ফোনের প্যাকেট খুলে ফোনটি বের করে দিল৷ মার্কেট প্রাইস ছিল ১০ হাজার এখানে কিছু কম বেশি আমাদের ৯৫০০ মেমো কেটে দিল ওয়ারেন্টি তারিখ সবকিছু লিখছিল৷
কম দামের মধ্যে ইনফিনিক্স হট সিক্স খারাপ না চলার মতো একটি ফোন ৷ এরপরে আমি ফোন দিতে চার্জার সিম সবকিছু লাগিয়ে চেক করছিলাম যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কি না৷ এরপর আমরা ভাইকে টাকা বুঝিয়ে দিয়ে দোকান দার ভাইসহ একটা সেলফি তুললাম নতুন ফোন দিয়ে যেহেতু নতুন কিনলাম৷ এরপর দোকানদার ভাই সহ লোকাল দোকানে গেলাম চা খেতে ৷ আসলে সন্ধ্যা বেলায় লোকাল দোকান গুলো বেশ জমজমাট হয়ে ওঠে ৷ সবাই এই লোকাল দোকানগুলো থেকে চা কিংবা হালকা কিছু নাস্তা খায় আর তাই সন্ধ্যা নাগাদ বেশ ভিড় জমে৷ আমরাও চায়ের সাথে পিয়াজু নিলাম ৷ সত্যি বলতে পিয়াজু আমার অনেক পছন্দের একটি জিনিস৷

Picsart_22-10-21_19-22-08-030.jpg
লোকেশন

IMG_20221021_175541_126.jpg

IMG_20221021_175705_249.jpg

IMG_20221021_175718_195.jpg
লোকেশন
IMG_20221021_175848_297.jpg

IMG_20221021_180340_532.jpg

IMG_20221021_180351_532.jpg
লোকেশন

আমরা এর পরেই দোকানদার ভাইয়ের সাথে কথা বলে বিদায় জানিয়ে৷ ছোট ভাই সহ একটি অটো নিয়ে বাড়ির রওনা৷ আর আমি অটোতে চড়েই সেখান থেকে ব্লগ লিখতে লিখতে বাড়ি এসে পৌছালাম৷ আর এসেই সবকিছু ভালো করে দেখে সাবমিট করে দিলাম৷
তো বন্ধুরা আজকে আমার হঠাৎ করে ফোন কিনতে যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে৷ যদি ও আজকে একটি অন্য একটি ব্লগ লেখার কথা ছিল ৷ কিন্তু এই ফোন কিনতে যাওয়ার অনুভূতিটা সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করেছিল ৷ আর তাই দেরি না করে আজকেই অ টোতে চড়ে বাড়ি আস্তে আস্তেই ব্লগটি লিখে ফেললাম৷

তো আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিট ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!


কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসinfinix 6

অভিবাদন্তে:

@gopiray

♥ সবাইকে ধন্যবাদ♥


4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 2 years ago 

সারাদেশেই লোডশেডিং এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। আর সব কিছুর দাম বৃদ্ধির কারণে ফোনের দামও বৃদ্ধি পেয়েছে। তবুও শেষ পর্যন্ত যে ফোন কিনতে পেরেছেন সেটাই বড় বিষয়। ভালো লিখেছেন।ধন্যবাদ।

 2 years ago 

জি আপু ফোন কিনেছি ৷ ধন্যবাদ মতামতের জন্য ৷ আপনার জন্য শুভকামনা ৷ আপনি নতুন হয়েও ভালো মন্তব্য করেন ৷

 2 years ago 

লোডশেডিং ভারী বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে।যাইহোক দাদা ,নতুন ফোন দেখলে সবারই নেওয়ার ইচ্ছে জাগে মনে।দশ হাজার টাকায় আমাদের দেশে ভালো মানের ফোন হয়ে যায়, যাইহোক আপনারা যে ফোন কিনেছেন এটাই মূল বিষয়।তাছাড়া পিয়াজু আমার ও খুবই পছন্দের খাবার।গ্রামের বাজারগুলো সন্ধ্যা বেলায় বেশ জমজমাট হয়,ধন্যবাদ দাদা।

 2 years ago 

জানি দিদি যে আপনাদের দেশে যে কোনো জিনিসের দাম বেশ কম ৷আপনার ও পিয়াজু খেতে ভালো লাগে শুনে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

না দাদা, সব জিনিসের দাম কম নয়, কিছু কিছু জিনিসের।

 2 years ago 

চিপসেট সঙ্কটের কারনে ফোনের দাম এখন বাড়তির দিকে।তবে ইনফিনিক্স এর এই মডেলের ফোনটি স্বল্প বাজেটে বেশ ভাল ফোন।শুধু আপনার না ভাই,সন্ধ্যা বেলা গরম পিয়াজু সবার পছন্দের।ধন্যবাদ ভাল কিছি মুহুর্ত তুলে ধরার জন্য।

 2 years ago 

না ভাই যে সব জিনিসের দাম সেখানে তো ফোনের দামও উঠবেই ৷ কম বাজেটে খারাপ না ৷

 2 years ago 

ঠিকই বলেছেন লোডশেডিং আসলেই অনেক বড় সমস্যার সৃষ্টি করে, যার কারণে দীর্ঘ সময় কারেন্ট না থাকলে ফোনের চার্জ থাকেনা আর আমরা যারা এখানে কাজ করি তাদের জন্য একটু সমস্যা হয়। আর আপনি আপনার প্রতিবেশী ছোট ভাইয়ের ফোন কিনতে যাবেন আমিতো প্রথমে মনে করছি আপনি নতুন ফোন নিচ্ছেন। পরিচিত দোকান থেকে ফোন কিনলে ভালো তাহলে ভালোটাই পাওয়া যায়। এটা ঠিক বলেছেন ফোনের দোকানে গেলে তখন নতুন ফোন নিতে ইচ্ছা করে নিজের হাতের পুরানো ফোন তখন আর ভালো লাগেনা। অল্প বাজেট হলে মন মত ফোনও কেনা যায় না। শেষ পর্যন্ত আপনারা 9500 টাকা দিয়ে ফোনটি কিনে বিকেলের নাস্তা খেয়ে বাড়িতে এসেছেন এবং সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন পোস্ট করার জন্য ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

আমরা যারা এখানে কাজ করছি ৷ আসলেই আমাদের জন্য লোডশেডিং অনেক কঠিন করেছে ৷ এখন তো কারেন্ট এলেই চার্জ দেই ৷
ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

মোবাইল,ব্যাগ,জুতো, জামা এসব একজন কে কিনতে দেখলে আমাদেও কিনতে মন চায়। তবে আপনি যে নিজেকে সামলে নিয়েছেন এটা বড় ব্যাপার। আর ৯৫০০ তে ফোনের পিকচার কোয়ালিটি, ফিচার্স ভালোই।খাওয়া দাওয়া তো দেখছি জমিয়ে হয়েছে। শুভেচ্ছা অনেক।

 2 years ago 

সত্যিই যেন তাই বন্ধুদের সাথে কোথাও কেনাকাটা করতে গেলে ৷ তখন নিজেকে নিতে ইচ্ছে করে এটা নতুন কিছু নয়৷

 2 years ago 

এটা ঠিক কথা বলেছেন বর্তমানে একটু ভালো মানের মোবাইল কিনতে গেলে ১৫০০০ টাকার উপরে খরচ করতে হচ্ছে। ভালো করেছেন পরিচিত দোকানে মোবাইল কিনতেছে। কারণ আপনি দশ হাজার টাকার মোবাইল ৯৫০০ টাকায় কিনতে পেরেছেন। বর্তমান সময়ে তো দোকানদারেরা ইন্টারনেটের দামের এক টাকাও কম নিতে চায়না।

 2 years ago 

আপনি পোষ্টটি পড়ে মন্তব্য করেছেন ৷
ভালো লাগলো

বর্তমান ভালো ফোন নিতে গেলে নিম্ন ১৫০০০ লাগবেই ৷

 2 years ago 

লোডশেডিং এর কারণে আপনি হয়তো একটিভ থাকতে পারেননি। তবে আমি ব্যস্ততার কারণে আজকে সারাদিন একটিভ থাকতে পারিনি। যাই হোক ভাইয়া ছোট ভাইয়ের সাথে ফোন কিনতে গিয়েছেন এবং ফোন কিনেছেন দেখে ভালো লাগলো। পরিচিত দোকান থেকে কোন কিছু কিনতে ভালোই লাগে। যে হারে ফোনের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে বাজেট না বাড়ালে ভালো পাওয়া খুবই মুশকিল।

 2 years ago 

জি আপু এখন আগের চেয়ে অনেক দাম বেশি ৷ ধন্যবাদ সাবলীল মতামতের জন্য

 2 years ago 

আসলে ভাইয়া চোখের সামনে সুন্দর সুন্দর ব্র্যান্ডের মোবাইল গুলো দেখে নিজেরো ইচ্ছে করে নিতে। কিন্তু কি করার আমাদের তো সব সময় আর টাকা থাকে না। এটা ঠিক বলেছেন যখন টাকা হবে তখনই ভালো একটা ফোন কিনে নেবেন। আজকে ছোট ভাইয়ের জন্য কিনে নিন। আসলে এই কথাটা একদম ঠিক ভালো ব্র্যান্ডের ফোন নিতে হলে ১৫ হাজার টাকার লাগে উপরে লাগে। যেহেতু আপনাদের বাজেট কম ছিল সেক্ষেত্রে সে বাজেটের মধ্যে একটা ফোন পছন্দ করেছেন এটা বেশ ভালো লাগলো। এরকম মুহূর্ত গুলো অনেক ভালোই লাগে।

 2 years ago 

আসলেই ব্রান্ডের ফোন গুলো দেখে খুব ইচ্ছে করেছে৷ যদি হাতে টাকা থাকতো তাহলে নিয়েই নিতাম ৷

 2 years ago 

লোডশেডিং তো সারাদেশেই সমান তালে হচ্ছে, তা বলে আর কি হবে 😥 প্রথমে ভেবেছিলাম আপনি নিজের জন্য মোবাইল কিনতে গেছেন।পরে দেখি না ছোট ভাইয়ের জন্য। যাক পরে আবার খাওয়া দাওয়া ও হলো। সবকিছু মিলিয়ে ভাল ই সময় কাটলো আপনার ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

না আপু ছোট ভাইয়ের জন্য নিতে গেছি৷ ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66