মনের অনুভব অনুভূতি নিয়ে লেখা কবিতা....!!
নমস্কার - আদাব
ছবি এখানে
সুপ্রিয়, আমার আমার বাংলা ব্লগের সকল ভাই বোনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ৷ তো প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷
প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি এবং কি সেই ধারাবাহিকতায় আজও আপনাদের মাঝে সপ্তাহের প্রথম দিন বলা যায় বৃহস্পতিবার ৷ তাই আজকেই আপনাদের মাঝে আমার লেখা ছোট্ট একটি কবিতা শেয়ার করবো৷
সময় দিনক্ষণ প্রতিমুহূর্তে আমাদের চোখের সামনে যেন নদীর মত বয়ে চলেছে৷ যা আমরা চাইলেও ফিরিয়ে আনতে পারব না নদীর স্রোতকে যেমন উল্টো দিকে কখনো ফিরে আনে আনা যায় না ৷ ঠিক তেমনি সময় দিনক্ষণ মুহূর্ত প্রতিনিয়ত চলছে অবিরতা৷
আর বেঁচে থাকার জন্য প্রতিনিয়তই ছুটছি এবং কি সেই সাথে কল্পনাহীন কিছু স্বপ্ন প্রতিনিয়তই দেখে থাকি ৷ কিন্তু বাস্তবে কতটা সেই স্বপ্নগুলো পূর্ণতা পায় সেই প্রশ্নটা থেকেই যায় মনের অভ্যন্তরে৷ মাঝে মধ্যে জীবনে চলে আসে এক নির্বাক হতাশা দুঃখ ভারাক্রান্ত যা জীবনের সুন্দর মুহূর্তগুলোকে নেমে এসে কেড়ে নেয় ৷ আবার কখনো কখনো জীবনে আসে আনন্দ খুশি এবং কি জীবনকে বেঁচে থাকার জন্য একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করে ৷ আর এর নামই হয়তো জীবন ৷
বাস্তবিক অর্থে জীবনটা প্রতিনিয়তই রং বদলায় ৷ কখনো রঙ্গিনময় হয়ে ওঠে কখনো বা সাদা কালো জীবনে মরানো ৷ দিনশেষে বাঁচতে হবে আর এটাই হলো সত্য আর বাস্তবিক অর্থ৷
যা হোক মনের অনুভব অনুভূতি নিয়ে বিকেল বেলা লিখতে বসলাম ভাবছি একটি কবিতা লিখি ৷ যদিও কবিতায় কোন নাম বা শিরোনাম দিতে দেই নি ৷ তবে মনের অভ্যন্তরে থাকা ছোট্ট ছোট্ট বাক্যগুলো দিয়েই জীবনের বাস্তবিক মুহূর্তগুলোকে তুলে ধরেছি কবিতার পাতায় ৷ যেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি৷ আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে ৷
জীবনের দুঃখ সুখের ভাবনা গুলো
কিংবা যদি হতাম প্রকৃতির মত নির্বাক নির্বিপ্ত
তবে হয়তো বুকের ভেতর এত রক্তক্ষরণ হতো না
আমার মনের মধ্যে কিছু প্রশ্ন থেকেই যায়
সত্যি কি প্রকৃতির মধ্যে কোন সুখ দুঃখের অনুভূতি নেই৷
তাহলে প্রকৃতি কেন ক্ষণে ক্ষণে রং বদলায়
কেন সে বসন্তের রূপ যৌবনা, কখনোবা তত্ত্ব কখনো রিক্ত
আবার কখনো বর্ষায় নেয় কান্নার রূপ
সত্যি প্রকৃতি প্রতিক্ষনে রং বদলায়
আসলে সুখ দুঃখ সবার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ
সেটা হোক প্রকৃতি কিংবা মানুষ
তবুও আমাদের প্রতিনিয়ত হাসতে হয়
সুখী মানুষ সাজতে হয়
তবুও দুঃখকে একরাশ হাসি দেখিয়ে এগিয়ে যেতে হয়
এইতো আলোর আধারে অবিরত এক চক্র জীবন
ব্যর্থতার পরে উঁকি দেয় নতুন স্বপ্নের আলোক ঝিলিক
মনের কোনে জেগে থাকি এক অপেক্ষার প্রহর
একদিন স্বপ্ন এসে কড়া নাড়বে আমার দরজায়
ভুলত্রুটি মার্জনীয়
কবিতা লিখতে এবং পড়তে আমার খুব ভাল লাগে। কবিতার মাধ্যমে নিজের মনের অনেক কথা ব্যক্ত করা যায়। আপনার কবিতায় প্রকৃতির সাথে মানুষের জীবনের অনেক কিছু জড়িত। প্রকৃতির রং বদলানোর মত মানুষের ও রং বদলায়। কবিতার কথাগুলো সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক তাই প্রকৃতি যেমন রং বদলায় তেমনি মানুষের জীবনেও রং বদলায় ৷ সুন্দর মতামতের জন্য শুভকামনা ৷
সুন্দর কবিতা লিখেছেন আসলে মনের অনুভূতি নিয়ে কবিতা লিখেছেন বলতে গেলে অনেক কিছু লেখা যায় মনের অনুভূতি গুলো। আপনি সুন্দর করে সাজিয়ে লিখেছেন পড়তে অনেক ভালো লেগেছে। কত ধরনের মনের মধ্যে অনুভূতি আছে এবং কাজ করছে সেগুলো আপনি খুব সুন্দর করে সাবলীল ভাষায় লিখেছেন। মনের অনুভূতি গুলো কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন অসাধারণ লেগেছে।
চেষ্টা করেছি মাত্র ভালো মন্দ আপনাদের মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে ৷ অনেক ধন্যবাদ আপু এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা ৷
মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।খুব ভাল লাগলো পড়ে। আসলে জীবনটা এমনই।কল্পনার সাথে জীবনের কোন মিল পাওয়া যায় না।তবুও আমাদের ছুটে চলা।ধন্যবাদ ভাইয়া মনের অনুভূতি গুলো কবিতার মাঝে ফুটিয়ে তোলার জন্য।
হুম আপু কল্পনা বাস্তব অনেক তফাৎ তারপরেও আমরা মানুষ বৃধা এসব কল্পনায় বিভোর হই ৷
আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন। কবিতা পড়তে এবং লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন বাস্তবতা মানুষের জীবনে রং বদলাই। আপনি খুব সুন্দর করে নিজের অনুভূতি দিয়ে কবিতাকে লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হুম বাস্তবতা জীবন বড়ই কঠিন যা রং বদলায় ক্ষনে ক্ষেন৷ মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই ৷
আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। নিজের অনুভূতি থেকে কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। আসলে মানুষের জীবনে এমন সময়তে অনেক কিছু বদলায়। আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি নিজেও কবিতা লিখতে এবং পড়তে অনেক পছন্দ করি। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি আপু সময়ের সাথে বদলে যায় অনেক কিছু ৷ আপনি নিজেও কবিতা লিখেন সেটা জানি ৷ ভালো লাগে আপনার লেখা কবিতা গুলো ৷
কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো ভাই। আপনি আপনার মনের মাধুরি মিশিয়ে এককথায় দুর্দান্ত একটি কবিতা লিখেছেন। আসলেই আমরা অনেক সময় দুঃখী থাকলেও সুখী থাকার অভিনয় করতে হয়। এটাই হয়তো জীবনের নিয়ম। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
জি ভাই চেষ্টা করেছি মনের মাধুরি মিশিয়ে ভালো একটি কবিতা লেখার ৷ হুম ভাই কষ্টে বা দুঃখে থাকলেও সুখে থাকতে হয় ৷ সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ৷