বোয়ালমারি বারুনী মেলায় গিয়ে অভিজ্ঞতা (পর্ব ২)(10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)||

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

১৯ শে চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৩ এপ্রিল ২০২২ ইং

বোয়ালমারি বারুনী মেলায় গিয়ে অভিজ্ঞতা পর্ব (২)

Picsart_22-04-01_19-32-14-126.jpg
লোকেশন

হ্যালো,

প্রথমে সবাইকে শ্রেণিবেদে নমস্কার ও আদাব৷ আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন ৷বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ব্লগ নিয়ে ৷আজকে বোয়ালমারি বারুনী মেলায় গিয়ে অভিজ্ঞতার কিছু অংশ বাকি ছিল সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো ৷আশা করছি আপনাদের ভালো লাগবে

চলুন তাহলে শুরু করি পর্ব দুই

আমার প্রথম পর্বে থেমেছিলাম অনেক কষ্টে নদীর ওই পারে যাই এরপর হাত পা ধুয়ে মন্দিরে দিকে যেতে শুরু করি ৷যাওয়ার আগে মন্দিরে যাওয়ার পথে অনেক সাধু গুরু বৈষ্ণব বসেছে যাদের কে কিছু দক্ষিনা দিতে হয় আমিও দিলাম ৷দিয়ে মন্দিরের দিকে যেতে শুরু করি ৷

Picsart_22-04-01_19-42-40-129.jpg

এরপর মন্দিরের সামনে আবার বাতাসার সারি সারি দোকান বসেছে ৷তারপর আমি বিশ টাকার বাতাসা কিনলাম ঠাকুর কে দিয়ে প্রনাম করব তার জন্য ৷শুধু আমি নই সবাই বাতাসা নিতেছে ৷মন্দিরে প্রথমে আছে গঙ্গা ঠাকুর তারপর কালী ঠাকুর ,শিব ঠাকুর অথাৎ মহাদেব৷সব ঠাকুর কে বাতাসা ছিটিয়ে প্রনাম করলাম ৷

Picsart_22-04-01_19-41-21-184.jpg
লোকেশন

Picsart_22-04-01_19-36-46-185.jpg

Picsart_22-04-01_19-35-40-552.jpg

IMG20220330143354.jpgলোকেশন

বাতাসা ছিটিয়ে প্রনাম জানিয়ে বেড়িয়ে পরি মেলা ঘুড়তে৷অনেক বড় মেলা যা বলে বোঝাতে পারব না ৷সারি সারি অনেক দোকান বসেছে ৷বিভিন্ন ধরনের দোকান কসমেটিক হোটেলর দোকান ফুলের দোকান ছোট বাচ্চাদের খেলনার দোকান মাটির বানানো বিভিন্ন ধরনের জিনিস. তৈরি করে দোকান বসেছে ৷এছাড়া লোহার যাবতীয় জিনিস আরো অনেক দোকান যা বলে শেষ করা যাবে না ৷বলতে গেলে এই মেলাটাকে বানিজ্য বললেও ক্ষতি নেই অথাৎ মানুষের কর্ম কান্ডের বা দৈনন্দিন জিনিসপত্র যা কিছু আছে সবই পাওয়া যায় এই মেলায় ৷এছাড়াও গ্রামের মানুষ এখনো ঢেকিটে করে চাল গুড়ো বা মসলা গুড়ো করে সেই ঢেকি বানিয়ে দোকান দিয়েছে বিক্রির জন্য ৷ এছাড়া হিন্দু ধর্মীয় পুজোর জন্য কিছু যাবতীয় জিনিস পত্র প্রয়োজন সেগুলোর দোকান বসেছে ৷বিভিন্ন ধরনের খাবারে দোকান ঝালমুড়ি ও বারো ভাজা ইত্যাদি
নিচে দেওয়া বিভিন্ন দোকানের ফটোগ্রাফি

IMG20220331181008_01.jpg
লোকেশন

IMG20220330162030_01.jpg

IMG20220330162012.jpg

IMG20220330150118_01.jpg

IMG20220330144258.jpg

IMG20220330151224_01.jpg

IMG20220330151048_01.jpg

IMG20220330150327_01.jpg
লোকেশন

মেলাতে আরও অনেককিছু এসেছে মেলাতে হাতি ঘোড়াও এসেছে ৷কোউবা আবার আবার হাতির পিঠে আবার. কেউ ঘোড়ার পিঠে প্রতিজনে দশ টাকা করে নিচ্ছে ৷আবার কেউ নাগরদোলায় চারদিকে ঘুড়ে উপর থেকে নিচে নিচ থেকে উপরে৷সত্যি বলতে আমি নাগরদোলায় উঠেছি কিন্তু উঠে যে মাথা ঘুড়তেছে আমি সাথে সাথে নেমে যাই ৷

IMG20220330144907.jpg
লোকেশন

IMG20220330144754.jpg

IMG20220330144735_01.jpg

IMG20220330144639_01.jpg

IMG20220330144626_01.jpg

IMG20220330144611_01.jpgলোকেশন

সত্যি বলতে মেলাতে গিয়ে অনেক ভালো লেগেছে ও আনন্দ উপভোগ করেছি ৷

তো বন্ধুরা এই আমার আজকের পোষ্ট বোয়ালমারি বারুনী মেলায় গিয়ে অভিজ্ঞতা ও তার আলোকচিত্র ৷জানি না আপনাদের কতটা ভালো লাগবে ৷আশা করি আপনাদের ভালো লেগেছে৷আজ আপনাদের মাঝে এখান থেকে বিদায় নিচ্ছি ৷

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷
পোষ্টটি শেষ পযন্ত সাথে থাকার জন্য

সবাইকে অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে আপনার মেলায় ঘুরতে যাওয়ার অভিঙ্গতা ও ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে মেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশেষ করে হাতির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যদি ওখানে থাকতাম চেষ্টা করতাম হাতির পিঠে চড়ার জন্য কিন্তু আফসোস আপনার ওখানে ছিলাম না আমি।

 3 years ago 

তাই না কি ভাই ধন্যবাদ মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার মেলায় কাটানো সময়টুকু অনেক সুন্দর ছিল । অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার ও জন্য শুভকামনা

 3 years ago 

ছোটবেলায় অনেক মেলায় গিয়েছি সেজন্য মেলায় যাওয়ার অভিজ্ঞতা আমার কমতি নেই। আপনার মেলায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার গল্প পড়ে ভালই লাগলো। খুব সুন্দর মুহূর্ত পার করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

মেলার কথা শুনতে ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে মেলায় ঘুরতে যেতে। আপনার মেলার মুহূর্তটা আমার কাছে বেশ ভালো লাগলো। বিশেষ করে ও হাতিগুলোর ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগলো। হাতের উপরে মানুষগুলোকে একদম ছোট ছোট লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

যেকোনো মেলায় ঘোরার আনন্দটাই আলাদা।আমার ও খুব ভালো লাগে মেলা ঘুরতে,ছোটবেলায় প্রায় যেতাম।এখন আর তেমন যাওয়া হয় না, যাইহোক মেলার দৃশ্যগুলি দেখে ভালো লাগলো।ধন্যবাদ দাদা।

 3 years ago 

হুম দিদি ছোট বেলায় পরিবারের কারো হাত ধরে মেলায় যাওয়া আজও সেগুলো মনে পড়ে ৷
অসংখ্য ধন্যবাদ দিদি এতো সুন্দর মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68