আমার গ্রামে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের কিছু আলোকচিত্র (10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগ

মহানাম সংকীর্তনের কিছু আলোকচিত্র

বাংলাদেশ🇧🇩

১১চৈত্র ১৪২৮ বঈাব্দ২৫শে মার্চ ২০২২ ইং

Picsart_22-03-23_12-21-04-308.jpg



নমস্কার

হ্যালো

আমার বাংলা ব্লগের এপার ওপার সকল সদস্য ভাই বোন বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই?আশা রাখছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন ৷আমিও ভালো আছি প্রতি বারের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন পোষ্ট নিয়ে হাজির হয়েছি ৷আমি @gopiray একজন বাংলাদেশী ও একজন সনাতন ধর্মীয় অথাৎ আমি মনে প্রানে হিন্দু ধর্ম পালন করি৷ আমি আপনাদের মাঝে আমার গ্রামে আয়োজিত মহানাম সংকীর্তন নিয়ে কিছু কথা ও আলোকচিত্র উপস্থাপন করবো ৷আশা করছি আপনাদের ভালো লাগবে ৷

একবার স্বরন করতে চাই @kingporosদাদা কে৷ আমার খুব ভালো ভাবে মনে আছে ৷দাদা আপনি বেশ কয়েকদিন আগে কোথায় যেনো কীর্তন শুনতে গেছেন ৷সেই কীর্তন শুনতে যাওয়ার একটি পোষ্ট দিছেন যেখানে আমি মন্তব্য করেছিলাম ৷ দাদা আমি কীর্তন শুনতে অনেক ভালোবাসি৷ আমার আশে পাশে কীর্তন তেমন একটা হয় না ৷তখন আপনি বলেছিলেন যে তোমাদের গ্রামে চাঁদা তুলে দিতে পারো আর আমি তখন বলেছি হে এবার আমরাও গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে আমরাও চাঁদা তুলে কীর্তনের আয়োজন করবো৷ আজকে আমি পোষ্টটি শেয়ার করতেছি ৷ গ্রামের সবাই মিলে চাঁদা তুলে এই শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান

Picsart_22-03-23_22-38-39-075.jpg

তো চলুন দেখে আসা যাক কীর্তন শুনার অভিজ্ঞতা

গ্রামের সবাই মিলে চাঁদা তুলে দিয়েছি এই মহানাম সংকীর্তন অনুষ্ঠান ৷আমি তো সকাল থেকে শুরু করে শেষ পযন্ত সেখানেই ছিলাম ৷ কারন গ্রামের সব ছেলে মিলে একটা কমিটি গঠন করেছি ৷একেক জনের একেক দায়িত্ব ৷তাই প্রথম থেকে শেষ পযন্ত ছিলাম

সকাল থেকে ১০ টা থেকেথেকে শুরু করি একদিন এক রাত হওয়ার সকাল ১০ শেষ করে আমরা ছয়টি কীর্তনিয়া দল আমত্রন করেছি ৷প্রতি দল দুই ঘন্টা করে কীর্তন চালাবে ৷এক দিকে কীর্তন শুরু তারপর থেকে যত কাজ এটা করো সেটা করো ৷তো কীর্তন সারাদিন চলার পর ঠিক বিকেল বেলা আমরা প্রসাদ রান্না করায় ব্যস্ত হয়ে পরি ৷
Picsart_22-03-23_12-23-53-821.jpgPicsart_22-03-23_12-25-09-811.jpg
প্রসাদ রান্না করার পর ঠিক সন্ধা বেলা একটু কীর্তন শ্রবন করি৷ এই কলিযুগে কীর্তন শুনলে দেহ মন পবিত্র হয় ও সকল পাপ দুর হয় ৷ কীর্তন শুনার পর কিছু ছবি তুলি৷ পুরুষ দল মহিলা দল খুব সুন্দর করে কীর্তন করে ৷আমি অনেক মুগ্ধ হয়েছি ৷রাতের আধারে অনেক সুন্দর লাগছে লাইটিং সত্যি অনেক সুন্দর ৷ অনেক ভক্তবৃন্দ আগমন করেছে এবং অনেক দোকানে বসেছে৷বলতে গেলে বেশ জমে উঠেছে কীর্তনের মেলাতে ৷ রাতে আবার প্রসাদ বিতরন করি অনেক ভক্তবৃন্দ এসেছে ৷ এই মহানাম সংকীর্তন শুনতে ৷কীর্তন শ্রবন করার সময় ভিডিও করেছি ৷

রাতের কিছু ফটোগ্রাফি

Picsart_22-03-23_12-28-37-471.jpg

Picsart_22-03-23_12-32-48-765.jpg

Picsart_22-03-23_12-27-34-270.jpg

Picsart_22-03-23_12-33-48-962.jpg

Picsart_22-03-23_12-26-16-306.jpg

Picsart_22-03-23_12-30-05-550.jpg

প্রসাদ দেওয়ার সময় তুলা ফটোগ্রাফি


তো বন্ধুরা এই ছিলো আজকের আমার ধর্মীয় পোষ্ট জানি না আপনাদের কী রকম লাগবে ৷আশা করছি আপনাদের ভালো লাগবে ৷এই প্রার্থানা রেখে এখানেই শেষ করছি ৷সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে

বিষয়মহানাম সংকীর্তনের কিছু আলোকচিত্র
ডিভাইসrealme C12
ছবি লোকেশনhttps://w3w.co/
তারিখ২৫মার্চ ২০২২
ছবি ক্লিক@gopiray

শেষ পযন্ত সাথে থাকার জন্য

ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPd...o6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4FY4TQKMXDJo2siZ4ZeWkk8kPBZ5kDC73ixjzpHi7MKZsw3P5okkYvV7XEn1TC1wmW9KtK4YyyjnmiZw7b.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Sort:  
 2 years ago 

আয়োজন বেশ সুন্দর হয়েছে তো! কৃষ্ণ নামেই মোক্ষ প্রাপ্তি হয়। প্রাণটা জুড়িয়ে গেলো ভাই। জয় শ্রী কৃষ্ণ 🙏🏾

 2 years ago 

হুম দাদা কৃষ্ণ নামই মোক্ষ অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52438.26
ETH 2303.72
USDT 1.00
SBD 2.05