পাবজি ও ফ্রি ফায়ার কিশোরদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে |

বর্তমান সময়ে কম্পিউটার ও এন্ড্রয়েড মোবাইল গেমস বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়।এই জনপ্রিয়তার মূলে রয়েছে প্রযুক্তির প্রতি নতুন প্রজন্মের প্রবল আকর্ষণ।সেই সঙ্গে outdoor games খেলার সুযোগ ও অবকাঠামোর অভাব।এন্ড্রয়েড মোবাইল বিপ্লব বিশেষ করে এই সব নতুন প্রজন্ম কে অনলাইন গেমস এর প্রতি দিন দিন আসক্ত করে তুলছে।কম্পিউটার games নির্মাতারা ও এই সুযোগ কে কাজে লাগিয়ে নিত্য নতুন আকর্ষণীয় গেমস বাজারে আনছে।বর্তমান সময়ে অনলাইন গেমস পাবজি ও ফ্রী ফায়ার সবচেয়ে জনপ্রিয় virtual games।কম বয়সী ছেলে মেয়ে প্রবলভাবে আসক্ত এই দুটি গেমস এর প্রতি।

image.png
Image
স্টুডেন্টরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে group করে সারাদিন এই গেমস খেলছে।এর ফলে তাদের পড়াশুনার ব্যাপক ক্ষতি হচ্ছে।এ ছাড়া দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার চালানোর জন্য শারীরিক ও মানসিক ক্ষেত্রে ও নেতিবাচক প্রভাব পড়ছে।এই দুটি games যেহেতু action ধর্মী গেমস।তাই কিশোর দের ভিতর এক রকম আগ্রাসী মনোভাব তৈরি হচ্চে।এই কারণে শিশু ও কিশোরদের কোমল মনের কথা মাথায় রেখে ভারত সরকার এই দুটি গেমস এর মধ্যে পাবজি কে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

image.png

Image
এ ছাড়া এই গেমস কে কেন্দ্র করে কিশোরদের মধ্যে এক ধরণের জুয়া খেলার প্রবণতা শুরু হয়ে গেছিল।যেটা একটা জাতির জন্য খুবই সঙ্কটজনক।এমন কি এই খেলার জন্য অনেক ছেলেমেয়ে অমনোযোগী হয়ে রাস্তায় accident ও করছে।তাই আমার অভিমত এই দুটি গেমস সম্পূর্ণ নিষিদ্ধ রাখা উচিত।

image.png
Image

Sort:  
 3 years ago 

আমার বাসার পিছনে ভাই, কিছু ছেলেপেলে আছে সারাদিন দেখি সবাই মোবাইল নিয়ে এক জায়গায় বসে থাকে। আসলে ওরা কি যে করে আমি তা জানি না। হয়তো বা এধরনের কোন গেম খেলে। ভাল লিখেছেন আপনি।

 3 years ago 

আমি যতদূর শুনেছি এটা অনেকটা আসক্তির মতো গেম। আর বিশেষ করে তরুণ ছেলেপেলে এই গেমে ঢুকে পড়ছে এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করছে গেম খেলার জন্য ।আমাদের এখানে একজন লোকের ছেলে মোবাইল কেনার জন্য সে বাড়িতে ঝগড়া করেছে, অবশেষে সেই
লোকের ছেলেটা আত্মহত্যা করেছে। ভালো লিখেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64058.80
ETH 3150.15
USDT 1.00
SBD 3.99