আমাদের যাওয়ার দিন এসে গেছে

বেদনা কাকে বলে ?
সময়ের সাথে কেন শুকিয়ে যায় নদী?
এই ব্যাথ্যার নদীতে অথৈ জল,
দু চোখে ও নোনা জলের প্রাচুর্য।
এক টা সময় ছিল
যখন তুমি শুধু আমার জন্য
ছুটে এসেছ কত মাইল,
সমাজের বিদ্রুপ উপেক্ষা করে।

image.png

Image
আজকে তোমাকে ডেকে ফিরি
পরিচিত হতে চাই তোমার কবিতার সাথে
তার নিষ্ঠুরতা আমাকে স্তম্ভিত করেছে,
আমি হতভাগ্য এক প্রেমিক।

আমাদের যাওয়ার দিন এসে গেছে
পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ।

Sort:  
 3 years ago 

আমাদের যাওয়ার দিন এসে গেছে
পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ।

ভালো লেগেছে আমার কাছে শব্দ চয়নগুলো বেশ ছিলো। ধন্যবাদ

শুভেচ্ছা অফুরন্ত ।

ভালো লিখেছেন ভাইয়া

অনেক অনেক ধন্যবাদ ।।

 3 years ago 

চমৎকার একটি কবিতা, আমার ভীষণ ভালো লেগেছে 💗
"শুভ কামনা অবিরাম 🥀"

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64354.36
ETH 3507.50
USDT 1.00
SBD 2.54