আকাশে বাঁধি স্বপ্ন ঘুড়ি

শুধু টাকা আর টাকা চাই
হারিয়ে গেলে যাক মানবতা
নিঃশেষ হলে হোক বিবেক দংশন
মিথ্যে কাচের স্বর্গ চাই ওদের।
যাদের রক্তে আজ আমরা আল্লাদিত
বুক ভরে নিঃশ্বাস নি
গলা ছেড়ে করি গান
আকাশে বাঁধি স্বপ্ন ঘুড়ি
সেই বিপ্লবীরা আজ অনাদৃত।

image.png

Image
কোথায় হারিয়ে যাচ্ছে দেশপ্রেম
মরচে ধরছে বহু বছরের চিন্তায়
ফিরে এসো চেনা আঙিনায়
না হলে ধংস অনিবার্য।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর লিখেছেন। এর আগের লেখাগুলোও আমি পড়েছি, আজকেও পড়লাম। অনেক ভালো হয়েছে।

অফুরন্ত শুভেচ্ছা রইলো ।।

 3 years ago 

"কোথায় হারিয়ে যাচ্ছে দেশপ্রেম
মরচে ধরছে বহু বছরের চিন্তায়
ফিরে এসো চেনা আঙিনায়
না হলে ধংস অনিবার্য।" যথার্থ বলেছেন ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ।।

আসলেই তাই আমরা শুধু সবাই ছুটছি আর ছুটছি টাকার পিছনে।

একদম ঠিক ।।

 3 years ago (edited)

মূল্যবোধ হারিয়ে যাচ্ছে!

যান্ত্রিক হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপ

.

আমাদের সচেতন হওয়া দরকার ।শুভেচ্ছা আপনাকে ।।

সময় থাকলে চ্যানেলে আসেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63624.94
ETH 3481.95
USDT 1.00
SBD 2.54