আমার কবিতার শিরোনাম :জীবনের লাভ লোকসান

অনেক গভীর রাত
আমি একাকী ঘরের মধ্যিখানে
কানে ভেসে আছে
সময়ের পদচারণ।

হিসেবে খাতা ভরা
জীবনের লাভ লোকসান ।

image.png

জীবন অনেক সুন্দর মৃত্যু আছে তাই
হারানোর ভয় না থাকলে কি, কিছু পাওয়া যায় ?
বৃষ্টির কাছে খবর ছিল
গ্রীষ্মের কঠিন অপরাধ
সময় নিজেই শাস্তি দেয় ,
আমার আটকানোর উপায় নাই।

রাস্তার মোড়ে যে সাহিত্য জমে
তার অনুভূতি পেল কি শব্দের আশ্রয়?
আর যদি তা না হয় ,
ফেলে দাও খাতা কলম ,
মিথ্যে এ লেখালেখির দায় ।



ধন্যবাদ সবাইকে ।

Sort:  
 3 years ago 

চমৎকার কবিতা।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক শক্তপোক্ত কথা যাইহোক ভাল লিখেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66