ক্যান্টিনের আড্ডা-পর্ব ১ @gentleman74

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)


ইউনিভার্সিটির হলের ক্যান্টিন খোলা থাকে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাতের আড্ডা জমেছে। একই ডিপার্টমেন্টের চার বন্ধুকে ঘড়ির কাটার ক্লান্তি স্পর্শ করেনি এখনও।ধীরে ধীরে ক্যান্টিনের ভীড় কমে চারজনে নেমেছে।আড্ডা তখনও চলছে। বিষয় ভূত। গল্প বলছে রাসেল-

"প্রচন্ড এক গরমের রাতে, বাসায় ইলেকট্রসিটি ছিল না। ভাইয়া ছাদে হাটছে। প্রায় ভরা চাঁদ।চাঁদের আলোয় চারপাশ দেখা যাচ্ছে। আবছা। কিন্তু দেখা যাচ্ছে। আমাদের বাসার শেষ মাথায় পুকুর। একটা অর্ধ ফুটবল মাঠের সাইজ। তার ওইপাড়ে খ্রিস্টান কবরস্থান "

টিপু মাঝদিয়ে বলে উঠল-"তোদের বেশিরভাগ গল্প কেন কবরস্থানের হতে হয়?"

সবকিছুতেই খুব মনোযোগ দেয়া শিহাব কিছুটা উচ্চস্বরে বলে উঠল-" শুন তো আগে। মাঝখানে বা'হাত না ডুকালে হয় না তোর! "

রাসেলের দিকে একটু ঝুকে বসে শিহাব বলল- " বল রাসেল। তারপর?"

চায়ের কাপে চুমুক দিয়ে রাসেল বলা শুরু করল-

" রাত তখন ১টার কাছাকাছি। ভাইয়ার কাছে মনে হল তিনি আগুনের মত কিছু একটা দেখলেন। ভাইয়া অন্য চিন্তায় ছিলেন বলে ভুল দেখলেন কি না বোঝার জন্য ছাদের কর্নারের দিকে গিয়ে দাড়ালেন। কার্নিসের পাশে এসে দাড়ালে অনেকদূর দেখা যায়। কবরস্থান পর্যন্ত। আবছা আলোয় দেখলেন একটা কুকুর কবরের উপর হাটছে।কিছু একটা খুজছে যেন। কুকুরটা হঠাৎ গুঙিয়ে উঠে ছুটে পালাল। ব্যাথা পেলে যেমন শব্দ করে তেমন। ভাইয়ার মাথায় চিন্তা আসল। কি হল? নিজেই ভেবে বের করলেন -কোন এক গর্তে পড়েছে হয়ত। কিন্তু অদ্ভূত ব্যাপার ঘটল পরের মূহুর্তেই। কুকুরটা ঠিক যেখানে পায়চারি করছিল ঠিক সেখান থেকে এক দলা আগুনের ফুলকি উঠে গেল ৬/৭ ফুট। এবার আর ভাইয়া ভাবতে গেলেন না। এক দৌড়ে বাসায়"

টিপু বলে উঠল,"তোকে গল্পটা ভাইয়া যখন বলেছে তখন তুই কোন ক্লাসে?"
-"ক্লাস 6"
-"তোকে গল্প শুনিয়েছে। ছোটরা গল্প পছন্দ করে তাই।"
-"ভাইয়া বানিয়ে গল্প বলত কিন্তু এইটা সে নিজে দেখেছে। নিছক গল্পের জন্য মিথ্যা বলার মানুষ না ভাইয়া। "
-"তোরা কেউ নিজে কোনদিন কিছু দেখেছিস!?"

শিহাব বলে উঠল-" আমি দেখেছি"
টিপু কিছুটা ব্যাঙ্গ করে বলল-" তা ভূতের অটোগ্রাফ রেখেছিলি। হা হা হা!"
তার বাচনভঙ্গিটা এমন ছিল যে হেসে উঠল সবাই। কিন্তু আড্ডার চতুর্থ সদস্য আফতাব হাসল না। হাসির শব্দ ভেঙে একটা কাশি দিল সে। গম্ভীর একটা ভঙ্গিতে বলল-" আচ্ছা রাসেল, সময়টা গরমের দিন ছিল। কুকুর কিছু একটা খুজছিল। এবং জায়গাটা কবরস্থান। সব ঠিক বললাম?"

সবাই আফতাবের দিকে এমন করে তাকাল যেন নির্বোধের মত কিছু বলেছে।
রাসেল উত্তর করল,"হা ঠিক আছে। কিন্তু তুই কি পয়েন্ট মেক করতে চাচ্ছিস।
"আই হ্যাব এ পয়েন্ট বন্ধু।"

...................................(চলবে)

##----------------------@-------------------------##

@rme
@moh.arif
@rex-sumon
@blacks
@shuvo35

Sort:  
 4 years ago 

পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া 😇

ধন্যবাদ আপু💗। খুব শীঘ্রই পরবর্তী পর্ব লিখব

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.033
BTC 86382.21
ETH 2181.04
USDT 1.00
SBD 0.94