কবজ মেলা ২০২২।। আমার বাংলা ব্লগ।। @shy-fox 10% beneficiary

"আমার বাংলা ব্লগ"

কমিউনিটির সকল মেম্বারদের জানাই নমস্কার,অন্যান্য ধর্মাবলি ভাই-বোনদের জানাই আদাব এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।

Picsart_22-08-12_09-50-10-373.jpg

গতরাতে একটি গ্রাম্য মেলায় গিয়েছিলাম আমার বাসা থেকে ২ কিলো দূরে মেলাটির নাম হচ্ছে কবজ মেলা। মেলাটে কি কারণে হয় সেটা আমার জানা নেই কারণ সেখানে গিয়ে জিজ্ঞেস করার মত কাউকে পেলাম না তাই জানা আর হয়নি। সীমিত আয়োজনে সেখানে করা হয়েছিল ছোট একটি স্পেস নিয়ে মেলাটি গঠিত হয়।আমরা সাধারণত মেলা সম্পর্কে বুঝি নাগরদোলা , জাদু খেলা, খাওয়া-দাওয়া ও আরো অনেক কিছু খুঁজি সেখানে বিনোদনের জন্য কিন্তু এই মেলাটিতে বিনোদন ছিল কিন্তু আয়োজন অত কিছু ছিল না। আবার আনন্দ উপভোগ এতটা করেছি যা বলার মতো না।

IMG_20220809_120329.jpg

IMG_20220809_120639.jpg

IMG_20220809_121805.jpg

মেলাটি হয়েছিল কুড়িগ্রাম জেলার ভেলা কোপায়।
সেখানে হয়তো নাগর দোলা, জাদু খেলা ইত্যাদি ছিল না। এক বন্ধুর সঙ্গে আমি বসে ছিলাম সে আমার হঠাৎ বলল যে ভেলাকোপায় নাকি মেলা হচ্ছে আমি বললাম যাবি তুই যাওয়া যায় তো ওখানে একটা মজার বিষয় হচ্ছে নাকি লাঠি খেলা হচ্ছে তো জীবনে কখনো লাঠি খেলা দেখিনি তাই যাওয়ার ইচ্ছাটা বেশি ছিল। তাই রওনা করছিলাম তো সেখানে গিয়ে প্রথম আকর্ষণ লাঠি খেলা যেটা আমার খুব মন কেড়ে ছিল।

IMG20220809220130_01.jpg

IMG_20220809_121752.jpg

IMG_20220809_121749.jpg

IMG_20220809_120630.jpg

IMG_20220809_120301.jpg

IMG_20220809_120243.jpg

মেলাটিতে আয়োজন করা হয়েছিল লাঠি খেলা যা দেখার জন্য হাজারো লোকের ভিড় হয়েছিল। সেখানে গিয়ে প্রায় দূর থেকে তিন ঘণ্টার মতো ছিলাম দুঃখের বিষয় ওই যে আমি ভিডিও করতে পারলাম না এটি এখানে আপলোড হচ্ছে না যদি আপনারা দেখতেন ভিডিওটি সত্যিই আপনাদের অনেক ভালো লাগতো। ভিডিওটিতে দেখতে পারতেন যে তাদের অঙ্গি ভঙ্গি।যাই হোক ওখানে সময় দিয়ে মেলার চারপাশে একটু ঘুরলাম ।

IMG_20220809_122614.jpg

IMG_20220809_122530.jpg

IMG_20220809_122557.jpg

IMG_20220809_122527.jpg

চারিদিকে ঘুরে ফেরার সময় দেখি রাতের আকাশ জোসনা ভরা তারা আর চাঁদটাকে এত সুন্দর লাগতেছিল যা বলে বোঝানোর মত নয়। সেখানে সময়টা এত তাড়াতাড়ি কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি যে দুই - তিন ঘন্টা হয়ে গেছে। লক্ষ্য করবেন যে রাত্রি বারোটা বাজে এমন মনে হচ্ছে যেন কেবল রাত হলো সাত আটটা বাজে লোকের ভিড় দেখে। মেলাতে উপস্থিত মানুষেরা অনেক আনন্দ করেছে তাই সবার বাড়ি যাওয়ার কথা মনেই নেই।

IMG_20220812_094256.jpg

IMG_20220812_094325.jpg

ঘোরাফেরা শেষে বন্ধুর সঙ্গে ছবি তুললাম আমার বন্ধুর নাম হচ্ছে বিদ্যুৎ । সে একজন ফুটবল প্লেয়ার। আমি সারাদিন বাসা থেকে বের হই না সে আমাকে যেখানে যায় আমার সাথে নিয়ে যায়। সে জানে আমি সারাদিন বের হই না আগের মতো। একটা সময় ছিল বাসায় থাকতাম না আজ বাসায় থাকি সবসময়।তাই কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যায়। আর আমি যে সময়টুকু বাইরে থাকি সে আমার সঙ্গে সব সময় থাকে।কিছুক্ষণ পর বাড়ি আসার পালা বাড়ি আসতে প্রায় সাড়ে বারোটা থেকে একটা বাজে। আজ এই পর্যন্ত।

ভুলত্রুটি হলে মাফ করবেন ।ধন্যবাদ আমার পোস্টটি ভিজিট করার জন্য ।ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আপনাদের আবারো প্রতি রইল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ভালো থাকবেন সবসময় এই প্রার্থনাই করি।



Picsart_22-07-16_13-32-51-453.png

হ্যালো বন্ধুরা আমার নাম গনেশ চন্দ্র রায়। ডাকনাম আরিয়ান। আমার বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় অবস্থিত। আমি বর্তমান পড়াশোনার জন্য ঢাকায় থাকি। আমি ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র। আমার শখ লেখালেখি , ছবি তোলা, ঘোরাঘুরি করা ও নিত্যনতুন নতুন কিছু সৃজনশীলতা

FacebookLinkeDinTwitter

image.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61932.16
ETH 3422.23
USDT 1.00
SBD 2.49