ফার্স্ট টাইম বাজার করলাম।।

"আমার বাংলা ব্লগ"

কমিউনিটির সকল মেম্বারদের জানাই নমস্কার,অন্যান্য ধর্মাবলি ভাই-বোনদের জানাই আদাব এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। ডিপ্লোমা শেষ তাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য অনেক ব্যস্ত তাই একটিভ থাকা পসিবল হয় নাকি। আজ আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলছি আমার লাইফের ফার্স্ট বাজার আমি একটি মল থেকে করেছিলাম।

Picsart_22-11-14_18-54-55-929.jpg

ঢাকায় আসলাম অনেকদিন হলো যেহেতু আমরা ব্যাচেলর ফ্ল্যাটে থাকি তাই নিজেদের কাজ নিজেদের করতে হয়। আমরা বাজার করি ৪/৫ দিন পর পর আমাদের বাজার করতে হয়। আজ আমি লাইফে ফার্স্ট টাইম বাজার করতে ছিলাম। তাই এর অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলছি।

IMG20221114184631.jpg

এই মলটি ঢাকার শ্যামলীর আদাবর থানার সাথেই অবস্থিত। এখান থেকে আমরা মোটামুটি সব বাজারগুলোই করি। এই মালটির নাম হচ্ছে আমেনা বিগ বাজার। এখানে প্রায় নিত্য প্রয়োজনীয় আমরা যেগুলো ব্যবহার করে থাকি তার সবগুলো প্রায় রয়েছে।

IMG20221114153745.jpg

IMG20221114153819.jpg

IMG20221114154301.jpg

উপরের ছবিগুলো তো দেখতে পারবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি সবগুলোই আছে। এটি ছিল একটি ছিল ফাস্ট ফ্লোর যেহেতু আমি রান্নার কিছু জিনিসপত্র কিনতে আসছিলাম তাই দ্বিতীয় ও তৃতীয় ফ্লোরে যাওয়া হয়নি।

IMG20221114153811.jpg

IMG20221114153754.jpg

IMG20221114154308.jpg

আমি মলটিতে গিয়ে চাল মাছ আর কাজুবাদাম কিনেছিলাম। মোটামুটি চারিদিকের পরিবেশ খুব ভালো ছিল আমি গিয়েছিলাম সন্ধ্যার আগে চারিদিকে লাইট জালানো ছিল পরিবেশ টা আরো সুন্দর দেখা যাচ্ছিল।

IMG_20221114_190918.jpg

IMG_20221114_180727.jpg

চারিদিকে পরিবেশটা খুব ভালো লাগে আমার তাই মলিটির ভেতরে আমি সেলফিতে আবদ্ধ হই যেহেতু আমি একা গিয়েছিলাম তাই যা বাজার করেছিলাম ক্যাশ কাউন্টারে গিয়ে আর ছবি তোলা সম্ভব হয়নি

CameraRealme C21
Locationaadabor thana,Shaymoli, Dhaka
Photographer@gansh
Editing Softwarephone edit software

আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আবারও রইল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা শুভকামনা আপনাদের সবারই জন্য।

image.png



Picsart_22-07-16_13-32-51-453.png

হ্যালো বন্ধুরা আমার নাম গনেশ চন্দ্র রায়। ডাকনাম আরিয়ান। আমার বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় অবস্থিত। আমি বর্তমান পড়াশোনার জন্য ঢাকায় থাকি। আমি ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র। আমার শখ লেখালেখি , ছবি তোলা, ঘোরাঘুরি করা ও নিত্যনতুন নতুন কিছু সৃজনশীলতা

FacebookLinkeDinTwitter

image.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

Sort:  
 2 years ago 

জীবনে প্রথমবারের মতো বাজার করতে গিয়ে কিছু আলোকচিত্র এবং আপনার সুন্দর অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।। আসলে এরকম মলগুলোতে বাজার করার মজাটাই অন্যরকম আমিও যমুনা ফিউচার পার্ক থেকে মাঝে মাঝেই এরকম কিছু বাজার করে থাকি।। তবে যাই বলেন আর তাই বলেন অরিজিনাল বাজারে গিয়ে বাজার করার মজাটা অন্যরকমই লাগে।।

 2 years ago 
আসলে প্রথম সবকিছুই অনুভুতিই আলাদা। আর এ ধরনের ডিপার্টমেন্টাল স্টোরে যেহেতু সবকিছু একসাথে পাওয়া যায় এবং মূল্য দেওয়া থাকে। তাই একটু সমস্যা কম হয়।যা লোকাল বাজারে বাজার করার থেকে একটু বেশি সুবিধা। তবে বাজার সদাইয়ের জন্য লোকাল বাজারে একটু সস্তা হয়ে থাকে। তবে চিনে কিনতে হয়।প্রথম বাজার সদাইয়ের অনুভূতির পাশাপাশি কিছু সুন্দর ফটোগ্রাফি ও শেয়ার করছেন।আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64867.61
ETH 3451.61
USDT 1.00
SBD 2.55