পুরনো ফোন কেনার আগে যেসব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ?

সাধারণভাবে বাজার থেকে পুরনো ফোন কিনতে গেলে আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন আসে , যেমন এই ফোনটা ভালো হবে কিনা ফোনে কোন সমস্যা আছে কিনা ফোনটা এর আগে কখনো সার্ভিস করা হয়েছিল কিনা আরো অনেক কিছু | তাই এই পোষ্টের মাধ্যমে আমি বেশ কিছু ধারনা দেয়ার চেষ্টা করব এবং সাথে বেশ কিছু পয়েন্ট তুলে ধরব যেগুলো যদি আপনি একটু মেনে চলেন তাহলে একটা ভালো স্মার্টফোন আপনি কিনতে পারবেন

ফোনের মডেল : পুরনো ফোন কেনার সময় ফোনের মডেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় , কারণ একমাত্র ফোনের মডেল দিয়েই কিন্তু বোঝা যায় যে এই ফোনটা কতটা পুরানো | তাছাড়া ফোনের মডেলের উপরে নির্ভর করে কিন্তু এই ফোনে আপনি পরবর্তীতে কোন আপডেট পাবেন কিনা নতুন নতুন সফটওয়্যার গুলো ইন্সটল করতে পারবেন কিনা , আর তাই ফোন কেনার সময় যতটা লেটেস্ট মডেল কেনা যায় ততটাই ভালো | সে ক্ষেত্রে দেখা যাবে আপনি 2-3 বছর পর্যন্ত ফোনটা অনায়াসে ব্যবহার করতে পারবেন সকল ধরনের আপডেট পাবেন সকল ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারবেন |

IMG_0419.jpg

ডিসপ্লে : এগুলো ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ | পুরাতন ফোন কেনার আগে অবশ্যই খুব ভালোভাবে চেক করে নিবেন ফোনের যে ডিসপ্লে আছে সেটা অরজিনাল কিনা , যদি ফোনের ডিসপ্লে কপি বা সার্ভিস করা হয়ে থাকে বা ডিসপ্লেতে কোন সমস্যা থাকে তাহলে এই ধরনের ফোন না নেওয়াটাই সব থেকে ভালো , তবে ডিসপ্লে কপি হলে সেটা বোঝাটা অনেকটা কঠিন তবে আপনি যদি একটা ট্রিক্স ব্যবহার করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কোনটা অরজিনাল ডিসপ্লে এবং কোনটা নকল ডিসপ্লে , আপনি মোবাইলটা দিয়ে বেশ কয়েকটা ছবি তুলবেন তাহলেই বুঝতে পারবেন যে ফোনের ডিসপ্লে টা অরজিনাল নাকি নকল |

ব্যাটারি : একটা পুরাতন ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হল ব্যাটারি , অনেক সময় দেখা যায় পুরাতন ফোনগুলোর ব্যাটারি অবস্থা খুবই খারাপ হয়ে থাকে আর যদি ব্যাটারি অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই ফোনটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন না , কারণ দেখা যাবে পুরাতন ফোন তার উপরে ব্যাটারি নষ্ট সো আপনাকে বারবার চার্জ করা লাগবে বারবার ব্যবহার করা লাগবে একটা সময় আপনার কাছে খুবই বিরক্ত লাগবে , তাই ফোন কেনার আগে চেষ্টা করবেন ভালো ব্যাটারি কোয়ালিটি বা ভালো চার্জ থাকে এটা বুঝে শুনে নেওয়ার |

IMG_0375.jpg

টেস্ট : পুরাতন ফোন কেনার আগে বেশ কয়েকটা ছোটখাটো টেস্ট আপনি করতে পারেন , যেমন ক্যামেরা কোয়ালিটি ভালো আছে কিনা সেটা বোঝার জন্য আপনি রাতের বেলা কয়েকটা ছবি তুলতে পারেন এবং দিনের বেলাও কয়েকটা ছবি তুলে দেখতে পারেন , আবার ব্যাটারি কোয়ালিটি বোঝার জন্য আপনি বেশ কয়েকটা ছোটখাটো ভিডিও করতে পারেন তাহলে বুঝতে পারবেন ব্যাটারিটা কতটুকু কোয়ালিটিফুল , তাছাড়া ফোনটি দিয়ে আপনি কারো সাথে কথা বলে দেখবেন যে ফোনের সব ফাংশন গুলো ঠিকঠাক ভাবে কাজ করে কিনা |

এই ছোটখাটো বিষয়গুলো যদি আপনি ভালোভাবে একটু যাচাই-বাছাই করেন তাহলেই আপনি খুব ভালো এবং উন্নত মানের একটা পুরাতন ফোন কিনতে পারবেন , যদি এই পোস্টটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন , ধন্যবাদ

আমি এই গ্রুপে নতুন , তাই নানান রকম ভুল ভ্রান্তি হতে পারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ , ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 63351.43
ETH 3495.50
USDT 1.00
SBD 2.53