লেভেল ওয়ান থেকে আমার অর্জন - By @firozgazi||08.06.2022|| ১০% বেনিফিট @shy-fox ও ৫% @abb-school এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি "আমার বাংলা ব্লগ" পরিবারের সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি ।

আমি একজন @abb-school এর লেভেল ১ এর ছাত্র। আমি @abb-school থেকে স্টিমিটের বেসিক ধারণা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি । আমাকে স্টিমিটে ভালোভাবে কাজ করে এগিয়ে যেতে এই স্টিমিটের বেসিক ধারণা অনেক কাজে লাগবে । আমি @abb-school থেকে লেভেল ১ এ স্টিমিটের বেসিক ধারণা সম্পর্কে যা শিখতে পেরেছি তা নিয়ে আজ আমি বাংলা ব্লগ এ লেভেল ওয়ান এর পরীক্ষা দিতে যাচ্ছি । কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

IMG20220608171546.jpg

প্রশ্ন: কোন ধরনের এক্টিভিটিস স্পামিং বলে গণ্য হয়?

উত্তরঃ কোন বিষয় বারবার করাকে স্প্যামিং বলে । স্প্যাম বলতে অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয়কে বুঝায় যা বারবার করা হয়ে থাকে । বেশ কিছু স্ম্যামিং আছে । যেমন:-
• কোন ঘটনা বারবার বিভিন্ন ভাবে বর্ণনা করার চেষ্টা করা ।
• একই ছবি বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে পেচিয়ে পোস্ট করা ।
• পোস্টে অপ্রয়োজনে কোন ব্যক্তিকে বারবার মেনশন দেওয়া ।
• কমেন্টের মাধ্যমে স্পামিং করা।
• পোস্টে অপ্রাসঙ্গিক ট্যাগ বার বার ব্যবহার করলে তাহলে সেটাও এক ধরনের ট্যাগ স্প্যামিং।

প্রশ্ন: ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তরঃ কপিরাইট হচ্ছে মূলত একটি আইন । আপনি যদি অন্য কারোর কোনো কিছু কপি বা নকল করে সেটা নিজের বলে দাবি করেন তাহলে সেটা কপিরাইট আইনের মধ্যে পড়বে । বর্তমান বিশ্বে অনেক দেশেই এই কপিরাইট আইনটি কড়াকড়িভাবে মারা হয় । বিশেষ করে এই কপিরাইট আইন আমেরিকায় বেশি কড়াকড়িভাবে মানা হয় । আর ইস্টিমেট মূলত আমেরিকা থেকে পরিচালনা করা হয় তাই এটিতে কপিরাইটের আইনটি অনেক কড়াকড়ি ভাবে মানা হয় ।
আমাদের পোস্ট সুন্দর করার জন্য অনেক সময় আমাদের পোস্টের সাথে সংশ্লিষ্ট কিছু ছবি আমাদের দরকার হয়। সেই সময় আমরা বিভিন্ন সাইট থেকে সেই ছবিগুলো নেয়া হয়। আমাদের পোস্টে আমরা যখন কোন সাইট থেকে ছবি সংগ্রহ করে ব্যবহার করব তখন সেই ছবিগুলোতে অবশ্যই সেই সাইটের সোর্স ব্যবহার করতে হবে না হলে সেটি কপিরাইটের আইনের আওতার মধ্যে পড়বে ।

প্রশ্ন: তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?

উত্তরঃ তিনটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হল যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায় :
https://pixabay.com
https://www.pexels.com
https://www.freeimages.com

প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

উত্তরঃ পোস্ট করার সময় একেবারে শেষ দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্যাগ অংশ যেখানে আপনাকে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা যেমন ফেইসবুক ইউটিউব অন্যান্য জায়গায়ও ট্যাগ ব্যবহার করি এটি অনেকটা এরকমই। ট্যাগ হচ্ছে আপনি যে বিষয়ের উপর লেখা লিখছেন সেই বিষয়ের কিছু কীওয়ার্ডস।
আপনি যে বিষয়ের উপর ভিত্তি করে পোষ্টটি লিখেছেন সেই বিষয়ের উপর নির্ভর করে ট্যাগ দিতে হবে । যেমন আপনার ইন্ট্রো পোস্ট #abb-intro এই ট্যাগ টি ব্যবহার করলে কমিউনিটির যে কেউ খুব সহজেই আমার এই পোষ্টটি খুঁজে পাবে। অন্যান্য প্ল্যাটফর্মের মতো এখানে ট্যাগ ব্যবহারের জন্য আপনাকে হ্যাশ (#) চিহ্ন দিতে হবে না । একটি পোস্টে আপনি সর্বোচ্চ ২৪ সংখ্যা একটি ট্যাগ ব্যবহার করতে পারবেন এবং ৮ টির বেশি ট্যাগ ব্যবহার করতে পারবে না।

প্রশ্ন: "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তরঃ "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" যেসব বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ তা হলো :-
• ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা ।
• ২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ।
• ৩. নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট ।
• ৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট ।
• ৫. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট।
• ৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ।
• ৭. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট ।
• ৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ ।
• ৯. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না ।
• ১০. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট ।
• ১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ।
• ১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট ।

প্রশ্ন: প্লাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ অনেক সময় আমরা প্লাগিয়ারিস্ম এবং কপিরাইট কে অনেকে একসাথে মিলিয়ে ফেলি । কিন্তু প্লাগিয়ারিস্ম আসলে লেখার ক্ষেত্রে প্রযোজ্য হয় । যেমন আপনি কার লেখা নিজের লেখা বলে চালিয়ে দিলে সেটি প্লাগিয়ারিস্ম এর মধ্যে পড়বে আবার সেই লেখা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দিলে সেটাও প্লাগিয়ারিস্ম বলে গণ্য হবে । কিন্তু যদি আপনি কোন লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে নিজের ভাষায় লিখতে চান তাহলে অবশ্যই ৭০ শতাংশেরও বেশি লেখা নিজের হতে হবে এবং অন্যের থেকে আপনি ৩০% লেখা হয়তোবা নিতে পারবেন এবং সেটাও কিছু নিয়ম নীতির মধ্যে অর্থাৎ উপযুক্ত সোর্স দেওয়ার মাধ্যমে।

প্রশ্ন: re-write আর্টিকেল কাকে বলে?

উত্তরঃ re-write আর্টিকেল বলতে মূলত অন্য কোন সাইট থেকে কোন বিষয়ের উপর ধারণা নিয়ে নিজের মতন করে লেখা কে বুঝায় । যেমন আপনি যদি গ্রহ নক্ষত্র নিয়ে আর্টিকেল লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো সাইটের সাহায্য নিতে হবে । আপনি এই আর্টিকেলটি লেখা ক্ষেত্রে যে সাইট থেকে সাহায্য নিবেন সেটি থেকে সর্বোচ্চ 25 শতাংশ নিতে পারবেন সোর্স উল্লেখ করে। আর বাকি 75 শতাংশ আপনার নিজের মতো লিখতে হবে ।

প্রশ্ন: ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তরঃ ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে অবশ্যই আপনাকে 75 থেকে 80 শতাংশ নিজের মতো করে লিখতে হবে এবং বাকিটুকু যে সাইট থেকে নিবেন সেই সাইটের সোর্স উল্লেখ করতে হবে । আপনি যদি কোনো লেখা হুবাহু কপি করেন তাহলে সেটি ইনভাইটেড কমার ভিতর রাখতে হবে ।

প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তরঃ একটি মাত্র ছবি, বা, ১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোস্ট "মাইক্রো পোস্ট" হিসাবে গণ্য করা হবে । বার বার "মাইক্রো পোস্ট" করা ব্লগারকে "spammer" হিসাবে গণ্য করা হবে ।

প্রশ্ন: প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে? [ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ]

উত্তরঃ "আমার বাংলা ব্লগ" -এ প্রতি ২৪ ঘন্টায় এক জন ব্লগার সর্বোচ্চ ৩টি পোস্ট করতে পারবেন । তার বেশি পোস্ট করাকে স্প্যামিং attempt হিসাবে গণ্য করা হবে ।

Sort:  
 2 years ago 

বিষয়গুলো মোটামুটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আপনার পোষ্ট থেকে বোঝা যাচ্ছে। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত দশটায় আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি সব বিষয়ে বুঝে লেখার জন্য ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60666.02
ETH 2636.73
USDT 1.00
SBD 2.60