" মালঞ্চ পুষ্প কেন্দ্র নার্সারি " পরিদর্শন এর কিছু ফটোগ্রাফি ।। ২১ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি @firozgazi বাংলাদেশের নাগরিক
২১,জুন ,২০২২
মঙ্গলবার

হ্যালো বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি "আমার বাংলা ব্লগ" পরিবারের সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি ।

আজ আমি আপনাদের সাথে "মালঞ্চ পুষ্প কেন্দ্র নার্সারি" পরিদর্শন এর কিছু ফটোগ্রাফি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ।

মালঞ্চ পুষ্প কেন্দ্র নার্সারি

ফটোগ্রাফি -১

IMG20220620185727.jpg

বিকালে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে "মালঞ্চ পুষ্প কেন্দ্র নার্সারি" টি দেখতে পায় । এই নার্সারিটি আমি সেখানে থাকি তার থেকে কিছু দূরে অবস্থিত । এর আগে এই নার্সারিটি আমি অনেক বার দেখেছি কিন্তু এর ভিতরে প্রবেশ করা হয় নাই । কিন্তু এবার দেখে এর ভিতরটা পরিদর্শন করতে মন চাইলো । তাই আমি আর আমার ফ্রেন্ড চলে যায় এর ভিতরটি ঘুরে দেখার জন্য ।

ফটোগ্রাফি-২

IMG20220620185214.jpg

নার্সারি এর ভিতরে ঢুকে এই ফুলটি প্রথম দেখতে পাই । ফলটি দেখতে সত্যি অনেক সুন্দর । এই ফুলটির নাম আমার সঠিক জানা নাই ।

ফটোগ্রাফি-৩

IMG20220620184912.jpg

এটি একটি জবা ফুল ।

ফটোগ্রাফি-৪

IMG20220620185049.jpg

এটি একটি কাঠ গোলাপ ফুল ।

ফটোগ্রাফি-৫

IMG20220620185651.jpg

এটি একটি ল্যান্টেনা ফুল ।

ফটোগ্রাফি-৬

IMG20220620184941.jpg

ফটোগ্রাফি-৭

IMG20220620185023.jpg

ফটোগ্রাফি-৮

IMG20220620185510.jpg

ফটোগ্রাফি-৯

IMG20220620185627.jpg

ফটোগ্রাফি-১০

IMG20220620185131.jpg

ফটোগ্রাফি-১১

IMG20220620185057.jpg

ফটোগ্রাফি-১২

IMG20220620185006.jpg

ফটোগ্রাফি-১৩

IMG20220620185551.jpg

এই নার্সারি এর ভিতর অনেক সুন্দর সুন্দর ফুল ছিল । তার মধ্যে এমন অনেক ফুল ছিল সেগুলোর নাম আমার জানা নাই । কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল ।

যেহেতু এখন বর্ষার সময় তাই আমাদের এদিকে এখন প্রতিদিন প্রায় বর্ষা হয় । বর্ষার কারণে নার্সারি টির ভিতরে কাদা হয়ে গেছিল । কারণ নার্সারি টির মাঝখানে একটি ইটের পথ ছিল এবং চার সাইটে মাটির পথ ছিল । এই কারণে নার্সারি টির ভিতরে সম্পন্ন ঘুরে দেখতে মন চাইলেও কাদার কারণে ঘুরে দেখতে পারি নাই । কিন্তু যতটুকু দেখতে পেরেছি তাতে অনেক ভাল লাগছিল । এর ভিতরে সবকিছু এত সুন্দর করে সাজানো গোছানো ছিল যে দেখে খুবই ভালো লাগলো। মনে হল এই নার্সারি টির মালিক এর ভিতরের সবকিছু প্রতিদিনই পর্যবেক্ষণ করে ।

এটির ভিতরে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসলাম । সত্যি আজ এই নার্সারিটি পরিদর্শন করে অনেক ভালো লাগলো ।

image.png

image.png

আমি আমার পোস্টটি এখানে শেষ করছি । কোন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ‌। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

ছবির বিস্তারিত

প্রশ্নউত্তর
ডিভাইসঅপো এ-১২
লোকেশনমালঞ্চ পুষ্প কেন্দ্র নার্সারি
ফটোগ্রাফার@firozgazi
Sort:  
 2 years ago 

আপনি নার্সারির অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে তুলে ধরেছেন। নার্সারিতে আমার খুব পছন্দ হয়েছে। অনার্সের জন্য কাজ গুলো অনেক সুন্দর। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

আমার যদি ভুল না হয়,তাহলে আপনি বেশির ভাগ ফুলের নাম ভুল লিখেছেন। তিন নম্বর ফুলটা জবা,৪ নম্বর টা কাঠ গোলাপ ও ৫ নং নম্বরটা ল্যান্টেনা ফুল।দেখে নিবেন।ধন্যবাদ

 2 years ago 

আপু আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ‌।

 2 years ago 

আপনার নার্সারি ভ্রমণ দেখে খুব ভালো লাগলো। আসলে পরিবেশের জন্য গাছের কোন বিকল্প নাই। আপনার নার্সারি ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। আসলে আপনার অনেকগুলো লেখার বানান ভুল রয়েছে শুদ্ধ করে নিবেন আশা করি। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য । আমি পরের বার থেকে সবোর্চ্চ চেষ্টা করব বানান শুদ্ধ করে পোস্ট করার জন্য ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো শুনে মনমুগ্ধকর তা সকলেরই শিকার করা লাগবে। মনে হয় কিছু ফুলের নাম ভুল বলেছেন। তবে নার্সারি থেকে এত সুন্দর সুন্দর ছবি ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আমার খুব ভালো লাগলো।

 2 years ago 

হাঁ ভাইয়া কিছু ফুলের নাম ভুল হয়েছিল সেগুলো এডিট করে নিয়েছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

নার্সারির ভেতরে যখন যাই, অনেক অনেক ফুল ও গাছের মাঝে কিছু সময় কাটাতে ভালই লাগে।
নার্সারির ভেতর আপনি চমৎকার কিছু ফুল ও গাছের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগলো। তবে ভাইয়া আপনি বোধহয় ৩,৪,ও ৫ নাম্বার ফুলের নাম গুলো ভুল লিখেছেন। একটু দেখে এডিট করে নেবেন।

 2 years ago 

নার্সারির ভিতরে প্রবেশ করলে সত্যিই অনেক ভালো লাগে ‌। আপু আমার ভুলগুলো এডিট করে নিয়েছি । আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

এটি একটি জবা ফুল । এমনিতেই গোলাপ ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে । বিশেষ করে হলুদ গোলাপ গুলো দেখতে অনেকটাই অন্যরকম লাগে

এই প্যারাটা আমি ঠিক বুঝতে পারলাম না। পোস্ট লেখার পরে সাবমিট করার আগে পুরো পোস্টে একবার চোখ বুলিয়ে নেবেন। তাহলে ভুলের পরিমাণ অনেক কমে আসবে।

 2 years ago 

ঠিক আছে ভাইয়া। কাল ফুলের নামটি এডিট করেছিলাম কিন্তু নিচের গুলো এডিট করতে ভুলে গিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.29
ETH 2435.35
USDT 1.00
SBD 2.33