রঙিন কাগজের তৈরি ওয়ালমেট। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২৫ বৈশাখ | ১৪২৯, বঙ্গাব্দ | রবিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। দেখতে দেখতে পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষ হয়ে গেল। আজ থেকে আবার অফিস আদালত খোলা। সবাই ব্যস্ত যার যার কর্মস্থলে ফিরতে। মুসলমানদের সবচাইতে বৃহত্তম দুইটি অনুষ্ঠান হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আবার হয়তো দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে এই রোজার ঈদ পাবার জন্য। ততদিনে আমাদের মধ্যে অনেকেই চলে চলে যাবে ওপারে। তাই সময় থাকতে সবার উচিত পরকালের পাথেয় সঞ্চয় করা। যাই হোক প্রায় দুই সপ্তাহ পর আবার আপনাদের সামনে হাজির হলাম রঙিন কাগজ দিয়ে তৈরি একটি ওয়ালমেট নিয়ে। আমাদের এই কমিউনিটিতে ইতিপূর্বে অনেকেই এই ওয়ালমেটটি তৈরি করেছেন। তাদের দেখে দেখে আমারও ইচ্ছে হলো এমন একটি ওয়ালমেট তৈরি করার। কেমন হলো আশা করি তা আপনারা জানাবেন। আসুন তবে শুরু করা যায়।

20220508_125448.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল

20220508_113953.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

এ ফোর সাইজের একটি লাল কাগজ দিয়ে একপাশ থেকে ভাজ করতে থাকি। একটি ভাঁজ যেদিকে হবে অন্য ভাজটি তার বিপরীত দিকে দিতে হবে। এভাবে সমান দূরত্ব রেখে শুরু থেকে শেষ পর্যন্ত কাগজটি ভাজ করি।

20220508_114058.jpg20220508_114159.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

ভাজকৃত কাগজটিকে ছোট-বড় বিভিন্ন সাইজের 5 টি খন্ডে টুকরা করি।

20220508_114935.jpg20220508_115117.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

একটি টুকরা নিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে কাগজের দুইপাশে কাঁচি দিয়ে চোখা করে কেটে নেই। এরপর মাঝখান থেকে সমানভাবে ভাজ করি।

20220508_115543.jpg20220508_115646.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

ভাজ এর মাজখানে আঠা দিয়ে দুই পাশের কাগজটি জুড়ে দেই। তাহলে দেখতে অনেকটা ফুলের মত হয়ে যাবে। এভাবে পাঁচটি ফুল তৈরি করি।

20220508_115759.jpg20220508_121126.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

৮×১ ইঞ্চি সাইজের একখণ্ড কালো কাগজ পেচিয়ে পেচিয়ে পাইপের মত বানাই। নিচের দিকে আঠা দিয়ে লাগিয়ে দেই। এভাবে পাঁচটা পাইপ তৈরি করি যা ফুলের কান্ড হিসেবে ব্যবহৃত হবে।

20220508_121349.jpg20220508_121617.jpg20220508_122230.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

এ ফোর সাইজের সাদা একখণ্ড কাগজ নেই। এবার একখণ্ড সবুজ কাগজ নিয়ে ফালি ফালি করে কেটে আঠা দিয়ে সাদা কাগজের চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দেই। তাহলে দেখতে অনেকটা ছবির ফ্রেমের মত লাগবে।

20220508_122524.jpg20220508_122712.jpg20220508_123504.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

গ্লু গান এর আঠা দিয়ে ফুলগুলোকে কান্ডের সঙ্গে লাগিয়ে দেই। তারপর ফুলসহ কান্ড গুলোকে সাদা কাগজের ফ্রেমের উপরে সুন্দরভাবে লাগিয়ে দেই। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের রঙিন কাগজের তৈরি চমৎকার ওয়ালমেট।

20220508_124537.jpg20220508_125200.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৮ঃ

এবার ওয়ালমেটটিকে আঠা দিয়ে পছন্দের দেয়ালের সঙ্গে লাগিয়ে দিলেই কাজ শেষ।

20220508_125438.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

এই ওয়ালমেট আগেও কয়েকবার দেখেছিলাম। সুন্দরভাবে তৈরি করেছেন আপনি। অনেক সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে ফুলগুলো খুব সুন্দর লাগছে। ফুল গুলো তৈরি করার সহজ হলেও দূর থেকে খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমিও এই ওয়ালমেটটি বেশ কয়েকবার দেখেছি। তাই নিজেই একবার চেষ্টা করে দেখলাম। প্রথম বারের চেষ্টায় একেবারে খারাপ হয়নি। তবে ছবিগুলো কেমন যেন ঝাপসা হয়ে গেছে। ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আসলে আপনার ওয়ালমেট জে কোন কালারের দেওয়ালে মানাবে। আপনি চাইলে এটি দেওয়ালে সব সময় রেখে দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

আমি যে ওয়ালমেট গুলো তৈরি করে সেগুলো সত্যিই দেয়ালে টাঙ্গিয়ে রাখি কিছুদিন। এরপর একা একাই খুলে পরে যায়। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

 2 years ago 

কেন ভাই আসলে এটা পড়ার কথা না, কারণ আমার ঘরে এখনো দেওয়ালে অনেক দিন পড়ে রয়েছে। মনে হয় ঘাম বাড়িয়ে দিলে খুলে পড়বেনা।

 2 years ago 

কারো কারো তো অফিস গত বৃহস্পতিবারই খুলেছে।যাই হোক আপনার তৈরি ওয়ালমেট টা বেশ সুন্দর হয়েছে। দেয়ালে ঝুলানোতে দেখতে বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ।

 2 years ago 

বৃহস্পতিবারে খোলা থাকলেও অনেকেই ছুটি নিয়ে একেবারে রবিবারে যোগদান করেছে। আমার আপাতত কোন অফিস নেই তাই ঝামেলাও নেই। আপনার মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আমি অনেক দিন আগে এরকম একটি ওয়ালমেট তৈরি করেছিলাম। আমার তৈরি করা ওয়ালমেটটের থেকে আপনার তৈরি করা ওয়ালমেটটি বেশি সুন্দর হয়েছে। এটা ওয়ালে লাগালে দেখতে বেশ দারুণ লাগবে। ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আসলে যত্ন নিয়ে আর উজ্জ্বল রঙের কাগজ ব্যবহার করলে এই ওয়ালমেট টি দেখতে চমৎকার লাগে। যদিও বাস্তবে যতটা সুন্দর হয়েছে ক্যামেরায় ততটা সুন্দর লাগছে না। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

এই ধরনের কাজগুলো যতই দেখি ভালোই লাগে। দেখতে খুব সিম্পল হলেও যত্ন সহকারে তৈরি করা হয় ভাবলেই তো মনটা ভরে ওঠে খুশিতে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট টা খুবই দারুণ ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে ভাই। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এ ধরনের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। তবে সমস্যা হচ্ছে বাড়িতে ছোট বাচ্চারা থাকার কারণে রাত গভীর না হলে কাজ করার সময় পাইনা। ভালো থাকবেন সাইফুল ভাই।

 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। আমিও এরকম ওয়ালমেট তৈরি করতে চেয়েছি। তবে আপনার কাছে তৈরি করা দেখে অনেক ভালো লাগলো। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। ওয়ালমেট তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়ালমেটটি তৈরি করা একেবারেই সোজা। আজকেই বানিয়ে ফেলুন। আশাকরি আমারটার চাইতে আপনার টা আরো বেশি সুন্দর হবে। ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট চমৎকার হয়েছে 👌
এধরনের কাগজের তৈরি জিনিস সত্যিই দারুন লাগে বানাতে আর তৈরির পর একটা অন্যরকম অনুভূতি হয়।
ভালো ছিল ভাই।
শুভ কামনা রইল 🥀

 2 years ago 

দামি উপকরণ আর একটু যত্ন নিয়ে তৈরি করতে পারলে এগুলো আসলেই ঘরে টাঙিয়ে রাখার মত একটা শিল্পকর্ম হয়ে দাঁড়ায়। সবচাইতে বড় কথা হলো নিজ হাতে তৈরি জিনিসের কদরই আলাদা। ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার ওয়ালমেট টি দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে ভাই। আসলে রঙিন কাগজ দিয়ে যদি একটু সুন্দর করে বানানো যায় কোন ওয়ালমেট তাহলে দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

আপনার বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি। প্রয়োজন শুধু একটু আন্তরিকতা আর যত্ন তাহলেই অসাধারন সব ক্রাফট তৈরি হয়ে যায়।

 2 years ago 

রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমারও খুব ইচ্ছা রঙিন কাগজ দিয়ে এইভাবে DIY পোস্ট গুলো করার। কিন্তু আমি করতে পারিনা আর ইচ্ছা থাকলেও সময় হয় না। আপনিতো খুব ভালো ভাবেই ওয়ালমেটের কাজটি সম্পন্ন করেছেন দেখে খুব ভালো লাগছে। এভাবে এগিয়ে যান ধন্যবাদ।

 2 years ago 

আসলে চাইলেই সবকিছু করা যায় না। আপনার হাতে হয়তো সময় নেই তাই পারেন না। আর আমার যথেষ্ট সময় আছে তাই একটু চেষ্টা করি আরকি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি পারেন জন্য আপনার কাছে সহজ মনে হয়। আমার কাছে তো খুবই কঠিন লাগে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব দক্ষতার সাথে অলমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ভালো লাগলো দেখে, শুভকামনা রইল।

 2 years ago 

সব সময় এভাবে দারুন দারুন সব কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60562.69
ETH 2903.08
USDT 1.00
SBD 2.34