রঙিন কাগজের তৈরি ওয়ালমেট। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৭ বৈশাখ | ১৪২৯, বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। একমাস সিয়াম সাধনার পর প্রত্যেক মুসলমানের জন্য আনন্দের দিন এই ঈদ-উল-ফিতর। উৎসবের আনন্দে ভরে উঠে প্রতিটি মুসলমানের ঘর কিন্তু দুঃখের বিষয় এই উৎসবটি যেমন হওয়ার কথা ছিল তেমনটি আর হয় না। ধনী গরিব সবার জন্য ঈদ আনন্দের দিন হলেও ধনীরা একদিকে যেমন ভোগ বিলাসে মত্ত, তেমনি গরীবের ঘরে দু'বেলা দু'মুঠো খাবার জোগানোই মুশকিল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সবচাইতে বেশি হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। তারা না পারছে কারো কাছে হাত পাততে না পাচ্ছে সাধ্যানুযায়ী আয় রোজগার বাড়াতে। যাই হোক ঈদের দিনটি ধনি গরিব নির্বিশেষে সবার জন্য আনন্দের দিন হয়ে উঠুক এই প্রত্যাশা সব সময়। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি diy প্রজেক্ট নিয়ে। রঙিন কাগজ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় চমৎকার একটি ওয়ালমেটটি। আপনাদের কেমন লাগলো তা আশা করি অবশ্যই জানাবেন। আসুন তাহলে শুরু করা যাক।

20220430_004515.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • পেন্সিল

20220430_002552.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

শুরুতেই ৪×৪ ইঞ্চি সাইজের এক খন্ড রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে কোনাকুনিভাবে ভাজ করি।

20220430_000948.jpg

20220430_001030.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

মাঝখান থেকে আরেকটি ভাজ করি এরপর পেন্সিল দিয়ে চিত্রের মত করে লম্বা লম্বা দাগ টানি।

20220430_001146.jpg

20220430_001400.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

কাঁচি দিয়ে পেন্সিলের দাগ বরাবর কেটে ফেলি। এরপর ভাজ খুললেই পাওয়া যাবে চিত্রের মত আকৃতি।

20220430_001504.jpg

20220430_001532.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

এবার একেবারের মাঝখানের দুই পাশের দুটি অংশ টেনে এনে আঠা দিয়ে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দেই।

20220430_002040.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

কাগজটি উল্টে দিয়ে আবারো দুই পাশ থেকে দুইটি কাগজ টেনে এনে আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220430_002244.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

একই পদ্ধতিতে প্রতিটি কাগজ একটি একপাশে এবং আরেকটি বিপরীত পাশে জোড়া লাগাই। সবগুলো লাগানো হয়ে গেলে দেখতে চিত্রের মত লাগবে।

20220430_002434.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

একই পদ্ধতিতে তিনটি ফুল তৈরি করি। চাইলে আপনারা বিভিন্ন রং এর কাগজ ব্যবহার করে ভিন্ন ভিন্ন ধরনের ফুল বানাতে পারেন। তাহলে দেখতে আরো বেশী সুন্দর লাগবে।

20220430_003939.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৮ঃ

একটি ফুলের উপরের দিকের কাগজে আঠা লাগাই এরপর অন্য একটি ফুলের সঙ্গে জোড়া লাগাই।

20220430_004040.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৯ঃ

তিনটি ফুলকেই একটির সঙ্গে আরেকটি জোড়া লাগাই। একেবারে শেষ পর্যায়ে একটি সুতা অথবা রঙিন কাগজ ফুলগুলোর একপ্রান্তে জোড়া লাগিয়ে দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দেই। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের রঙিন কাগজের তৈরি ওয়ালমেট।

20220430_004148.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট আপনি খুব সুচারুরূপে করেছেন। দোয়া করি আরো অনেক দূর এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল। জানিনা আমি কতটুকু ইম্প্রব করতে পারবো। আমার জন্য দোয়া করবেন।

 2 years ago 

অবশ্যই ভাই, আপনার জন্য দোয়া রইল। সৃষ্টিকর্তা যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। ভালো থাকবেন সাবধানে থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই দারুন হয়েছে আপনার ওয়ালমেট টা এবং গুছিয়ে আপনি ধাপ গুলো উপস্থাপনা করেছেন শুভ কামনা রইল।

 2 years ago 

ওয়ালমেট তৈরি করা আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। প্রতি সপ্তাহে অন্তত দুটি পোস্ট করি যেখানে রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানোর চেষ্টা করি। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত। ভালো থাকবেন ভাই

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আমার বেশি ভাল লাগলো। দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিকভাবে তুলে ধরেছেন। এই ধরনের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে।

 2 years ago 

এই কাজগুলো করতে আমারও অনেক ভালো লাগে কিন্তু অনেক সময় এবং পরিশ্রমের কাজ। তাই চাইলেও সব সময় করতে পারি না। ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে ।অনেক ভালো লাগলো আমার কাছে। ওয়ালমেট তৈরির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমার বানানো ওয়ালমেট টি আপনার ভালো লেগেছে জেনে আমি সত্যি অনেক খুশি হয়েছি। এত পরিশ্রমের একটি কাজের পর আপনাদের এমন সুন্দর মন্তব্য সত্যিই অনেক উৎসাহদায়ক। ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজের অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এই ওয়ালমেট ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। আমিও এরকম তৈরি করে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। এই ওয়ালমেট তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যেহেতু আপনি এগুলো তৈরি করেন কাজেই আপনার খুব ভালভাবেই জানা আছে এগুলো কেমন পরিশ্রম আর সময় সাপেক্ষ ব্যাপার। আপনার তৈরি বিভিন্ন কাজ আমি দেখেছি। অনেক দক্ষতা আছে আপনার এ ব্যাপারে। ধন্যবাদ আপু

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন এবং তা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা কিন্তু খুবই ভাল হয়েছে এবং চমৎকারভাবে প্রতিটি ধাপ আপনি আমাদেরকে দেখিয়েছেন। সব মিলিয়ে অনেক ভালো হয়েছে আপনার পোস্টটি।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন ভাই

 2 years ago 

খুবই ভালো লাগলো ভাই আপনার এত সুন্দর একটি ড্রাই পোস্ট দেখে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ ছিল খুবই মনমুগ্ধকর। কেচি দিয়ে ভালোভাবে কেটে কেটে পাপড়ি বানিয়েছেন। এরপর এপাশ ওপাশ করে লাগিয়ে কাজ সম্পন্ন করেছেন।

 2 years ago 

আসলে কাজগুলো করা যেমন সহজ বলে বোঝানো সত্যিই অনেক কষ্টের। ভালো হতো ভিডিও আকারে উপস্থাপন করতে পারলেন। ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই ভিন্নধর্মী একটি ওয়ালমেট আপনি বানিয়েছেন। আমিতো হঠাৎ করে দেখে মনে করেছিলাম এটা বুঝি বাসের চিকন চিকন পাতা দিয়ে বানানো হয়েছে পরে দেখলাম না কাগজ দিয়ে আপনি চিকন করে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ভালো একটি আইডিদিয়েছেন তো। বাঁশের পাতা দিয়ে এমন কিছু বানালে সত্যিই চমৎকার হত। আইডিয়াটা মাথায় থাকলো। ভবিষ্যতে চেষ্টা করব এমন কিছু বানানো যায় কিনা। ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কাগজ কেটে গেছে আপনি অনেক দক্ষতার সঙ্গে এটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি একসময় নিজে নিজেই অনেক ভালো কিছু বানাতে পারব। ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখে মনে হচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে এবং সময় নিয়ে তৈরি করেছেন। অনেক সুন্দর এই ওয়ালমেট তৈরি করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ওয়ালমেট তৈরি করা আসলেই অনেক সময়ের ব্যাপার। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি সাধারণত এই কাজটি শুরু করি। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66186.23
ETH 3494.08
USDT 1.00
SBD 3.17