পোস্ট করার কিছু সাধারণ নিয়ম নীতি। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ- ২২ ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। মনের ভাব প্রকাশ করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমে যত সহজে মনের ভাব প্রকাশ করা যায় অন্য কোনভাবেই তা এত সহজ নয়। আর এই ভাষার ব্যবহারে একেকজনের দক্ষতা এক এক রকম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের উপস্থাপন এবং ভাষাগত দক্ষতার কারণে সকলের প্রিয় পাত্র হয়ে ওঠেন। বিশেষ অনুষ্ঠান বা জনসমাগমে তাদের চাহিদা থাকে অন্য লেভেলের। আবার অনেকেই আছেন যারা সকলের মাঝে কথা বলতে লজ্জাবোধ করেন। আমরা ভাষার মাধ্যমে মৌখিকভাবে যেমন মনের ভাব প্রকাশ করতে পারি তেমনি লিখিতভাবে মনের ভাব প্রকাশ করা যায়। তবে উভয় ক্ষেত্রেই রয়েছে কিছু সাধারণ সৌজন্যবোধ আর নিয়ম নীতি। যা কোথাও লেখা না থাকলেও অবশ্য পালনীয়। বাংলা ভাষায় নিজের মত প্রকাশের একমাত্র ব্লগিং সাইট আমার বাংলা ব্লগে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট লিখে থাকি। এই পোস্ট গুলো লেখার ব্যাপারে যেমন আছে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি, তেমনি এখানে মন্তব্য করার জন্যেও জানা দরকার কিছু সাধারন আদব-কায়দা বা শিষ্টাচার। বিশেষ করে ডিসকর্ডের জন্য এই নিয়মগুলো বিশেষভাবে প্রযোজ্য। আসুন তবে জেনে নেয়া যাক ভার্চুয়াল জগতের কিছু সাধারন নিয়ম কানুন।

hammer-gfcb17160e_1920.jpg

Source

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

পোস্ট করার ক্ষেত্রে কিছু সাধারন নিয়ম কানুন।

  1. কোন বিষয়ে পোস্ট করবার পূর্বে অবশ্যই সম্পুর্ন পোস্টটি অন্তত একবার হলেও পড়তে হবে। যাতে কোন ভুল হয়ে থাকলে তা শুধরে নেয়া যায়।

  2. পোস্ট এর শিরোনাম লেখার ব্যাপারে কৌশলী হতে হবে। কেননা আপনার পোষ্টটি রিপ্রেজেন্ট করবে আপনার হেডিং বা শিরোনাম। একটি আকর্ষণীয় শিরোনামই আপনার লেখাটি পড়ার জন্য পাঠকের মনে আগ্রহ সৃষ্টি করবে।

  3. বানান লেখার ব্যাপারে যত্নবান হতে হবে। আমাদের অনেকের পোস্টই প্রচুর বানান ভুল থাকে যা এক দিকে পোষ্টের গুণগত মান নষ্ট করে। অন্যদিকে পাঠকের মনে লেখক সম্বন্ধে নেতিবাচক ধারণার সৃষ্টি করে।

  4. আমরা অনেকেই ভয়েস টাইপিং করে থাকি ভয়েস টাইপিং এর সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রথমে শব্দগুলো ঠিকমত আসলেও কিছুক্ষণ পরে কিছু শব্দ পরিবর্তিত হয়ে যায়। পোস্ট করার পূর্বে এগুলো অবশ্যই দেখে নিতে হবে।

  5. যে বিষয়ে ভালো জ্ঞান এবং দক্ষতা আছে সে বিষয়গুলো নিয়ে পোস্ট লেখা উচিত। প্রয়োজনে বিষয়ভিত্তিক জ্ঞান আহরনের জন্য যথেষ্ট পরিমাণে স্টাডি করা আবশ্যক। শুধু সংখ্যা বাড়ানোর জন্যই যেনো পোস্ট গুলো না হয়।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

office-g188a9ec0d_1920.jpg

Source

এবার আসা যাক কমেন্টস করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখা জরুরি-

  1. কারো পোস্টে মন্তব্য করার আগে অবশ্যই সম্পুর্ন পোষ্ট টি ভালোভাবে পড়তে হবে।

  2. শুধু সংখ্যা বাড়ানোর জন্য কমেন্ট না করে ভাল পোষ্ট গুলোতে মন্তব্য করুন তাহলে তারাও উৎসাহিত হবে।

  3. শিশুসুলভ বা মানসম্মত নয় এমন পোষ্ট গুলোতে মিথ্যে উৎসাহমূলক মন্তব্য না করে ভদ্রভাবে ভুলগুলো ধরিয়ে দিন। ভবিষ্যতে ভালো কাজের জন্য উৎসাহিত করুন।

  4. যেহেতু ব্লকচেইন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে সবাই সবার তথ্য দেখতে পায় তাই এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন যা কাউকে বিব্রত করে বা লজ্জায় ফেলে দেয়।

  5. আমি মনে করি মন্তব্য হওয়া উচিত বিষয়ভিত্তিক এবং সংক্ষিপ্ত। মন্তব্য যেন কোনোভাবেই পোস্ট এর চাইতে বড় না হয়ে যায়। তাই মন্তব্যের মাধ্যমে সংক্ষেপে সুন্দরভাবে আপনার মনের ভাব প্রকাশ করুন ।

  6. অযথা কাউকে তেল দেয়া থেকে বিরত থাকুন প্রশংসা সবাই পছন্দ করে কিন্তু এত বেশি প্রশংসা করা উচিত নয় যা আপনাকে অন্যের কাছে চাটুকার বানিয়ে ফেলে তাই আমি মনে করি তোষামোদি না করে প্রত্যেকের ভালো কাজের যথাযথ প্রশংসা করা উচিত ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

success-g968b0691c_1280.jpg

Source

এগুলো ছাড়াও কমিউনিটির কাজের জন্য আছে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি। যেগুলো আমাদের প্রত্যেকেরই যথাযথভাবে অনুসরণ করা উচিত। আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Sort:  
 2 years ago 

অসাধারণ একটি বিষয় নিয়ে আপনি লিখেছেন ভাই। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার পোস্টটি । এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট এইটি। আপনি খুব সুন্দর করে পোস্ট করার নিয়ম এবং কমেন্ট করার নিয়ম সবকিছু বর্ণনা সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। এইরকম গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার দৃষ্টিতে যতটুকু মনে হয়েছে সেটুকুই' তুলে ধরলাম। আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আমি আনন্দিত।

 2 years ago 

ভাই আপনি আজকে পোস্ট করার ক্ষেত্রে এবং কমেন্ট করার ক্ষেত্রে বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা নিয়ম-কানুন আমাদের সকলেরই পালন করা উচিত। একজন প্রকৃত ব্লগার বা সফল ব্লগার আমি মনে করি এই কাজ গুলো সঠিক ভাবে পালন করে বলেই সে তার উপযুক্ত স্থানে পৌঁছাতে পেরেছে।

অযথা কাউকে তেল দেয়া থেকে বিরত থাকুন প্রশংসা সবাই পছন্দ করে কিন্তু এত বেশি প্রশংসা করা উচিত নয় যা আপনাকে অন্যের কাছে চাটুকার বানিয়ে ফেলে তাই আমি মনে করি তোষামোদি না করে প্রত্যেকের ভালো কাজের যথাযথ প্রশংসা করা উচিত ।

ভাই তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির লক্ষণ। ভাই আপনি চাইলেও তেল দেয়া বন্ধ করতে পারবেন না, তবে আমাদের উচিত প্রকৃত মন্তব্যটির মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করা ভালো হলে ভালো। ভালো না হইলে সেভাবেই মন্তব্য করে তাকে ভবিষ্যতে কাজে মনোযোগী হওয়ায় উদ্বুদ্ধ করা।

বিষয়টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন তেল দেয়া বর্তমানে আমাদের একটা জাতীয় চরিত্র হয়ে গেছে। স্পষ্ট কথা বলতে আমরা এখন ভয় পাই।

 2 years ago 

খুবই সুন্দর কিছু টিপস দিয়েছেন পোস্ট ও কমেন্ট করার ক্ষেত্রে। সব গুলা বিষয় পড়লাম ভালো লাগলো।

শুধু সংখ্যা বাড়ানোর জন্য কমেন্ট না করে ভাল পোষ্ট গুলোতে মন্তব্য করুন তাহলে তারাও উৎসাহিত হবে।

এটার সাথে সম্পুর্ন এক মত। কমিউনিটিতে এখন এটাই বেশি হচ্ছে। অনেকে দিনে ৪০-৭০ টা কমেন্ট করে কিভাবে বুঝিনা। কারন একটা পোস্ট পড়ে কমেন্ট করতে আমার আগে ৫-১০ মিনিট লাগতো। কিন্তু এখন কমিয়ে নিয়েছি। কারণ কিছু করার নাই। ওনাদের সাথে পাল্লা দিয়ে থাকতে হলে এখন ওনাদের মতই করতে হবে।

 2 years ago 

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন। আমার মত বেকার মানুষের পক্ষেই একমাত্র এটা করা সম্ভব কিন্তু এতগুলো কমেন্ট করতে আমিও পারিনা। আর যাদের অন্যান্য কাজ আছে তারা কিভাবে করে উপরওয়ালাই জানে।

 2 years ago 

নিজেকে সৃজনশীল হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ,জ্ঞানগর্ভমুলক,তথ্য ভিত্তিক অত্যন্ত চমৎকার করে পর্বটি সাজিয়েছেন। শুধু তাই নয় আপনি অত্যন্ত মূল্যবান ,সচেতনমূলক বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমরা যদি উক্ত বিষয়গুলো মেনে ব্লগিং করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা একজন ভালো গুণগত মানের ব্লগার হতে পারব।

  • চমৎকার করে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
 2 years ago 
খুবই সুন্দর মানসম্মত একটি পোস্ট করছেন ভাই। এটা নতুন পুরাতন সবার অনেক উপকারে আসবে। পোস্টটি রিস্টিম করে ওয়ালে রেখে দিলাম। আশা করি এরকম আরো শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ ভাই। 💞💞💞
 2 years ago 

রেস্টিং করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি সম্মানিত বোধ করলাম।

 2 years ago 

এক কথায় আপনি একটি শিক্ষনীয় পোস্ট করেছেন। অনেকেরই এই বিষয়গুলো অজানা আছে তারা এই বিষয়গুলো আপনার পোস্ট পড়ে পুরোপুরি ধারণা নিতে পারবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

 2 years ago 

আপনাকে স্বাগতম প্রিয় ভাইজান 💚

 2 years ago 

মনের কথা গুলো লিখে দিলেন । খুবি ভাল লাগলো আপনার পোষ্ট টি পড়ে। সংক্ষিপ্ত অথচ বিষয়ভিত্তিক মন্তব্য করতে চাই কিন্তু সমস্যা অন্য জায়গায়। সত্য বলতে গিয়ে বনে গিয়েছিলাম এভাবে বলতে হয় না , অথচ সত্য সবসময় তেতো হয় । ধন্যবাদ।

 2 years ago 

আশা করি ভবিষ্যতে সত্য বলার জন্য আপনাকে বনে যেতে হবে না। আমাদের এই কমিউনিটিকেই আমরা সেভাবে গড়ে তুলতে পারব

 2 years ago 

আপনার পোষ্টটি উপস্থাপন করা প্রত্যেকটা টপিক এর পয়েন্ট গুলো জাস্ট অসাধারণ ছিল। আপনি আমাদের মাঝে দারুন একটা পোষ্ট শেয়ার করেছেন বিশেষ করে কমেন্ট এবং পোস্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করা উচিত । আপনার এই পোষ্টটিতে বিষয়গুলো অনেক সুন্দর ভাবে গোছানো আছে এটি পড়ে অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে এমন যুক্তিশীল একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন ভাই। আসলে আমাদের সবারই পোস্ট করার ক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হয়। কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই সেই পোস্টটি সম্পুর্ণ পড়ে নিতে হবে। এই নিয়মগুলোকে ঠিক রেখে আমরা পোস্ট এবং কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্ট করার নিয়ম নীতি সম্পর্কে ভালোই অবগত আছেন দেখছি। আসলে আপনি আজকে একটি শিক্ষনীয় পোস্ট করলেন। আমি আমার বাংলা ব্লক কমিউনিটির যেসকল নিয়ম-শৃঙ্খলা রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করি যা থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারব ভুল থেকে সাবধান থাকতে পারবো। আপনার পোস্ট থেকে অনেকের উপকারে আসবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নিয়ম-নীতিগুলো আপনাদের কাছ থেকে একটু একটু করে শিখছি। আর আমার চোখে যে বিষয়গুলো মনে হল তাই তুলে ধরলাম। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58