কিউট বিড়ালের অরিগামি। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ৮ চৈত্র | ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। মানুষের মন খুবই বৈচিত্র্যময়। সেইসঙ্গে বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী। মানুষে মানুষে যেমন ভেদাভেদ থাকে তেমনি থাকে রুচিগত পার্থক্য। আমাদের এই কমিউনিটির অনেকেই আছেন যারা বিড়াল পুষতে পছন্দ করেন। বিড়াল দেখতে যেমন সুন্দর তেমনি খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন একটি প্রাণি। এরা সাধারণত বাড়িঘর তেমন একটা নোংরা করে না। দেখতে ভীষণ সুন্দর এই প্রাণীটির অরিগামি নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি অরিগামি হচ্ছে কাগজ ভাঁজ করে বিভিন্ন জিনিস বানানোর জাপানি কৌশল। এই কাগজ দিয়ে কত কিছু যে বানানো যায় তা এই কমিউনিটিতে যোগদান না করলে হয়তো জানতেই পারতাম না। কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে কাগজ দিয়ে আমি বিড়ালটি বানালাম। কেমন লাগলো আশা করি তা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

GridArt_20220322_001240950.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • পেন্সিল

20220321_223218.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

১×৮ ইঞ্চি দৈর্ঘ্যের একখণ্ড কাল কাগজ নিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে ভাজ করে দুই প্রান্ত আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220321_223440.jpg20220321_224446.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

১×১.৫ ইঞ্চি সাইজের একখণ্ড কালো কাগজ নিয়ে হার্ট আকৃতিতে কেটে নেই যা বিড়ালের মাথা হিসেবে ব্যবহৃত হবে।

20220321_224612.jpg20220321_225114.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

2 খন্ড কালো কাগজ কেটে চিত্রে প্রদর্শিত আকৃতিতে বিড়ালের কান বানাই।

20220321_225152.jpg20220321_225354.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

এবার দুইখণ্ড লাল কাগজ কেটে আগের কাল কাগজের তুলনায় কিছুটা ছোট দুইটি কান বানাই।

20220321_225437.jpg20220321_225659.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

কালো কাগজ দুটির উপর লাল কাগজ দুটি আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220321_230051.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

কান দুটি আটা দিয়ে বিড়ালের মাথার সঙ্গে লাগিয়ে দেই। এরপর সাদা কাগজ কেটে দুটি চোখ বানাই আর নাক বানিয়ে আঠা দিয়ে মাথার সঙ্গে লাগিয়ে দেই।

20220321_230246.jpg20220321_231654.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

সাদা কাগজ চিকন ফালী করে কেটে বিড়ালের গোফ বানাই এবং আঠা দিয়ে গোফগুলো লাগিয়ে দেই। ছোট একখণ্ড কাগজ কেটে মাথার পিছনে লাগিয়ে দেই যা বিড়ালের গলা হিসেবে ব্যবহৃত হবে।

20220321_231932.jpg20220321_232710.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৮ঃ

মাথাটা দেহের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দেই। সেই সঙ্গে ছোট্ট একফালি কাগজ কেটে লেজ তৈরি করে বিড়ালের পেছনে আঠা দিয়ে লাগিয়ে দেই। হয়ে গেল আমাদের বিড়ালের অরিগামি।

20220321_232919.jpg20220321_233040.jpg

20220321_233433.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

বাহ খুব সুন্দর একটি বিড়ালের অরিগামি প্রস্তুত করেছেন তো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে সত্যিই আপনার নতুন বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কাল পেপার দিয়ে কিউট বিড়ালের অরিগামি জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এবং আমার অনেক ভালো লেগেছে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি জিনিস উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দারুন একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি বিড়ালের অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন। কাগজের এই বিড়ালের এই অরিগামি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিড়াল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত সেইসঙ্গে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কিউট বিড়ালের অরিগামির চমৎকার এক প্রজেক্ট বানিয়েছেন ভাই। এক কথায় অসাধারন কাজ। কিভাবে যে পারেন এতো সুন্দর করে জিনিশ গুলো বানাইতে মাথায়ই আসেনা। খুব সুন্দর করে ধাপে ধাপে বানিয়েছেন। উপস্থাপনা বেশ ভালো ছিলো। শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

ভাই আপনিও যে কীভাবে এত সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করেন এটাও আমার মাথায় আসে না হাহাহাহা। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক চমৎকার করে কিউট বিড়ালের অরিগামি তৈরি করেছেন। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। আপনার কিউট বিড়ালের অরিগমির প্রত্যেকটা পার্ট সুন্দর দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। কিউট বিড়ালের অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে কিউট বিড়ালের অরিগামি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

দোয়া করবেন ভাই যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। ভালো থাকবেন

 3 years ago 

খুবই চমৎকার একটি কিউট বিড়ালের অরিগামি তৈরি করেছেন ভাই। লাল কালো সাদা রঙিন কাগজ ব্যবহার করে আপনি যে বিড়ালটি তৈরি করেছেন তা দেখতে সত্যিই খুবই আকর্ষণীয় একটি বিড়াল মনে হচ্ছে। বিড়ালের কান দুটো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া, রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি কিউট বিড়ালের অরিগামি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্যগুলো সব সময় আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অরিগ‍্যামী গুলো দেখলে আমার বেশ আবাক লাগে। কাগজের ভাজে ভাজ দিয়ে সুন্দর প্রাণী তৈরি। বিড়ালের অরিগ‍্যামী টা অনেক ভালো তৈরি করেছেন। এবং সত্যি বিড়ালটা দেখে কিউট মনে হচ্ছে। অনেক সুন্দর উপস্থাপন করেছেন।

 3 years ago 

আপনাদের মন্তব্য গুলো পড়ে মনে হচ্ছে বিড়ালটি একেবারে খারাপ হয়নি। অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার উপস্থাপন করা বিড়ালের অরিগামি ‌‌টি‌ সত্যিই অনেক মিষ্টি দেখাচ্ছে। বিশেষ করে আপনি কালো রঙে রঙিন কাগজ ব্যবহার করাতে ব্যাপারটি বেশ চমৎকার হয়েছে । বিড়ালের অরিগামি তৈরি করার প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে । আশা করি ভবিষ্যতে এমন ক্রিয়েটিভিটি সম্পুর্ন পোস্ট আমাদের মাঝে আরও উপস্থাপন করবেন।

 3 years ago 

আপনাদের উৎসাহ পেলে কাজের আগ্রহ শতগুণ বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বিড়াল তৈরি করলেন। সত্যিই আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62802.36
ETH 2462.43
USDT 1.00
SBD 2.62