কাঁচা আমের টক, ঝাল, মিষ্টি আচার। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৯ বৈশাখ /২২ এপ্রিল | ১৪২৮, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| শুক্রবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। পল্লীকবি জসীমউদ্দীনের একটি কবিতার কয়েকটি লাইন বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরছে।

ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।

বৈশাখ মাসে এ দেশে শুরু হয় কালবৈশাখী ঝড়। গাছে গাছে যখন কাঁচা আম থোকায় থোকায় ধরে থাকে, তখন এই ঝড়ে ঝরেপড়া আমগুলো কুড়াতে যে কি পরিমান মজা তা বলে বোঝানো যাবে না। ছোটবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে গাছতলা চলে যেতাম আমি কুড়াতে। এমনকি রাতের বেলা টর্চ লাইট নিয়েও আমি আম কুড়িয়েছি অনেকবার। আর কাঁচা আমের সঙ্গে আচারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কাঁচা আম দিয়ে টক-ঝাল-মিষ্টি বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়। তবে আমার ব্যক্তিগতভাবে পছন্দ এই তিনটি স্বাদের কম্বিনেশন। গত পরশুদিন দমকা বাতাসে আমাদের গাছ থেকে বেশ কিছু ছোট ছোট গুটি আম ঝরে পড়েছিল। তাই কুড়িয়ে এনেছিলাম আচার বানানোর জন্য। এই আচার কাচের বয়ামে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। তবে আমার কাছে এমনিতেই খেতে বেশি ভালো লাগে। আজ এই আচারের রেসিপিটিই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তবে শুরু করা যাক।

20220420_204325.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • কাঁচা আম
  • চিনি অথবা গুর
  • শুকনা মরিচ
  • জিরা
  • গরম মসলা
  • তেজপাতা
  • লবণ
  • সরিষার তেল
  • পাচফোরন
  • রসুন
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
20220420_151238.jpg20220422_145019.jpg20220422_144734.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

প্রথমে কাঁচা আম গুলোকে ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেই।

20220420_150646.jpg

ধাপ ২ঃ

একটি পাত্রে পাচফোরন, জিরা আর শুকনা মরিচ দিয়ে অল্প আঁচে হালকা করে ভেজে নেই।

20220420_151904.jpg

ধাপ ৩ঃ

শিলপাটা অথবা ব্লেন্ডারে ভাজা জিরা, শুকনা মরিচ আর পাঁচফোড়ন গুলো ভালোভাবে গুড়ো করে নেই।

20220420_152303.jpg

ধাপ ৪ঃ

টুকরো করা আমগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে পানি দিয়ে ভাল করে সিদ্ধ করি।

20220420_153845.jpg

ধাপ ৫ঃ

একটি ঝাজরি অথবা চালুনির মধ্যে সিদ্ধ আম গুলো রেখে এ থেকে বাড়তি পানি ঝরিয়ে ফেলি।

20220420_153944.jpg

ধাপ ৬ঃ

একটি পাত্রে সামান্য সরিষার তেল গরম করে তার মধ্যে কয়েকটি শুকনা মরিচ ও রসুন দিয়ে দেই।

20220420_154039.jpg

ধাপ ৭ঃ

পানি ঝরানো সিদ্ধ আমগুলো এর মধ্যে দিয়ে দেই।

20220420_154256.jpg

ধাপ ৮ঃ

এরপর পরিমাণমতো চিনি দেই।কে কেমন মিষ্টি খান তার ওপর চিনির পরিমাণ কমবেশি নির্ভর করবে।

20220420_154350.jpg

ধাপ ৯ঃ

এ পর্যায়ে পরিমান মত হলুদের গুড়া আর আগে থেকে গুড়া করে রাখা মসলাগুলো দিয়ে দেই।

GridArt_20220422_124635672.jpg

ধাপ ১০ঃ

সব উপকরণ গুলো দেয়া শেষ হয়ে গেলে একটি ঘুটনির সাহায্যে ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে দিতে হবে। অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে পানি শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুন স্বাদের টক মিষ্টি ঝাল আমের আচার।

GridArt_20220422_124812383.jpg

20220420_204329(0).jpg

আজকের মত এ পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো আশা করি জানাতে ভুলবেন না। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21

Sort:  
 2 years ago 

ঝড়ের দিনে আম কুড়ানোর দেখে আনন্দ সেটা কেবল গ্রামের দুরন্তপনার ছেলে মেয়েরা একটু বেশি বুঝে। সে যাই হোক কাঁচা আমের আচার একটা কিন্তু বেশ লোভনীয় ছিল, আর স্বভাবতই মানুষ তখন জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট হিহি🤪

 2 years ago 

আপনি ঠিক বলেছেন, শহরে বেড়ে ওঠা ছেলে মেয়েদের পক্ষে এই আম কুড়ানোর মজা কোনদিনই বোঝা সম্ভব নয়। ধন্যবাদ ভাই

 2 years ago 

কাঁচা আম আমার খুবই প্রিয়। আর কাঁচা আমের আচার হলে তো কোন কথাই নেই।আপনি অনেক সুন্দর ভাবে সকল উপকরণ একত্রে মিশিয়ে কাঁচা আমের আচার তৈরি করেছেন যা দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে।এছাড়াও কাঁচা আমের আচার তৈরীর পদ্ধতি গুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। যার মাধ্যমে আমরা খুব সহজে কাঁচা আমের টক আচার তৈরি করতে পারব।

 2 years ago 

কাঁচা আমের আচার এর স্বাদই আলাদা। এছাড়া এটা সংরক্ষণ করা যায় বহুদিন। অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য

 2 years ago 

আঁচার সব সময় মুখরোচক খাবার। আর তা যদি হয় আম দিয়ে তাহলে তো কথাই নেই। আমার কাছে কাচা আম এর আঁচার গুলো অনেক ভালো লাগে। আমি মজা পাই খাইতে খুব। এইতো সেদিন রোযার আগে আম্মু নামিয়ে ছিলো মজা পেয়ে অনেক পরিমানে খেয়েছিলাম।

 2 years ago 

রোজার আগেই আপনাদের ওদিকে আম হয়েছিল দেখছি। আমাদের এদিকে এখনও সাইজ অনেক ছোট। আচার যতই সুস্বাদু হোক বেশি না খাওয়াই ভালো।

 2 years ago 

আসলে ভাইয়া ঝড়েপড়া আম কুড়াতে আমার খুবই ভালো লাগে, আর এই ঝড়ে পড়া আম-কুড়িয়ে আঁচার বানিয়ে খেতেও অনেক মজা লাগে। আপনি খুবই সুন্দরভাবে আম দিয়ে সুন্দর আচার তৈরি করেছেন। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে।

 2 years ago 

ঝড়ের মধ্যে আম কুড়াতে আসলেই মজা। এমন মজার সময় প্রত্যেকের জীবনেই আসে। যাই হোক আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপি দেখে জিভে জল চলে এলো। ইচ্ছে করছে এখনি খেয়ে নেই। কারণ আমের আচার আমার অনেক পছন্দের। কাঁচা আমের আচার তৈরীর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অপেক্ষা করুন এরপর কাঁচা আমের মোরব্বার রেসিপি আসছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন এই ঝড়ের দিনে আম কুড়াতে খুবই মজা লাগে ।ছোট বেলায় আমিও ঝড়ের দিনে প্রচুর আম কুড়িয়েছি ।এখন আর সেই সুযোগ হয়না। দারুন চমৎকার ভাবে আপনি ছোট ছোট আমের আচার বানিয়েছেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। এ ধরনের আচার খেতে আমার কাছে বেশ ভালই লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে টক বা মিষ্টি আচার এর চাইতে ঝালের পরিমাণ বেশি হলে আমার কাছে বেশি ভালো লাগে। আর আচার আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। প্রায় অর্ধেকটা আমিই খেয়ে ফেলেছি।

 2 years ago 

আপনি কাঁচা আমের টক ঝাল মিষ্টি অসাধারণ একটা আচার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ ধাপে ধাপে টক ঝাল মিষ্টি আমের রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের কাছ থেকে আরো ভালো ভালো আচারের রেসিপির অপেক্ষায় রইলাম। আমার পোস্টে মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রমজান মাসে রকম রেসিপি দিয়েন না ভাই।আসলে জিভে জল আটকাতে পারি না। এমনিতেই টক আমার ভীষণ পছন্দ।আপনার কাছে আমি রেসিপি দেখে আমি পাগল হয়ে গেলাম। টক-ঝাল-মিষ্টি এরকম আচার গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আমার আম্মু মাঝে মাঝে এগুলো করে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি আমের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও মাঝে মাঝে মনে হয় রমজান মাসে রেসিপি পোস্ট বন্ধ রাখাই ভালো। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আমারও খুব পছন্দের। আপনার আর আমার পছন্দের মিল আছে দেখতে পাচ্ছি। শুভকামনা রইল

 2 years ago 

কাঁচা আমের টক, ঝাল, মিষ্টি আচার দেখে তো। জিভে পানি চলে এসেছে ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আমগুলো বেশি ছোট আর নরম ছিল তাই সিদ্ধ করতে গিয়ে গলে গিয়েছে। সাইজে আরেকটু বড় হলে আচার দেখতে আরো বেশি সুন্দর হতো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁচা আমের ঝাল মিষ্টি টক খুবই ভালো লাগে আমার কাছে বিশেষ করে রুটি অথবা পরোটা দিয়ে খেতে গ্রামে থাকতে অনেকবারই খেয়েছি এ ধরনের রেসিপি হঠাৎ আপনার রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছিল

 2 years ago 

দারুন আইডিয়া দিলেন তো। রুটি অথবা পরোটার সাথে আমি কখনো খাইনি। খেয়ে দেখতে হবে তো কেমন লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60872.67
ETH 2913.85
USDT 1.00
SBD 2.32