এসো নিজে করি (ব্যাঙের অরিগামি)। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৫ ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ সারা দিন কেটেছে প্রচণ্ড ব্যস্ততায়। সন্ধ্যার পরে যখন একটু অবসর পেলাম তখন কি নিয়ে পোস্ট করব এটা ভাবতে ভাবতেই সময় চলে গেল। খাওয়া-দাওয়া, বিশ্রাম, টিভি দেখা সহ অন্যান্য কাজ করতে করতেই দেখি ঘড়িতে এগারোটা বেজে গেছে। আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম সপ্তাহে অন্তত দুইদিন diy পোস্ট করব। গতকালকে করেছিলাম একটি। বাকি রইল একটি। সিদ্ধান্ত মোতাবেক ইউটিউব থেকে একটি ব্যাঙ বানানোর কৌশল খুব ভালো লেগে গেল। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিজে নিজেই চেষ্টা করলাম ব্যাঙটি বানানোর জন্য। কতটুকু সফল হয়েছি সেটা যাচাই করার দায়িত্ব আপনাদের। আসুন তবে শুরু করা যাক।

20220228_233552.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • পেন্সিল

20220228_222748.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

আধা ইঞ্চি চওড়া আর ৮ ইঞ্চি লম্বা ৪ টি নীল কাগজ নেই।

20220228_223341.jpg

ধাপ-২ঃ

এবার এক ফালি কাগজ নিয়ে মাঝখানে আঠা দিয়ে তার উপর আরেকটি কাগজ কোনাকোনিভাবে লাগিয়ে দেই। চারটি কাগজই একইভাবে চিত্রের মত করে আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220228_223733.jpg20220228_223846.jpg

ধাপ-৩ঃ

দুই প্রান্তের কাগজগুলো আঠার সাহায্যে একত্রে জুড়ে দেই। সবগুলো কাগজে জোড়া হয়ে গেলে দেখতে অনেকটা বলের মত লাগবে।

20220228_224125.jpg20220228_224446.jpg

ধাপ-৪ঃ

একখণ্ড নীল কাগজ গোল করে ব্যাঙের মাথা বানানোর জন্য কেটে নেই। এর উপর পেন্সিল দিয়ে মুখ আঁকি। আর সাদা কাগজ কেটে দুটি চোখ বানাই। চোখের মধ্যে কালো বলপেন দিয়ে মনি এঁকে দেই।

20220228_224928.jpg20220228_225717.jpg

ধাপ-৫ঃ

মাথাটার নিচের দিকে ছোট্ট একখণ্ড কাগজ আঠা দিয়ে লাগিয়ে ব্যাঙের ধর এর সঙ্গে জুড়ে দেই।

20220228_230251.jpg20220228_230451.jpg

ধাপ-৬ঃ

একখণ্ড গোলাপি কাগজ নিয়ে পেন্সিল দিয়ে মুকুট আকি। কাঁচি দিয়ে দাগ বরাবর মুকুটটি কেটে নেই। আঠা দিয়ে মুকুটটি ব্যাঙের মাথার মাঝখানে লাগিয়ে দেই।

20220228_230656.jpg20220228_230914.jpg20220228_230958.jpg

ধাপ-৭ঃ

একখণ্ড হলুদ কাগজ কেটে ফুলের মত বানিয়ে ব্যাঙের গলায় পড়িয়ে দেই। আর নীল কাগজ এর উপর পেন্সিল দিয়ে পা আকি। দাগ বরাবর কাঁচি দিয়ে পা দুটি কেটে নেই। এবার আঠা দিয়ে পা দুটো ব্যাঙের ধরের নিচে লাগিয়ে দেই। হয়ে গেল আমাদের কাগজের তৈরি ব্যাঙের অরিগামি।

20220228_231254.jpg20220228_231408.jpg
20220228_232834.jpg20220228_233552.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

ব্যাঙের অরিগামি টি অসাধারণ হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে ব্যাঙটি ।ব্যাঙ তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন খুব সহজেই বোঝা গেছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

কাগজ কেটে অনেক সুন্দর একটি ব্যাঙ তৈরি করেছেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে ব্যাঙটি যেন একদম লাফানোর জন্য প্রস্তুত। রঙিন কাগজ দিয়ে কিভাবে ব্যাঙ তৈরি করতে হয় সেটি পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে স্বাগতম ভাইজান।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ব্যাঙের অরিগামি তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি ওরিগামি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর অরিগামি তৈরি করেন। আপনার আজকের ব্যাঙ তৈরি অনেক ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কমেন্টগুলো পড়ে বরাবরই ভিশন উৎসাহ বোধ করি। অসংখ্য ধন্যবাদ আপু।

ব্যাঙের অরিগামিটি অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ব্যাঙের অরিগামি তৈরি করা যায় সত্যি অবিশ্বাস্য এই ধরনের কাজের ক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন হয় আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয় আপনার সৃজনশীলতা অনেক ভালো ছিল শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনি সেই ব্যক্তি যিনি আমার প্রতিটি পোস্টে সুন্দর সুন্দর কমেন্টস করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

অরিগামি আনন্দদায়ক ও শিক্ষনীয় একটা বিষয়। ভাল কিছু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ব্যাঙ তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করেও যায় এমন সুন্দর একটি জিনিস তৈরি করা যায় তা আপনার পোস্টটি না দেখলে হয়তবা আমি জানতাম না।ব্যাঙ করার পদ্ধতি খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল

 2 years ago 

আপনার প্রশংসা যতই করবো ততই কম হবে আপনি সত্যিই অনেক সুন্দর ভাবে ব্যাংকের অরিগামি তৈরি করেছেন। আমার প্রথম দেখেই অনেক ভাল লেগেছে। যাই হোক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কমিউনিটির মেইন রোল যারা প্লে করেন তাদের কাছ থেকে প্রশংসা পেলে সত্যিই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই।

ওয়াও ভাইয়া দেখতে একদম সত্যি কারের ব্যাঙগের মতো লাগতেছে। রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে ব্যাঙ তৈরি করা যায় আগে জানতাম না। অসম্ভব সুন্দর হয়েছে আপনার তৈরি করা ব্যাঙটি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর এই মন্তব্যটি শেয়ার করার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ব্যাঙের অরিগামি তৈরি করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার তৈরীকৃত জিনিসটি। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে উৎসাহ পেলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের ধারা প্রমাণিত হয়। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামি তৈরি করেছেন। যেটা দেখে মুগ্ধ হলাম ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যগুলো পড়তে অনেক ভালো লাগে। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44