আমার বাংলা ব্লগ। প্রতিযোগিতা-১৪। নিষ্পাপ বাহিনীর অপকর্ম। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৬ চৈত্র /৩০ মার্চ| ১৪২৮, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| বুধবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শৈশবের গ্রীষ্মকালীন ফল "আম" খাবার অভিজ্ঞতা।

burglar-gcd9f4c4e8_1920.jpg

Source

আমি তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি সেই সময়কার কথা। এলাকার সমবয়সী 20/25 জন্য বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি হয়েছিল নিষ্পাপ বাহিনী । এলাকার সিনিয়র ভাইদের তৈরি এই বাহিনীর সদস্য পদ আমরা উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলাম। বাহিনীর কোনো লিখিত গঠনতন্ত্র বা কার্যাবলী না থাকলেও মূল কাজ ছিল এলাকার সব গাছ-গাছালির ফল-পাকুড় পেড়ে খাওয়া এবং তা অবশ্যই মালিকের বিনা অনুমতিতে। তবে এটাকে ঠিক চুরি বলা যাবেনা (চোর নিজেকে চোর বলে শুনেছেন কখনো)😆🤪কেননা আমরা যে বাড়িতে চুরি করতাম বেশিরভাগ ক্ষেত্রেই সে বাড়ির ছেলেকেও আমাদের সঙ্গে রাখতাম। এজন্যই বাহিনীর নাম রাখা হয়েছিল নিষ্পাপ বাহিনী অর্থাৎ যতই চুরি-চামারি করি না কেন আমরা সবসময় নিষ্পাপই থাকবো🤭। কাজগুলো সারা হতো কখনো দিনের বেলায় আবার কখনো বা রাতের আধারে।

mango-ge35947d8d_1920.jpg

Source

যা বলছিলাম, এসএসসি পরীক্ষা শেষ। হাতে অফুরন্ত সময়। আমার মত এমন সদ্য এস এস সি পরীক্ষা দেয়া কিছু নিষ্পাপ বাহিনীর সদস্য একত্রিত হলাম বাড়ির পাশের বড় পুকুর ঘাটে। বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে একজন প্রস্তাব করলো তাদের পাশের বাসার গাছের আম চুরি করতে। আমগুলো নাকি সব পেকে টসটসে হয়ে আছে। যেকোনো সময়ে গাছ থেকে পড়ে নষ্ট হবে। আমরা থাকতে তো গাছের ফল নষ্ট হতে দিতে পারি না। সামাজিক দায়িত্ব বলে একটা কথা আছে না। গাছটির আশেপাশে বেশ কয়েকটি বাড়ি থাকায় সিদ্ধান্ত হলো রাতের আধারে অপকর্মটি সারতে হবে। গাছওয়ালা ভদ্রলোকের কোন ছেলে না থাকায় তাদের পক্ষ হতে কাওকেই সাথে রাখতে পারলাম না।

mango-gdefe14b97_1920.jpg

Source

সব মিলিয়ে আমরা ছিলাম ৬ জন। সাথে ছিল এক ছোটভাই। রাতের অন্ধকারে গাছে চড়ার ব্যাপারে যে ছিল নিষ্পাপ বাহিনীর সেরা। এশার আজানের একটু পরে ঘুরপথে মাঠের মধ্য দিয়ে আমরা এসে হাজির হলাম গাছের নিচে। ঝটপট গাছে উঠে পরলো দুজন। আর আমরা চারজন ছড়িয়ে পরলাম চারদিকে নজর রাখার জন্য। হঠাৎ কোনোরকম সাড়াশব্দ ছাড়াই গাছের মালিক টর্চ মারতে মারতে গাছের নিচে এসে হাজির। আমরা তো গাছের উপরে থাকা দুজনকে শুধু সংকেত দিয়েই সরে পড়লাম কিন্তু তারা আর গাছ থেকে নামার সময় পেল না। তাই বুদ্ধি করে ঘন পাতার আড়ালে চুপ করে বসে রইল। কয়েক মিনিট পরে দেখতে পেলাম সেই ভদ্রলোক গাছ থেকে একটু দূরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসে পরলেন। অর্থাৎ তাঁর উদ্দেশ্য ছিল জলবিয়োগ, সেইসঙ্গে গাছটি পাহারা দিয়ে যাওয়া। আমরা তো ভেবেছিলাম উনি হয়তো কোনভাবে বুঝতে পেরেছেন আমাদের অস্তিত্ব সম্পর্কে। যাই হোক উনি যাওয়া মাত্রই বড় বড় 2 ব্যাগ আম নিয়ে গাছ থেকে নেমে পড়ল 2 আম চোর। আর আমরাও মাঠের মধ্য দিয়ে ফিরে এলাম আমাদের আড্ডাস্থল পুকুর ঘাটে। সেখানে বসেই পেট পুরে খেয়ে নিলাম সেই পাকা আম গুলো।

dark-g03054ef01_1920.jpg

Source

নিষ্পাপ বাহিনীর সদস্য হিসেবে সেটাই ছিল আমার শেষ অভিযান। এরপর সব বন্ধু-বান্ধব মিলে চলে যাই তাবলীগ জামাতে। আর ধোয়া তুলসী পাতা হয়ে ফেরত আসি একেকজন। সত্যি বলতে এরপর আর কোনদিনও কারো গাছের ফল চুরি করে খাওয়া তো দূরে থাক সামনে পড়ে থাকলেও নেই নি কখনো।

শুভেচ্ছা রইল হাফিজুল্লাহ ভাই সহ এডমিন ও মডারেটর প্যানেলের সকলের জন্য। যারা এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। সেইসঙ্গে আন্তরিক ভালবাসা রইল @rme দাদার জন্য যার একক প্রচেষ্টায় আমাদের সকলের ভালবাসার "আমার বাংলা ব্লগ" প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় শুধু সামনে এগিয়ে যাবার। আমার গল্পটি কেমন লাগলো আশা করি তা মন্তব্যের মাধ্যমে জানাবেন।


বিঃ দ্রঃ নিষ্পাপ ছেলেগুলি পাপী হয়ে যাবার আশঙ্কা থেকে পরবর্তীতে বাহিনী ভেঙে যায়।

Sort:  
 3 years ago 

বাহ বেশ ভালো লাগলো আপনার গল্পটি পড়ে। বেশ দারুন বুদ্ধি খাটিয়ে আছে যার চুরি করবে তাকেই সঙ্গে নিয়েছেন দারুন বুদ্ধি। যাই হোক শুভকামনা রইল ভাই প্রতিযোগিতায় আপনার জন্য।

 3 years ago 

শুভকামনা প্রত্যাশা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

বাহ বেশ চমৎকার একটি গল্পের নামকরণ করেছেন তো। দেখেই বোঝা যাচ্ছে গল্পটি খুবই ভালো হবে এবং পড়ে দেখলাম আসলে খুব মজাদার একটি গল্প শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সময় নিয়ে গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেইসঙ্গে শুভকামনা রইল আপনার জন্য

সমাজ আর সামাজিকতা নিয়ে খুব সুন্দর করে উপাস্থাপন করলেন। ভাল কিছু।

 3 years ago 

ধন্যবাদ। ভালো থাকবেন

 3 years ago 

হুম ঠিক চোর কখনই বলে না সে চোর। নিস্পাপ ছেলেগুলো আম চোর। তবে আমি মনে করি এটা কোন বিষয় নয়। ছেলে বেলায় এমন টা সকলেই করে। তবে আপনাদের বুদ্ধির তারিফ করতে হয়। যার বাসায় চুরি সেই বাসার ছেলেকেও দলে নেয়া। হা হা হা। ভাল লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আসলে সবাই মিলে সবার বাসায় চুরি করিতাম। তাই কারো কোনো অসুবিধা হতো না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

নিষ্পাপ বাহিনীর কর্মকাণ্ড করলো সত্যিই অনেক মজাদার। পড়ে অনেক মজা পেলাম। তবে আমাদের এখানেও বড় ভাইয়েরা আদর করে অনেক নামে ডাকে আমাদেরকে। 2pac আম পেট ভরে খেয়ে নিলেন। সত্যি অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

2pac নামটা বেশ বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে ছোটবেলার আনন্দ আর কিছুতেই ফিরে আসবেনা। দিনগুলোর কথা ভাবলে ভালোই লাগে।

বাহ্ বিশেষ বাহিনী নিয়ে আম চুরির ঘটনা টি পড়ে বেশ মজাই পেলাম। গাছের মালিক টচ মারতে মারতে যখন আমের গাছের নিচে চলে আসলো তখন তো বুকের মধ্যে ধুকপুক করছিলো তাই না। কখন যে ধরা পরি পরি অবস্থা। তবে কি জানেন মালিক একটা কাজ ভুল করছে সেটা হলো টচ লাইট গাছের উপরের দিকে ধরা লাগতো।আম চুরির ঘটনা গুলো এরকমই হয়।ভালো লাগলো আপনার গল্প টি পড়ে। ধন্যবাদ।

 3 years ago 

বোঝা যাচ্ছে যে আপনি আমার গল্পটা সম্পূর্ণ পরেছেন। টেনশন তো অবশ্যই ছিল। তবে মালিক বোধহয় বুঝতে পারেনি যে গাছে কেউ থাকতে পারে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62067.61
ETH 2414.80
USDT 1.00
SBD 2.57