প্রজাপতির অরিগামি। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২০ চৈত্র | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার তৈরি এই সৃষ্টি জগতের সবখানে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। সৃষ্টিজগতের সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে প্রজাপতি একটি। একটি কুৎসিত দর্শন শুয়োপোকা থেকে ধীরে ধীরে অপূর্ব সুন্দর যে প্রজাপতির সৃষ্টি হয় তা ভাবলেই বিস্মিত হতে হয়। আমার পছন্দের পতঙ্গ গুলোর মধ্যে প্রজাপতি একটি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাগজ দিয়ে তৈরি একটি প্রজাপতির অরিগামি। নানা রঙে রঙিন এই প্রজাপতি তৈরি করা মোটেই সহজ কোনো কাজ নয়। কিছুটা ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আমি নিজের মত বানাতে চেষ্টা করেছি এই প্রজাপতি। কতটুকু সফল হয়েছি সে বিচার আপনাদের হাতে। আসুন তবে দেখে নেয়া যাক প্রজাপতি তৈরির ধাপগুলো।

20220403_152219.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • পেন্সিল

20220403_123938.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

শুরুতেই একটি বড় হলুদ কাগজ নিয়ে এর মাঝখানে পেন্সিল দিয়ে 4 ইঞ্চি ব্যাসার্ধের দুইটি বৃত্ত অঙ্কন করি।

20220403_124215.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

এবার কাঁচি দিয়ে পেন্সিলের দাগ বরাবর বৃত্ত দুটি সুন্দর ভাবে কেটে নেই।

20220403_124547.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

বৃত্ত আকৃতির কাগজ দুটিকে চিত্রে প্রদর্শিত ভাবে ছোট ছোট সমান ভাজে ভাজ করি।

20220403_125549.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

এবার ভাঁজ পড়া একখণ্ড কাগজের প্রায় অর্ধেক বরাবর ভাঁজ করি যাতে একটি অংশ একটু বড় এবং অপর অংশটি একটু ছোট হয়।

20220403_130509.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

ভাজ করার পর কাগজটা দেখতে চিত্রের আকৃতির মত হবে।

20220403_130010.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

একইভাবে দ্বিতীয় খন্ড কাগজটিকেউ ভাজকরি।

20220403_130345.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

এবার দু'খন্ড কাগজের মাঝখানে আঠা দিয়ে পাশাপাশি জোড়া লাগিয়ে দেই। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের প্রজাপতির দেহ।

20220403_151758.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৮ঃ

পাতলা লম্বা দেখে একখণ্ড হলুদ কাগজ নিয়ে মাঝখান থেকে ভাজ করে দুই প্রান্ত পেচিয়ে পেচিয়ে প্রজাপতির সুরের মত তৈরী করি।

20220403_152010.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৯ঃ

সবশেষে প্রজাপতির বড় পাখা দুটির মাঝখানে একটু আঠা দিয়ে সুরটিকে লাগিয়ে দেই। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাগজের তৈরি প্রজাপতির অরিগামি।

20220403_152219.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটা প্রজাতির অরিগামি শেয়ার করছেন, আপনার কাজ বরাবরই নিখুত হয়।কাজের প্রতিটা ধাপ খুবই সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করছেন।এগিয়ে জা শুভ কামনা রইল।

 2 years ago 

প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

প্রজাপতির অরিগামি এটা দুর্দান্ত ছিল। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল এবং আপনি প্রতিনিয়ত দারুন দারুন কাজ আমাদের মাঝে নিয়ে আসেন এই কামনাই করি

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে সব সময় পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি প্রজাপতি তৈরি করেছেন ।।আপনার কাজের প্রশংসা না করলেই না ।।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।।
শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

অসাধারণ কিনা জানিনা। তবে একটু চেষ্টা করে দেখলাম কেমন হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তো আপনি অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন ভাইয়া। দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সবাইকে দেখি কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে। তাই আমিও একটু চেষ্টা করে দেখলাম। উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রজাপতির অরিগামি তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। আপনি প্রজাপতি তৈরীর প্রতিটি ধাপ অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুণভাবে প্রজাপতি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাই আপনার কমেন্টগুলো শুধু পড়তেই ইচ্ছে করে। মনে হয় আসলেই না জানি কত ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।

 2 years ago 

প্রজাপতির খুবই সুন্দর একটি অরিগামি প্রস্তুত করেছেন রঙিন পেপার দিয়ে খুবই ভালো লাগছে দেখতে ।ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সব সময় এভাবে মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য

 2 years ago 

প্রজাপতি দেখে প্রথমে মনে করেছিলাম সত্তিকারের প্রজাপতি। খুব চমৎকারভাবে আপনি এটি তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অফ খুব সুন্দর ভাবে আপনার উপস্থাপনা ছিল। এত সুন্দর একটি অরিগামি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো প্রিয় ভাই আপনার জন্য।

 2 years ago 

আসলে ভাষা শিক্ষার জন্য একটি কোর্স করা দরকার। যেখানে আপনাকে নিয়োগ দেয়া উচিত প্রিন্সিপাল হিসেবে। ভাষার ব্যবহার অনেকটাই শেখার আছে আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের প্রজাপতি টি দেখতে অসাধারণ লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দারুণভাবে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ভাই আপনার তৈরি প্রজাপতির অরিগামি দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আপনি খুব দক্ষতার সাথে রঙিন কাগজের প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। যার কারণে প্রজাপতিটিকে দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগছে। আর এই প্রজাপতিটিকে কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই যা করি তাতেই আপনি সমর্থন দেন। দয়া করে মাঝে মাঝে একটু ভুল ধরিয়ে দেবেন আর পরামর্শ দিবেন সে অনুরোধ রইল। ভালোবাসা রইল আপনাদের জন্য

 2 years ago 

কাগজ দিয়ে বেশ সুন্দর প্রজাপতি বানিয়েছেন। আসলে আমরা সবাই মোটামুটি প্রজাপতি পছন্দ করি। আমার মনে হয় এই প্রজাপতিটা বানানোর সময়ও আপনার খুব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর একটা উপস্থাপনা ছিল। শুভেচ্ছা রইল।

 2 years ago 

প্রজাপতি আসলেই আমি অনেক পছন্দ করি। চিন্তা করেছি সামনে বিভিন্ন রঙের প্রজাপতির ছবি দিয়ে একটি পোস্ট করব। আশাকরি পর্বটি আপনারও ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56182.86
ETH 2369.32
USDT 1.00
SBD 2.30