রঙিন কাগজের তৈরি ফুলদানি কাম পেন হোল্ডার। 10% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৯ পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ | ৩ জানুয়ারী| ২০২২ খ্রিষ্টাব্দ| সোমবার| শীত-কাল |


আসসালামু-আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম এসো নিজে করির আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো রঙিন কাগজ দিয়ে কিভাবে একটি ফুলদানি বা পেন হোল্ডার বানানো যায়। কোন রকম জটিল পদ্ধতি ছাড়াই সামান্য কয়েকটি ধাপ অনুসরণ করে বানিয়ে ফেলতে পারবেন পেন হোল্ডার কাম ফুলদানি। নিজের ইচ্ছামত রঙের মাধুরী মিশিয়ে নিজের সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে পারেন এই পদ্ধতির মাধ্যমে। আসুন তবে শুরু করা যাক।

20220103_160227.jpg


প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • ছুরি
  • টয়লেট টিস্যুর ভেতরের শক্ত কাগজ

20220102_211346.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • 10 ইঞ্চি দৈর্ঘ্য ও চার ইঞ্চি প্রস্থ বিশিষ্ট বিভিন্ন রঙের বেশ কিছু রঙিন কাগজ নেই।

20220102_212332.jpg

ধাপ-২ঃ

  • কাগজ গুলিকে পেন্সিল এর সাহায্যে চিত্রে প্রদর্শিত ভাবে পেচিয়ে পেচিয়ে পাইপের মত বানাই। এরপর শেষ প্রান্তে আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220102_212624.jpg

ধাপ-৩ঃ

  • একই পদ্ধতির অনুসরণে বিভিন্ন রঙের কাগজ দিয়ে বেশকিছু পাইপ বানাই।

20220102_220644.jpg

ধাপ-৪ঃ

  • এবার টয়লেট টিস্যুর ভেতরের যে শক্ত কার্ডবোর্ড থাকে তার চারদিক দিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে রঙিন পাইপ গুলিকে বসিয়ে দেই। আমার কাছে প্রথমে কার্ড বোর্ড না থাকায় বোতল ব্যবহার করেছিলাম।

20220103_112828.jpg

ধাপ-৫ঃ

  • পাইপ গুলিকে শক্ত করে ধরে রাখার জন্য দুইটি রাবার ব্যান্ড বা ইলাস্টিক দিয়ে সাময়িকভাবে আটকে দেই।

20220103_113732.jpg

ধাপ-৬ঃ

  • প্রতিটি পাইপের ফাঁকে ফাঁকে সুপার গ্লু আঠা দুই প্রান্তে দুই ফোঁটা করে ঢেলে দেই। এতে করে পাইপগুলো ভেতরের কার্ডবোর্ডের সঙ্গে শক্তভাবে লেগে যাবে।

20220103_114142.jpg

ধাপ-৭ঃ

  • প্রতিটি পাইপের উপরের দিকের বাড়তি অংশ ধারালো কাটার এর সাহায্যে সমান করে কেটে দেই। এতে করে জিনিসটি দেখতে সুন্দর হবে।

20220103_153753.jpg

ধাপ-৮ঃ

  • 5 ইঞ্চি দৈর্ঘ্য এবং 5 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট ধবধবে সাদা একখণ্ড কার্ডবোর্ড কেটে নেই। আমি ডেস্ক ক্যালেন্ডার কভার থেকে এই অংশটুকু সংগ্রহ করেছি।

20220103_155118.jpg

ধাপ-৯ঃ

  • পাইপ গুলো শক্ত করে একে অপরের সঙ্গে জোড়া লেগে গেলে গাডার গুলো খুলে নেই এবং পাইপগুলোর নিচের অংশে আঠা লাগিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে সাদা কার্ডবোর্ডের সঙ্গে জুড়ে দেই।

20220103_155228.jpg

20220103_155619.jpg

হয়ে গেল আমাদের ফুলদানি কাম পেন হোল্ডার। অর্থাৎ ফুল অথবা লেখার কলম সহ অন্যান্য টুকিটাকি জিনিস এর মধ্যে রাখতে পারবেন।আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

নিঃসন্দেহে চমৎকার একটি হাতের কাজ দেখলাম। পড়ার টেবিলে এরকম সুন্দর করে কলমদানি বানিয়ে রাখলে পড়াশোনার আগ্রহ টা মনে হয় বেড়ে যাবে 😊😊। শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার কাগজের তৈরি এই কলমদানি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। কাগজ দিয়ে তৈরি করা যেকোনো ক্রাফট এর কাজ করলে সুন্দর দেখায়৷ ধন্যবাদ ভাইয়া এই কলমদানিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। এটি দেেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি অসাধারণ লাগছে। আর আপনি খুবই সুন্দর ভাবে এরি উপস্থপনা করেছেন।। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার কাগজের তৈরি ফুলদানি। বিভিন্ন রং এর কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে ফুলদানি তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলদানি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম।মতামত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুলদানি আপনি প্রস্তুত করেছেন আপনার ফুলদানি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সেই সাথে ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন কালার কম্বিনেশন তো দারুন ভাবে ফুটে উঠেছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য

 3 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি ফুলদানি কাম পেন হোল্ডার টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। আপনার জন্যও রইল শুভকামনা

 3 years ago 

সত্যিই ফুলদানিটা অসাধারণ দেখাচ্ছে। বিভিন্ন রকম রঙিন পেপার দিয়ে তৈরি করার কারণে দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। লম্বা লম্বা করে লাঠির মত করে তৈরি করেছে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আমার কাছে তো দেখে ভীষণ ভালো লেগেছে। কারণ আপনার ফুলদানি এটা দারুন ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

কারো কাছ থেকে কোন প্রশংসা পেলে কাজের আগ্রহ সত্যিই অনেক বেড়ে যায়। ভালো লাগলো আপনার সুন্দর মতামত জেনে। শুভকামনা রইল আপনার জন্যেও।

 3 years ago 

আপনার হাতের কাজ যে অনেক সুন্দর তা নিঃসন্দেহে এই পোস্টটি দেখলে বুঝা যায়। রঙ্গিন কাগজ দিয়ে আপনি যেভাবে ফুলদানি তৈরি করেছে তা আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অবিরাম ভালোবাসা রইলো ভাইয়া।

 3 years ago 

আমার বাংলা ব্লগে সুন্দর হোক আপনার পথচলা। সেইসঙ্গে মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অসাধারণ রঙিন কাগজের তৈরি ফুলদানি কাম পেন হোল্ডার তৈরি করেছেন ভাইয়া। সত্যি অনেক ভালো লাগলো দেখে। সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। যার কখনো কোনো তুলনা হয় না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

 3 years ago 

আপনার অভিমত জানতে পেরে খুবই ভালো লাগলো।শুভকামনা রইল আপনার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51