কাগজের তৈরি মডেল ঘর। 10% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ২৮ পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ | বুধবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম।|

আশা করি সবাই ভাল আছেন। আজ আমি দেখাবো কাগজের তৈরি একটি ঘরের মডেল কিভাবে বানাতে হয়। কাগজ দিয়ে টুকটাক খেলনা বা ওয়ালমেট বানানোর যাদের অভ্যাস আছে তারা একটু চেষ্টা করলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মডেল ঘর। সাদা কাগজ দিয়ে বানিয়েছি চাইলে আপনারা আপনাদের পছন্দসই রঙিন কাগজ দিয়েও বানাতে পারেন এই ঘর। একটু যত্ন করে বানাতে পারলে শোপিস হিসেবে ড্রইং রুমে অথবা শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন। যাইহোক আসুন তবে শুরু করা যাক।


20220112_150036.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন ও সাদা কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • ছুরি
  • সুতা


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

8×4 ইঞ্চি একখণ্ড কার্ডবোর্ড নেই ঘরের পাটাতন হিসেবে। 8×3 ইঞ্চি 2 খন্ড কার্ডবোর্ড নেই ঘরের দুইপাশের বেড়া হিসেবে এবং 3×2 ইঞ্চি 2 খন্ড কার্ডবোর্ড নেই ঘরের অপর দুই পাশের বেড়া হিসেবে।

20220111_003402.jpg

20220111_003422.jpg

20220111_003443.jpg

ধাপ-২ঃ

২×১.৫ ইঞ্চি সাইজের এক খন্ড গোলাপি কাগজ নেই। এরপর এর চাইতে সামান্য ছোট একখণ্ড কালো কাগজ নেই। কালো কাগজটিকে গোলাপি কাগজের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দেই। যা ঘরের জানালা হিসেবে ব্যবহৃত হবে। একইভাবে দুইটি জানালা তৈরি করি।

20220111_005748.jpg

20220111_005806.jpg

20220111_010031.jpg

ধাপ-৩ঃ

2 নং ধাপ এর অনুসরণে জানালার চাইতে কিছুটা বড় একটি দরজা তৈরি করি এবং জানালা দুটির মাঝখানে দরজা টিকে আঠা দিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে লাগিয়ে দেই।

20220111_012523.jpg

20220111_012634.jpg

ধাপ-৪ঃ

৩×২ ইঞ্চি সাইজের কার্ডবোর্ড এর উপরের অংশ চিত্রে প্রদর্শিত ভাবে কোনাকোনি ভাবে পেন্সিল দিয়ে দাগ দেই। তারপর দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলি। এই দুইটি অংশ ঘরের দুই সাইডের বেড়া হিসেবে ব্যবহৃত হবে।

20220111_012714.jpg

20220111_012916.jpg

ধাপ-৫ঃ

এবার ঘরের প্রতিটি বেড়ার নিচের অংশে আঠা দিয়ে নিচের পাটাতনের সঙ্গে সুন্দরভাবে জুড়ে দেই। চারপাশের বেড়া লাগানো হয়ে গেলে ঘরের কাঠামোটি দাঁড়িয়ে যাবে।

20220111_014531.jpg

20220111_015206.jpg

ধাপ-৬ঃ

কিছু রঙিন কাগজ রোল করে পেচিয়ে ছোট ছোট করে কেটে নেই যা ঘরের বারান্দার বেড়া হিসেবে ব্যবহৃত হবে। প্রত্যেকটি রঙিন কাগজকে একে অপরের সঙ্গে আঠা দিয়ে জুড়ে দেই। তারপর পাটাতনের ওপর লাগিয়ে দেই। মাঝখানে একটু অংশ গেট হিসেবে ফাঁকা রাখতে হবে।

20220111_113406.jpg

20220111_114423.jpg

20220111_115754.jpg

ধাপ-৭ঃ

৮×৫ ইঞ্চি সাইজের একখণ্ড সাদা কাগজ নেই। কাগজটির মাঝখান থেকে ভাজ করে ঘরের উপরে চালের মত বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেই। চাইলে আপনারা রঙিন কাগজ ও চাল হিসেবে ব্যবহার করতে পারেন। হয়ে গেল আমাদের কাগজের তৈরি ঘরের মডেল।

20220112_144307.jpg

20220112_145854.jpg

20220112_150017.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 
কাগজ দিয়ে তৈরি মডেল ঘরটি দারুন হয়েছে ভাইয়া। কালার পেপার ব্যবহার করে ঘরটি তৈরি করাতে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে এই ঘরের তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাইয়া।
 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

  • কাগজের তৈরি ঘরটি অসম্ভব সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য। এ ধরনের চমৎকার চমৎকার পোস্ট আরো দেখতে চাই।
 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত। চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো কিছু করার। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও অসাধারণ একটি ঘর বানিয়েছেন ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে যা দেখে মুগ্ধ হয়ে গেছি ভাইয়া। প্রতিটা স্টেপ অনেক সুন্দর করে সাজিয়েছেন এবং সবকিছু নিয়ে অনেক ভাল ছিল। আপনার জন্য সবসময় শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এখন মনে হচ্ছে কালার পেপার ব্যবহার করলে ঘরটি আরো সুন্দর দেখাতো।

 3 years ago 

কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটা মডেল ঘর তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। সত্যি অসাধারণ লাগছে। খুবই সুন্দর ভাবে এরা তৈরির ধাপ গুলো উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের মতো অভিজ্ঞ মেম্বারদের এই মন্তব্য আমার জন্য সত্যিই উৎসাহমূলক। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ, ভাই আপনি সামান্য কিছু কাগজ দিয়ে চমৎকার একটি ঘরের মডেল তৈরি করেছেন। আপনার পোষ্টের মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পাচ্ছে আসলেই ভাই আপনার মধ্যে দারুন ক্রিটিভিটি রয়েছে । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। উৎসাহমূলক এই মন্তব্যের মাধ্যমে আমার কর্মস্পৃহা আরো বাড়িয়ে দেয়ার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে সুন্দর একটি ঘর বানিয়েছেন।আমার কাছে খুব ভালো লেগেছে।আবার প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কাগজ দিয়ে অসাধারণ একটি ঘর তৈরি করলেন। আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে যেন সত্যি সত্যি ঘর। এরকম যদি সত্যি সত্যি ঘর তৈরি করা যায় তা হলেও সুন্দর দেখাবে। এই ঘরটা তৈরি করতে আপনার অনেক সময় এবং পরিশ্রম লিখেছে বুঝতে পারছি। অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনার ছবি আঁকার চাইতে কষ্ট কম হয়েছে হাহাহা। ধন্যবাদ আপনার আন্তরিক মতামত জানানোর জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ঘর তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা ঘরের দরজা গুলো দেখতে আমার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় লেগেছে। খুবই সুন্দর একটি সৃজনশীল মুলক পোস্ট দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য

সত্যি অসাধারণ ছিল আপনার কাগজের ঘরের ডিজাইনটি । প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ছবি এবং চমৎকার লেখনীর মাধ্যমে । ধাপে ধাপে খুব সহজভাবে বর্ণনা করা তে যে কেউ চাইলে এই কাগজের ঘরের ডিজাইন তৈরি করতে পারবে ।👌💓

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। উৎসাহ যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38