রঙিন কাগজের ফুল। ১০ শতাংশ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৭ জ্যৈষ্ঠ | ১৪২৯, বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ "আমার বাংলা ব্লগ" কমিউনিটির নতুন মডারেটর @swagata দিদির জন্মদিন। তাই শুরুতেই দিদির জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। মানুষের জীবন কতগুলি মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। যা একবার অতিবাহিত হয়ে যায় তা আর কিছুতেই ফিরে আসে না। তাই প্রত্যেকের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। আমাদের এই কমিউনিটি যেমন বেশ কয়েকটি দেশ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করেছে। তেমনি প্রতিনিয়ত আমরা এখানে নতুন নতুন মানুষ এবং তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও সৃষ্টিশীলতা সম্পর্কে জানতে পারছি। যাইহোক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি রঙিন কাগজের ফুল নিয়ে। এই ফুলটি সম্ভবত কমিউনিটির অনেক সদস্যই ইতিপূর্বে তৈরি করেছেন। অনেকটা তাদের দেখে অনুপ্রাণিত হয়েই আমিও আমার মত একটু চেষ্টা করলাম। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

20220521_174304.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • পেন্সিল

20220521_164441.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

১০×২ ইঞ্চি সাইজের একখণ্ড হলুদ কাগজ নেই এবং মাঝখান থেকে সমান দুইভাগে ভাজ করি।

20220521_164701.jpg20220521_164729.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

ভাঁজ করা কাগজ টির একদিকে উপর থেকে নিচ পর্যন্ত পেন্সিল দিয়ে লম্বা করে দাগ দেই। এবার দাগ এর বিপরীত দিক থেকে কাঁচি দিয়ে চিত্রের মত করে ফালি ফালি করে কাটি।

20220521_164913.jpg20220521_165830.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

কাটা হয়ে গেলে ভাজ খুলি এবং যেদিকে ভাঁজ করা হয়েছিল এবার তার উল্টো দিকে আঠা লাগিয়ে এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্ত জোড়া লাগিয়ে দেই।

20220521_170237.jpg20220521_170449.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

এবার একটি সবুজ কাগজ নিয়ে পেন্সিল বা একটি পাটকাঠির সাহায্যে পেচিয়ে রোল করি এবং শেষ প্রান্তে আঠা লাগিয়ে দেই। এটা হবে আমাদের ফুলের কান্ড।

20220521_170631.jpg20220521_170815.jpg20220521_170908.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

ফালি ফালি করে কাটা হলুদ কাগজ টি আঠা দিয়ে কান্ডের মাথা থেকে পেচিয়ে পেচিয়ে নিচের দিকে লাগিয়ে দেই।

20220521_171123.jpg20220521_171319.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

৩×১ ইঞ্চি দৈর্ঘ্যের একখণ্ড সবুজ কাগজ নিয়ে চিত্রের মত করে কাঁচি দিয়ে কাটি।

20220521_171400.jpg20220521_171654.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

সবশেষে সবুজ কাগজ খণ্ডটি হলুদ ফুলটির নিচের দিকে আঠা দিয়ে পেচিয়ে লাগিয়ে দেই। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের হলুদ রঙের আকর্ষণীয় ফুল।

20220521_171823.jpg20220521_172021.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আপনাদের অনুভূতি জানবার অপেক্ষায় রইলাম। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

আপনার কথাগুলো পড়ে খুব ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া একবার যে মুহূর্তে চলে যায় তা আর ফিরে পাওয়া যায় না। যাইহোক আপনার রঙিন কাগজের ফুল তৈরি কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম বেশ কিছু ফুল বানিয়ে ফুলদানিতে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে।

 2 years ago 

সারাদিন কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। ইচ্ছে ছিল আরো কিছু ফুল বানাবো কিন্তু পোস্ট করতে করতে দেখি রাত একটা বেজে গেছে। সুতরাং বুঝতেই পারছেন। ধন্যবাদ আপু

 2 years ago 

ভাইয়া চেষ্টাই মানুষকে উচ্চ মর্যাদা দান করেন, আপনার চেষ্টায় অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন, ফুলটি আমার খুবই ভালো লেগেছে, আমিও এর আগে এমন ফুল তৈরি করেছিলাম, এরপরেও আপনাদের ফুলটি আমার ভিসন ভালো লেগেছে, আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই চমৎকার লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

আপনার সঙ্গে আমি একমত। চেষ্টায় অনেক কিছুই সম্ভব হয়। আর চেষ্টা না করলে কিছুই হয়না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো একসময় ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল শেয়ার করার জন্য।

 2 years ago 

কিছুতো একটা বানাতে হবে। তাই সহজ দেখে এই ফুলটি আজ বানিয়ে ফেললাম। আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনার রঙ্গিন কাগজের ফুল অনেক সুন্দর হয়েছে ।আপনি খুব সহজভাবে একটি ফুল তৈরি করেছেন এবং আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেছে বেছে শুধু সহজ কাজ গুলোই খুঁজে বের করি। মনে হচ্ছে ফাঁকিবাজিটা বেশ আয়ত্ত করে ফেলেছি হাহাহাহা। ধন্যবাদ আপু

 2 years ago 

রঙ্গিন কাগজের ফুলটি বেশ ভাল বানিয়েছেন ভাই। কাগজ দিয়ে অনেকে কারিশমা দেখাচ্ছে ইদানিং। হাহা। আপনার কারিশমাও ভাল লেগেছে আমার কাছে। ভালবাস নিবেন আমার।

 2 years ago 

কারিশমা আর কই দেখালাম। সবই কপি-পেস্ট বলতে পারেন। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ ভাই

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া প্রতিদিনই আমরা এখানে নতুন নতুন মানুষ ও নতুন নতুন জ্ঞান সম্পর্কে ধারণা নিচ্ছি। আজ আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন ।রঙিন কাগজের জিনিস গুলো আসলে দেখতে অনেক ভালো লাগে বানাতেও অনেক ভালো লাগে। খুব সুন্দর করে বানিয়েছেন ফুলটি অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

ইচ্ছে ছিল লাল রঙের ফুল তৈরি করব। তবে কাজের সময় দেখি লাল রঙের কাগজ ফুরিয়ে গেছে তাই হলুদ রং দিয়ে করতে হলো। লাল রঙের ফুল হলে দেখতে আরো ভালো হতো। ধন্যবাদ আপু

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করি জীবনের প্রত্যেকটা মুহূর্ত কে উপভোগ করার, আর সবারই উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত কে উপভোগ করা কারণ সময় একবার অতিবাহিত হয়ে গেলে আর কখনো ফিরে আসেনা।

যাইহোক আপনার তৈরি করা রঙিন কাগজের ফুলটি দারুন লাগছে ভাইয়া, এরকম কয়েকটি ফুল বানিয়ে যদি ফুলদানিতে রাখা হয় তাহলে দেখতে বেশ চমৎকার লাগবে। বেশ গুছিয়ে পুরো পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

ভাই আসলে সবকিছুই উপরওয়ালার হাতে। তবে মানুষকে তিনি চেষ্টা করতে বলেছেন। তাই চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। ভালোবাসা রইলো আপনার জন্য

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার ফুল তৈরি করেছেন ভাই।
বিশেষ করে আপনি হলুদ রঙে রঙিন কাগজ ব্যবহার করছেন বলে দেখতে অনেক আকর্ষণীয় এবং চমৎকার মনে হচ্ছে ।
দারুন কাজ করছেন এভাবে এগিয়ে যান আশা করি ভালো কিছু করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করি সাধ্যমত সুন্দর করে তৈরি করতে। তবে সব সময় মনের মত হয়ে ওঠেনা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন ভাই

 2 years ago 

প্রথমেই আপুকে জন্মদিনের শুভেচ্ছা।ভাইয়া আপনি কিন্তু করে রঙিন কাগজের ফুল তৈরি করেছেন।এর আগে অনেকে এই রকম ফুল তৈরি করেছিলো।আপনারটা বেশ সুন্দর হয়েছে। কালারটাও বেশ সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ

 2 years ago 

ভেবেছিলাম বিভিন্ন রংয়ের তিন-চারটি ফুল তৈরি করব। তবে কাগজ না থাকার কারণে ইচ্ছেটা পূরণ করতে পারিনি। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। খুবই আকর্ষণীয় লাগছে ফুলটি দেখতে। এরকম অনেকগুলো ফুল বানিয়ে যদি একসাথে ফুলদানিতে রাখা হয় তাহলে দেখতে বেশ চমৎকার লাগবে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কাগজের ফুল বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমারও ইচ্ছে ছিল বিভিন্ন রং এর কয়েকটি ফুল তৈরি করে ফুলদানিতে সাজিয়ে রাখব কিন্তু কাগজ না থাকায় এবং সময়ের অভাবে বানাতে পারিনি। আশা করি কোন একদিন বাকিগুলো বানিয়ে ফেলবো। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60061.12
ETH 3196.84
USDT 1.00
SBD 2.45