আর্কটিক পেঙ্গুইন এর অরিগামি। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৯ ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। পেঙ্গুইন এর নাম কি আপনারা শুনেছেন? না শোনার কোন কারণই নেই। বর্তমানে টেলিভিশন আর ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর যাবতীয় তথ্যই এখন ঘরে বসে পাওয়া যায়। আর্কটিক মহাদেশে যে সামান্য কিছু প্রাণী বসবাস করে তারমধ্যে সুন্দরতম প্রাণী হচ্ছে এই পেঙ্গুইন। অবশ্য আর্কটিক মহাদেশের বাইরে শীতপ্রধান কয়েকটি দেশেও পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। প্রচন্ড শীত থেকে রক্ষা পাবার জন্য এদের শরীরে থাকে পুরু চর্বির স্তর। সেইসঙ্গে চামড়ার উপরিভাগে থাকে ঘন লোম দ্বারা আবৃত। এরা সাধারনত দলবদ্ধভাবে বসবাস করে আর মাছ শিকার করে খেয়ে থাকে। দুই পায়ে ভর দিয়ে এরা যখন হাটাহাটি করে তখন দূর থেকে এদেরকে কোট পরা কোন ভদ্রলোক এর মতই মনে হয়। এত কথা বলার কারণ হচ্ছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি পেঙ্গুইন বানানোর কৌশল। আসুন তবে শুরু করা যাক।

20220304_101115.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল

20220303_223834.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

৮×১১.৫ ইঞ্চি সাইজের একখণ্ড কালো কাগজ এর এক প্রান্তে আঠা দিয়ে অন্য প্রান্তের সঙ্গে জুড়ে দেই। যা আমাদের পেঙ্গুইনের বডি হিসেবে ব্যবহৃত হবে।

20220303_224312.jpg20220303_224419.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

২.৫×১.৫ ইঞ্চি সাইজের একখণ্ড সাদা কাগজ নিয়ে চিত্রের মত করে পেন্সিল দিয়ে দাগ দেই।

20220303_224551.jpg20220303_224809.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

পেন্সিলের দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলি। এবার সাদা কাগজটিকে আঠা দিয়ে পেঙ্গুইনের দেহের সঙ্গে চিত্রের মত করে লাগিয়ে দেই।

20220303_225017.jpg20220303_225502.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

2 খন্ড হলুদ কাগজ নিয়ে পেন্সিল দিয়ে পেঙ্গুইনের পা আকি। কাঁচি দিয়ে দাগ বরাবর পা দুটো কেটে নেই।

20220303_225823.jpg20220303_230022.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

পাদুটোকে আঠা দিয়ে পেঙ্গুইনের দেহের নিচের দিকে লাগিয়ে দেই।

20220303_230152.jpg20220303_230338.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

২×১ ইঞ্চি দৈর্ঘ্যের একখণ্ড কাল কাগজ এর এক প্রান্তে আঠা দিয়ে অন্য প্রান্তের সঙ্গে জুড়ে দেই। যা পেঙ্গুইনের মাথা হবে। এবার মাথার সঙ্গে আঠা লাগিয়ে দেহের সঙ্গে জুড়ে দেই।

20220303_230710.jpg20220303_230849.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

একটি কালো কাগজ কেটে পেঙ্গুইনের জন্য দুইটি ডানা বানাই। ডানা দুটোকে আঠা দিয়ে দেহের দুই প্রান্তে লাগিয়ে দেই।

20220303_231109.jpg20220303_231437.jpg20220303_231727.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৮ঃ

একখণ্ড হলুদ কাগজ ত্রিভুজ আকৃতিতে কেটে পেঙ্গুইনের ঠোঁট বানাই। মাথার নিচের দিকে আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220303_231949.jpg20220303_232030.jpg20220303_232258.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৯ঃ

সবশেষে সাদা কাগজ কেটে পেঙ্গুইনের জন্য গোল দুটি চোখ তৈরি করি। বল পেনের কালি দিয়ে চোখের ভেতরের মনি একে দেই। এবার চোখদুটোকে আঠা দিয়ে ঠোঁটের উপরে লাগিয়ে দেই। হয়ে গেল আমাদের কাগজের তৈরি পেঙ্গুইন। দেখুন তো কেমন লাগছে।

20220303_232542.jpg20220303_232754.jpg20220303_233444.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে পেঙ্গুইন পাখি তৈরি করলেন। আপনার পেঙ্গুইন পাখি তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আর্কটিক পেঙ্গুইন এর অরিগামি ওয়াও দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ম্যাচ করেছে সত্যিই আপনার ইউনিট বুদ্ধির তারিফ করতে হয় শুভেচ্ছা রইল আপনার জন্য ভাইয়া

 2 years ago 

প্রিয় ভাই এটা আমার বুদ্ধি নয় ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি। শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই, খুবই সুন্দর একটি পেঙ্গুইন তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনি খুব যত্নের সাথে এই পেঙ্গুইনটিকে তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি রঙিন কাগজের পেঙ্গুইনের অরিগামি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর এই মন্তব্যটি উপহার দেয়ার জন্য

 2 years ago 

খুবই সুন্দর একটি ডাই আমাদের উপহার দিয়েছেন। আর্কটিক পেঙ্গুইন অনেকদিন পরে দেখলাম আপনার আর্টের মাধ্যমে।সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ কামনা রইল

 2 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালমান ভাই

 2 years ago 

অসাধারণ ভাই।আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি পেঙ্গুইনের অরিগামি তৈরি করেছেন। আপনার পেঙ্গুইনদের দেখতে অনেক সুন্দর লাগতাছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপে বর্ণনা আমাদের মাঝে স্থাপন করেছেন।এরকম নতুন ধরনের একটি অরিগেমি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় রবিউল ভাই। সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পেঙ্গুইন পাখি তৈরি করেছেন ভাইয়া আপনি। পেঙ্গুইন পাখি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে এভাবে পেঙ্গুইন পাখি তৈরি করা যায় তা আমার আগে জানা ছিল না। আজ আমি আপনার কাছ থেকে শিখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। দোয়া করবেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়াও ভাই আপনি রঙ্গিন কাগজ দিয়ে আমাদের মাঝে চমৎকার একটি পেঙ্গুইন তৈরি করে দেখিয়েছেন । আপনার তৈরি করা এই পেঙ্গুইন টি দেখতে অসাধারণ দেখাচ্ছে বিশেষ করে হলুদ রঙের কাগজে এর জন্য অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আর্কটিক পেঙ্গুইন এর অরিগামি অনেক সুন্দর হয়েছে। দেখতে সত্যিই অসাধারণ লাগতেছে আমি তো দেখে প্রথমে মনে করেছিলাম এটি হয়তো রিয়েল। কিন্তু পুরো বিষয়টি দেখার পর সত্যিই অবাক হয়ে গেলাম। আমার কাছে এটি তো অনেক বেশি ভালো লেগেছে। সত্যি অনেক জোস। এবং প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য

 2 years ago 

উৎসাহমূলক মন্তব্যটি করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর দক্ষতার প্রকাশ ঘটিয়েছেন পোস্টে । সৃজনশীল মূলক কাজ আমার দেখতে ভালই লাগে ।

 2 years ago 

ভাই আমার পোস্টটি আপনি দেখেছেন এবং মন্তব্য করেছেন। আমি তৃপ্ত হয়ে গেলাম। শুভকামনা রইল আপনার জন্য

অনেক সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইন পাখি তৈরি করেছেন ভাইয়া।প্রতিটি ধাপ অনেক সুন্দ্রভাবে বর্ণনা করেছেন যা দেখে যে কেউ শিখে নিতে পারবে।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43