কবিতা "মোহমুক্তি"। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২১ শ্রাবণ /৫ আগস্ট | ১৪২৯, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| শুক্রবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। কবিতা লিখতে পারা একটা বড় গুণ। চাইলেই কেউ কবি হতে পারে না। এর জন্য দরকার সৃষ্টিশীলতা আর প্রতিভা। আমাদের এই কমিউনিটির ফাউন্ডার @rme দাদা একজন সৃষ্টিশীল মানুষ। তার হাত দিয়ে বেরিয়েছে অসংখ্য সুন্দর সুন্দর কবিতা। শুধুমাত্র তার উৎসাহেই আমাদের কমিউনিটিতে অনেকেই কবিতা লেখার চর্চা শুরু করেছেন। যারা জীবনে হয়তো কবিতার একটা লাইন ও কোনদিন লেখার চেষ্টা করেনি তারাও একটি পূর্ণাঙ্গ কবিতা লিখে ফেলেছেন এমন ঘটনাও ঘটেছে। সত্যি বলতে কি চেষ্টা করলে অনেক অসাধ্যই সাধন হয়। শুধু দরকার একাগ্রতা আর নিরলস প্রচেষ্টা আমি যদিও কবিতার তেমন কিছুই বুঝিনা। শুধুমাত্র একজন সাধারণ পাঠক মাত্র। সেই কলেজ জীবনে একটি মাত্র কবিতা লিখেছিলাম। এরপর আর কোনদিন এ লাইনে চেষ্টা করিনি। ভেবেছিলাম আর হয়তো কোনদিন লিখবই না কিন্তু গতকাল হঠাৎ করেই কয়টি লাইন লিখে ফেললাম। এগুলোকে ঠিক কবিতা বলা যাবে না বড়জোর ছড়া বলা যেতে পারে। যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আশা করি জানাবেন।

world-g3678c3701_1920.jpg

Source

মোহ মুক্তি

এফ. আহমেদ

ভালোবাসার অমৃত সুধা,
সবই শুধু মিছে আশা।
কুহেলিকা আর মায়ার জালে,
আমায় শুধু কাছে টানে।

কাছে গেলেই দূরে যায়,
নাহি তারে ছোঁয়া যায়।
মনে মনে কথা হয়,
ভালোবাসা বেঁচে রয়।

পাওয়া আর না পাওয়ার
এই সংঘাতে,
ভালোবাসার পূর্ণতা
কভু নাহি আসে।

কেউ যদি কখনো,
পেয়ে যায় তাকে।
ভালোবাসার সমাপ্তি,
সেখানেই ঘটে।

সৃষ্টির আদি হতে প্রণয়ের এই খেলা,
চলে অবিরাম।
কেউ জেতে কেউ হারে,
বিধি যার বাম।

তুচ্ছ আবেগ আর ক্ষনিকের মোহে,
মানব আত্মা ক্ষয়ে যায়,
কভু নাহি জাগে।

চর্ম চক্ষু মেলে দেখিনাই কভু
দুচোখ বন্ধ করে তাই খুঁজি মোর প্রভু,
সীমাহীন আঁধারে পাই যদি দিশা
মোহমুক্তি ঘটিবে তখন এই মোর আশা।

সৃষ্টিকর্তারে খুজি আমি আপনার মাঝে
মরিবার আগে যেন পেয়ে যাই তাকে।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এই কমিউনিটির বদৌলতে অনেক নতুন নতুন কবি তৈরি হয়েছে। যারা কোনদিন চিন্তাও করেনি কবিতা লেখার তারাও এখন কবিতা লিখতে পারছে। এটি আপনার দ্বিতীয় কবিতা জেনে খুবই ভালো লাগলো। আপনিও ধীরে ধীরে কবিতা লেখার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। আশা করি এভাবে লেগে থাকলে আরো সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন। আজকের কবিতাটি বেশ ভালই হয়েছে।

 2 years ago 

ভালোবাসায় পূর্ণতা প্রাপ্তি বড় কিছু নয়। ভালবাসতে হবে ভালোবাসার জন্য পূর্ণতা প্রাপ্তির জন্য ভালোবাসতে গেলে তাকে আর ভালোবাসা যাবে না ।জগতে কয়টি প্রেমেরই অন্ত মিল হয়।
সর্বোপরি সৃষ্টিকর্তাকে ভালবাসার মাধ্যমে তাকে পাওয়ার মাধ্যমে জীবনের সবকিছু প্রাপ্ত হয়।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে মোহমুক্তি কবিতাটি লিখেছেন। কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো ।খুব সুন্দর করে আপনি কবিতাতে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। বলতে গেলে অসাধারণ কবিতাটি আপনার ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর একটি কবিতা লিখেছেন তো ভাইয়া। ছন্দ গুলো খুব মিলেছে। আসলে ভাইয়া ভালবাসা টা তখনই সুন্দর থাকে যখন কাছের মানুষ দুরে থাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45