এসো নিজে করি (রঙিন কাগজের ময়ূর)। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৪ মাঘ| ১৪২৮ , বঙ্গাব্দ | শুক্রবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি ফেরদৌস আহমেদ। আমার স্টিম আইডি @ferdous3486। এসো নিজে করি আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাগজের তৈরি আকর্ষণীয় রঙিন ময়ূর বানানোর পদ্ধতি। বানানোর প্রক্রিয়া খুবই সহজ কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার এই ময়ূর আপনার ড্রইংরুমের শোভা বাড়াবে অনেকখানি। কথা না বাড়িয়ে আসুন তবে শুরু করা যাক।

20220128_122007.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • ছুরি
  • কার্ডবোর্ড বা শক্ত কাগজ

20220128_143619.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

প্রথমেই হলুদ রঙের এ ফোর সাইজের একটি কাগজকে লম্বালম্বিভাবে দু ভাগ করে নেই। একভাগ কাগজ নিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে ভাজ করি।

20220127_234305.jpg20220127_235213.jpg

ধাপ-২ঃ

একইভাবে লাল, নীল, হলুদ, সবুজ এবং গোলাপী রঙের পাঁচটি কাগজ নিয়ে ভাজ করি। লক্ষ রাখতে হবে যেন প্রতিটি কাগজ একটি থেকে আরেকটু লম্বায় কিছুটা ছোট হয়।

20220128_120332.jpg

ধাপ-৩ঃ

সবচাইতে বড় লাল কাগজটির ওপর এর চাইতে কিছুটা ছোট নীল কাগজটি ভাঁজে ভাঁজে বসিয়ে দেই। এভাবে ক্রমান্বয়ে হলুদ, সবুজ এবং সবশেষে গোলাপি কাগজটি চিত্রের মত করে ভাঁজে ভাঁজে বসিয়ে দেই। প্রয়োজনে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারি

20220128_120514.jpg20220128_120619.jpg
20220128_120729.jpg20220128_120902.jpg

ধাপ-৪ঃ

একখণ্ড কার্ডবোর্ড বা শক্ত কাগজ কে বৃত্তের মত গোল করে কাটি। একই মাপের 1 খন্ড গোলাপী কাগজ কেটে আঠা দিয়ে কার্ডবোর্ডের উপরে জুড়ে দেই।

20220128_114904.jpg20220128_115453.jpg20220128_115810.jpg

ধাপ-৫ঃ

এবার একটি নীল কাগজের ওপর পেন্সিল দিয়ে খুব সুন্দর করে ময়ূরের সামনের অংশ আকি। কাঁচি দিয়ে পেন্সিলের দাগ বরাবর কেটে নেই। অনুরূপভাবে একখণ্ড শক্ত কাগজ কেটে নিয়ে নীল ময়ূরের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দেই। এর ফলে ময়ূরটি যথেষ্ট শক্তপোক্ত হবে। কালো কাগজ দিয়ে চোখ ও লাল কাগজ দিয়ে ঠোট বানিয়ে ময়ুরের সঙ্গে লাগিয়ে দেই।

20220128_114327.jpg20220128_114339.jpg
20220128_114546.jpg20220128_114843.jpg

ধাপ-৬ঃ

ময়ূরের পেখম এর উভয় পাশ আঠা দিয়ে গোলাপি বৃত্তের মাঝখানে চিত্রের মত করে লাগিয়ে দেই।

20220128_121505.jpg

ধাপ-৭ঃ

শেষ ধাপে ময়ূরটিকে এবার পেখম এর মাঝখানে আঠা দিয়ে সুন্দর ভাবে লাগিয়ে দেই। তাহলেই হয়ে গেল আমাদের কাগজের তৈরি আকর্ষণীয় সুন্দর ময়ুর।

20220128_121656.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

  • রঙিন কাগজ দিয়ে অনেক অসাধারণ একটি ময়ূর তৈরি করেছেন। ময়ূরী দেখতে আমার খুবই ভালো লেগেছে। আপনি অনেক সময় ব্যয় করে এটি তৈরি করেছেন তা আপনার পোস্ট দেখে বুঝা যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 
  • রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ময়ূর তৈরি করেছেন। আপনার সৃজনশীল দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে এই ময়ূর তৈরি করলেন। আপনার তৈরি করা দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

দারুন সুন্দর ময়ূর দেখতে হয়েছে। রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর একটি ময়ূর বানানো তৈরি করা যায় সেটা কিন্তু আপনার এই কাজ দেখে বুঝলাম। সত্যি বলতে আপনার এই রঙিন কাগজ দিয়ে ময়ূর তৈরি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন এভাবেই সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিতে পারেন।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও অসাধারন একটি ময়ূর তৈরি করলেন। আমিতো ময়ূর তাকে দেখে পুরাই অবাক। এত সুন্দর ভাবে তৈরি করলেন দেখে মনে হচ্ছে সত্যি কারের ময়ূর। এমনিতে চিড়িয়াখানায় ময়ূর দেখেছি আমি। আজকে আবার মনে হচ্ছে আপনার তৈরি করা আরো সুন্দর একটা ময়ূর দেখলাম। অসাধারন লেগেছে আমার কাছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার মতামত জেনে উৎসাহিত হলাম। পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও কি মিষ্টি একটা ময়ূর 👌। চমৎকার একটি হাতের কাজ দেখলাম। খুব পছন্দ হয়েছে। ময়ূরের পেখম গুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার।

 3 years ago 

চমৎকার একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ময়ূর তৈরি করেছেন। ময়ূর দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে। আপনি ময়ূরের পালকের মধ্যে অনেকগুলো কালার ব্যবহার করেছেন রেখে দেখতেও সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে এই ময়ূর তৈরি করতে আপনার অনেক বেশি সময় লেগেছে। আমাদের মাঝে এত অসাধারন একটি ময়ূর উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

কষ্ট শেষে যখন পাঠকদের উৎসাহমূলক মন্তব্য পাওয়া যায় তখন ভীষণ ভালো লাগে একথা নতুন করে বলার কিছু নেই। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

রঙ্গিন পেপার দিয়ে যে এতো সুন্দর ভাবে ময়ূর তৈরি করা যায় আগে জানতাম না। আপনার তৈরি করা ময়ূরটি অনেক সুন্দর হয়েছে। আর বিভিন্ন রংয়ের পেপার ব্যবহার করার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভাইয়া।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাই আপনি খুবই দক্ষতার সাথে ও খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটা ময়ূর তৈরি করেছেন । দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

সামাদ ভাই মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সত্যি বলেছেন ভাইয়া আসলে যেকোনো ক্রাফটের জিনিসই কিন্তু ড্রইং ,ডাইনিং রুমের সৌন্দর্য বাড়িয়ে দেয় ।আর আপনার তৈরি ময়ূর টি খুব সুন্দর হয়েছে । রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে ময়ূর তৈরি করার পদ্ধতি আমার কাছে খুব ভালো লাগলো ।ভাইয়া খুব সুন্দর একটি ক্রাফট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে সুন্দর একটি উৎসাহ প্রদান মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

রঙিন কাগজ দিয়ে ময়ূর তৈরি খুবই চমৎকার ক্রিয়েটিভিটির বহিরপ্রকাশ । সহজ এবং সুন্দর উপস্থাপনা । ধাপগুলো ছিল নিট এন্ড ক্লিন । পুরো পোস্টটি সত্যি অসাধারণ লেগেছে ।

 3 years ago 

আপনার মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 63989.15
ETH 2749.61
USDT 1.00
SBD 2.66